1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাজমহলের কপিরাইট নিয়ে অনুসন্ধান

সাগর সরওয়ার১০ ডিসেম্বর ২০০৮

তাজমহলের কপিরাইটটা আসলে কার- এ নিয়ে এখন চলবে অনুসন্ধান৷ বিষয়টি নিয়ে এতদিন কারও কোন মাথাব্যথা ছিল না৷ কিন্তু বাংলাদেশের একজন ব্যবসায়ী ঠিক হুবহু একটি তাজমহল তৈরি করার পর এখন প্রশ্ন উঠেছে কপিরাইট নিয়ে৷

ভারতের তাজমহলছবি: AP

আর এই প্রশ্নটি তুলেছেন... ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা৷

ঐ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এ ধরনের একটি ঐতিহাসিক স্থাপনার প্রতিরূপ আপনি তৈরি করতে পারেন না৷ এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা৷ হুবহু একটি স্থাপনা পরির্দশন করার কথা উল্লেখ করে তিনি বলেন, পুরো বিষয়টি আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে৷ তাছাড়া, তাজমহলের কপিরাইট কার বা আইন অনুসারে হুবহু আর একটি তাজমহল তৈরি করা যায় কিনা তাও খতিয়ে দেখতে হবে৷

বাংলাদেশের একজন চলচ্চিত্র নির্মাতা আহসানউল্লাহ মনি ঢাকা থেকে ৩০ কিলোমিটার উত্তর পূর্বের সোনারগাঁও এলাকায় ১২ বিঘা জমির উপর এটি গড়ে তোলেন৷ এর নাম দেওয়া হয়েছে বাংলার তাজমহল৷ তাঁর পরিকল্পনা অনুসারে এটি নির্মাণে ব্যয় হয় ৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার৷ তিনি জানিয়েছেন, এটি নির্মানের জন্য প্রয়োজনীয় গ্রানাইট মার্বেল পাথর আনা হয়েছে ইটালি থেকে, বেলজিয়াম থেকে আনা হয়েছে হীরা এবং ১৬০ কিলোগ্রাম ব্রোঞ্জও আমদানি করা হয়েছে৷

১৯৮০ সালে আহসানউল্লাহ মনি যখন ভারতে আগ্রার তাজমহল পরিদর্শনে যান তখনই হুবহু একটি তাজমহল তৈরি করার পরিকল্পনা তাঁর মাথায় আসে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ