1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন লাই চিং-তে

১৩ জানুয়ারি ২০২৪

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী লাই চিং-তে জয়ী হয়েছেন৷

লাই চিং-তে
ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী লাই চিং-তেছবি: Ann Wang/REUTERS

শনিবারের নির্বাচনে তিনি ৪০ শতাংশের বেশি ভোট পেয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে৷ 

স্বাধীনতাপন্থি এবং চীনবিরোধী হিসেবে পরিচিত এই নেতার জয়ের ফলে চীনের সাথে তাইওয়ান সম্পর্ক কোনদিকে মোড় নেবে তা বলা মুশকিল৷

তাইওয়ানের স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থান নিয়ে আসছে ডিপিপি৷ শনিবার দেশটিতে আট ঘণ্টার ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়৷ সার্বভৌমত্বের প্রশ্নে চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যে তাইওয়ানের এ নির্বাচনে জয়ী হয়েছেন ডিপিপির ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তে৷

যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব বিবেচনায় এবারের তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়ে আসছে৷

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১ কোটি ৯৫ লাখের বেশি ভোটার রয়েছেন তাইওয়ানে৷ আর মোট ভোটের ৪০ ভাগের বেশি পেয়ে জয়ী হযেছেন লাই চিং-তে৷

প্রাথমিক ফলাফলের পর এক বক্তৃতায় দেশের জনগণের প্রতি ধন্যবাদ জানিয়েছেন লাই৷

তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক সম্প্রদায়কে আমারা জানাতে চাই, গণতন্ত্র এবং কর্তৃত্ববাদ এই দুইয়ের মাঝে আমরা গণতন্ত্রকেই বেছে নেব৷''

এদিকে বিরোধী দলগুলোও নির্বাচনের প্রাথমিক ফলাফল মেনে নিয়ে বিবৃতি দিয়েছে৷ তাইওয়ানের প্রধান বিরোধী নেতা হো ইয়ু-ইগ ফলাফল প্রকাশের পর লাই চিং-তেকে অভিনন্দন জানান৷

আরআর/টিএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ