1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাইওয়ানের সুন্দরী মাছওয়ালী

১২ ডিসেম্বর ২০১৮

মাছ বিক্রি করেও বুঝি অনলাইনে ভাইরাল হওয়া যায়! তা বিক্রেতা যদি নায়িকাদের মতো সুন্দরী হন, চাহলে তা হতেই পারে৷ এমন ঘটনাই ঘটেছে তাইওয়ানে৷

Screenshot Youtube Jingwen Guan
ছবি: Youtube/Jingwen Guan

এক ফেসবুক ব্যবহারকারী সুন্দরী মাছবিক্রেতার ছবি আপলোড করেন৷ সাথে জুড়ে দেন মজার এক ক্যাপশন, ‘‘মা, এখন থেকে তোমার মাছ কেনায় আমিই সবসময় সাহায্য করবো৷''

এই ছবিটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ফেসবুকে৷ পরের দিন থেকে বেড়ে যায় মাছ দোকানের বিক্রি৷ কেউ কেউ অবশ্য শুধু সুন্দরীকে এক পলক দেখার জন্যই ভিড় জমান দোকানে৷

২৬ বছর বয়সি অবশ্য তাঁকে ঘিরে এই আলোচনাকে মজা হিসেবেই নিয়েছেন৷ স্তানীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান, এই দোকান মূলত তাঁর মায়ের৷ মাকে সাহায্য করার জন্যই তিনি মাঝেমধ্যে দোকানে কাজ করেন৷

তবে তাঁর উপস্থিতি যে এভাবে বিক্রি বাড়াবে তা তিনি নিজেও বুঝতে পারেননি৷

এডিকে/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ