1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাজিকিস্তানের কারাগারে দাঙ্গায় আইএস জঙ্গিরা, নিহত ৩২

২০ মে ২০১৯

তাজিকিস্তানের একটি কারাগারে বন্দি আইএস জঙ্গিদের দাঙ্গায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন৷ ছয় মাসের মধ্যে সে-দেশে দ্বিতীয়বারের মতো এমন দাঙ্গা হলো৷

Tadschikistan Duschanbe City
ছবি: Getty Images/AFP/E. Feferberg

রাজধানী দুশানবে থেকে ১৭ কিলোমিটার দূরে ভাখদাত শহরের কারাগারে রোববারের ওই দাঙ্গায় তিনজন কারারক্ষী ও ২৯ জন বন্দি নিহতের কথা জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়৷

সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতে সাজাপ্রাপ্ত আইএস জঙ্গিরা ছুরি নিয়ে আক্রমণে যায়৷ সেই সময় তিন জন কারারক্ষী ও পাঁচজন বন্দিকে হত্যা করে তারা৷ ‘ভীতিকর পরিস্থিতি' তৈরি করে কারাগার থেকে পালানোর জন্য চালানো হয় ওই হামালা৷

এরপর দাঙ্গা থামাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে৷

তাজিকিস্তানের বিশেষ বাহিনীর সাবেক প্রধানের ছেলে বেখরুজ গুলমুরদও ছিলেন দাঙ্গা সৃষ্টিকারীদের মধ্যে৷ ২০ বছর বয়সি গুলমুরদ চার বছর আগে আইএসের হয়ে যুদ্ধে গিয়েছিল৷

ভাখদাত কারাগারে আইএস জঙ্গিসহ মোট দেড় হাজার বন্দি ছিল বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম৷ ধর্মীয় উগ্রবাদের কারণে সাজাপ্রাপ্তদেরও রাখা হয় সেখানে৷

এর আগে গত নভেম্বরে আরেকটি কারাগারে এমন একটি দাঙ্গার বিষয় স্বীকার করেছিল আইএস৷ আইএস-বিরোধী যুদ্ধে তাজিকিস্তান অংশ নেওয়ায় ওই হামলার কথা বলেছিল জঙ্গি গোষ্ঠীটি৷

গত কয়েক বছরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাসহ প্রায় ১ হাজার তাজিক নাগরিক আইএসের হয়ে যুদ্ধ করতে সিরিয়া ও  ইরাকে গিয়েছে বলে জানিয়েছে তাজিকিস্তানের সরকারি কর্তৃপক্ষ৷

এমবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ