1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাইওয়ানকে চীনের সঙ্গে ‘একত্রিত করার’ ঘোষণা শি জিনপিংয়ের

৯ অক্টোবর ২০২১

তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে চীনের সাথে একত্রিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং৷ বেইজিং ও তাইপের মধ্যে চলমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মাঝেই শনিবার এমন ঘোষণা দিলেন চীনা প্রেসিডেন্ট৷

China - Xi Jinping in Beijing
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংছবি: Carlos Garcia Rawlins/REUTERS

‘‘মাতৃভূমির সম্পূর্ণ পুনরেত্রীকরণের ঐতিহাসিক কাজটি অবশ্যই সম্পন্ন করতে হবে,’’ রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা ও সুধীসমাজের লোকজনের সামনে চীনের বিখ্যাত গ্রেট হল অফ দ্য পিপলে দেয়া ভাষণে বলেন জিনপিং৷  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দক্ষিণ চীন সাগরে অবস্থিত দ্বীপ-অঞ্চল তাইওয়ানকে নিজেদের অংশ করতে দীর্ঘদিন ধরেই তৎপরতা চালাচ্ছে চীন৷

চীন মনে করে তাইওয়ান তাদের দেশেরই অংশ৷ এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ, যেটি ভবিষ্যতে চীনের সঙ্গে মিশে যাবে৷ তবে গত দুই দশক ধরে তাইওয়ানের বেশ কিছু রাজনৈতিক গোষ্ঠী স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলন করে যাচ্ছে৷ 

চলমান উত্তেজনার মাঝে জিনপিং-এর দেয়া এমন মন্তব্য আলাদা গুরুত্ব বহন করছে, বলে মনে করা হচ্ছে৷  গত শুক্রবার থেকে প্রতিদিন তাইওয়ানের আকাশে ঢুকে পড়ছে চীনের বিমানবাহিনী৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সমমনা গণতান্ত্রিক দেশের সহায়তা চাইছে তাইওয়ান৷

যা বললেন শি জিনপিং

সর্বশেষ রাজবংশের পতনের বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটিতে দেয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ‘‘বিচ্ছিন্নতা দমনে চীনের গৌরবময় ঐতিহ্য আছে৷''

তাইওয়ানে স্বাধীনতা আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদ বলে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘এটি পুনরেত্রীকরণের পথে সবচেয়ে বড় বাধা এবং পুনঃশক্তিসঞ্চারের পথে লুকিয়ে থাকা একটি মহাবিপদ৷''

তার মতে, শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ হলেই তাইওয়ানের জনগণের সব ধরনের চাওয়া-পাওয়া পূরণ হবে৷

তিনি আরো বলেন, ‘‘জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের জনগনের যে দৃঢ় সংকল্প, তীব্র ইচ্ছা ও সামর্থ্য রয়েছে তাকে খাটো করে দেখা উচিত নয়৷’’

‘‘মাতৃভূমির পূনরেত্রীকের যে ঐতিহাসিক প্রচেষ্টা তা অবশ্যই পূরণ হবে এবং এটি হতেই হবে,’’ বলেন তিনি৷

তাইওয়ানের প্রতিক্রিয়া

এদিকে, শি জিনপিংয়ের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়, এই ভূখণ্ডের ভবিষ্যত এখানকার জনগণ নির্ধারণ করবে৷  চীনের ‘এক দেশ দুই নীতি’ মডেল প্রত্যাখান করে প্রতিক্রিয়ায় বলা হয়, এটি পরিষ্কার যে এখানকার জনগণ এই মডেল গ্রহণ করছে না৷

এদিকে তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল আলাদা এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্টের এমন বক্তব্যকে ‘অনুপ্রবেশকারী উত্তেজনামূলক পদক্ষেপ’ উল্লেখ করে চীনকে ‘হয়রানি ও ধ্বংসাত্মক’ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়৷   

আরআর/জেডএ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ