1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প

৭ ফেব্রুয়ারি ২০১৮

তাইওয়ানের জনপ্রিয় পর্যটন শহর হুয়ালিয়েনে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে৷ এখন পর্যন্ত চার জনের মৃত্যূর খবর পাওয়া গেছে৷ উদ্ধারকর্মীরা নিখোঁজ ১৪০ জনের খোঁজ করছেন৷ আহত হয়েছে ২২৫ জন৷

Taiwan Erdbeben
ছবি: picture-alliance/dpa/kyodo

মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে আঘাত হানে ভূমিকম্পটি৷ এর উৎপত্তি স্থল শহর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তর-পূর্বে৷ সবশেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৪০ জন নিখোঁজ বলে জানা গেছে৷ অনেক ভবন ধসে পড়েছে, বিপজ্জনক অবস্থায় হেলে পড়েছে বেশ কয়েকটি ভবন৷ তাই নিখোঁজরা ভবনের নীচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে৷ এ পর্যন্ত ১১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ আহত ২২৫ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক৷

অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নেই পানি সরবরাহ৷ আশ্রয়কেন্দ্রে ৮৩০ জন মানুষ আশ্রয় নিয়েছেন৷ প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন উদ্ধারকাজ পরিদর্শন করেছেন৷ আগামী দুই সপ্তাহে আরো কয়েকটি আফটারশকের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷

6.4 magnitude earthquake rocks Taiwan

00:23

This browser does not support the video element.

 

হুয়ালিয়েনে অন্তত এক লাখ মানুষের বাস৷ এটি তাইওয়ানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র৷ স্থানটি সুপরিচিত তারোকো জর্জ ন্যাশনাল পার্কের বেশ কাছে৷ দু'দিন আগেও দু' দু'বার সেখানে ভূমিকম্প আঘাত হেনেছিল৷ তবে তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে৷ ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পের আঘাতে ১১৭ জন মানুষ প্রাণ হারায়৷ ১৯৯৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছিল, যেটি ছিল দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ