1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাপদাহ এড়াতে গাছ লাগাতে বলছেন বাংলাদেশি ইনফ্লুয়েন্সারেরা

৫ মে ২০২৪

এ বছর বাংলাদেশে অনেক গরম পড়েছে৷ এই অবস্থায় বেশি করে গাছ লাগাতে অনুসারীদের পরামর্শ দিয়েছেন সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সারেরা৷

বৃক্ষমেলায় একাধিক গাছের পসরা
পরিবেশকর্মীরা বলছেন, শুধু নতুন গাছ লাগালেই হবে না৷ যে গাছগুলো ইতিমধ্যে রয়েছে সেগুলোও রক্ষা করতে হবে৷ছবি: Harun Ur Rashid/DW

মডেল, অভিনেত্রী, আইনজীবী পিয়া জান্নাতুল কদিন আগে ফেসবুকে তার অনুসারীদের প্রত্যেককে ১০টি করে গাছ লাগানোর কথা বলেন৷ তার অনুসারীর সংখ্যা প্রায় ১৬ লাখ৷

ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ প্রায় তিন লাখ গাছ লাগানোর জন্য অর্থ সহায়তা দিতে ফেসবুকে তার ৪৩ লাখ অনুসারীর প্রতি আহ্বান জানান৷

আলোকচিত্রী মাহমুদ রহমান ঢাকার গুলশান লেকের পাশেতার বাড়ির কাছে আবর্জনা সরিয়ে সেখানে গাছ লাগাতে তাকে সহায়তার জন্য সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন৷ সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন মার্কিন নাগরিক তৃণা বিশপ৷ তিনি বলেন, ‘‘ঢাকায় গাছ লাগাতে সবাই কীভাবে কাজ করতে পারে এটা তার একটা ভালো উদাহরণ৷''

আওয়ামী লীগের একটি ছাত্র সংগঠন ২১ এপ্রিল ১০ দিনের মধ্যে পাঁচ লাখ গাছ লাগানোর কর্মসূচি শুরু করেছিল৷

গ্রিন সেভার্স নামের একটি সংগঠন ২২ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে৷ এই সংগঠনের মাধ্যমে একজন পৃষ্ঠপোষক দুই ডলারের কম মূল্যে গরিব একজনের বাড়িতে গাছ লাগাতে পারেন৷ এরপর সেই গাছটি কীভাবে বেড়ে উঠছে এবং গাছের কারণে সেই পরিবার কীভাবে লাভবান হচ্ছে, তা ডিজিটালি ট্র্যাক করা যায়৷ গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি বলছেন, ‘‘আমরা আমাদের গাছের স্পন্সরশিপ কর্মসূচিতে মানুষের আগ্রহ বাড়তে দেখছি৷''

তবে পরিবেশকর্মীরা বলছেন, শুধু নতুন গাছ লাগালেই হবে না৷ যে গাছগুলো ইতিমধ্যে রয়েছে সেগুলোও রক্ষা করতে হবে৷

এছাড়া ঠিক গাছ লাগানোও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন৷ তিনি বলেন, ইউক্যালিপ্টাস বা অ্যাকাশিয়ার মতো গাছগুলো স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করতে পারে৷

প্রচণ্ড গরমের সময়ের কিছু সতর্কতা

04:29

This browser does not support the video element.

জেডএইচ/এসিবি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ