1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাপদাহ এড়াতে গাছ লাগাতে বলছেন বাংলাদেশি ইনফ্লুয়েন্সারেরা

৫ মে ২০২৪

এ বছর বাংলাদেশে অনেক গরম পড়েছে৷ এই অবস্থায় বেশি করে গাছ লাগাতে অনুসারীদের পরামর্শ দিয়েছেন সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সারেরা৷

বৃক্ষমেলায় একাধিক গাছের পসরা
পরিবেশকর্মীরা বলছেন, শুধু নতুন গাছ লাগালেই হবে না৷ যে গাছগুলো ইতিমধ্যে রয়েছে সেগুলোও রক্ষা করতে হবে৷ছবি: Harun Ur Rashid/DW

মডেল, অভিনেত্রী, আইনজীবী পিয়া জান্নাতুল কদিন আগে ফেসবুকে তার অনুসারীদের প্রত্যেককে ১০টি করে গাছ লাগানোর কথা বলেন৷ তার অনুসারীর সংখ্যা প্রায় ১৬ লাখ৷

ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ প্রায় তিন লাখ গাছ লাগানোর জন্য অর্থ সহায়তা দিতে ফেসবুকে তার ৪৩ লাখ অনুসারীর প্রতি আহ্বান জানান৷

আলোকচিত্রী মাহমুদ রহমান ঢাকার গুলশান লেকের পাশেতার বাড়ির কাছে আবর্জনা সরিয়ে সেখানে গাছ লাগাতে তাকে সহায়তার জন্য সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন৷ সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন মার্কিন নাগরিক তৃণা বিশপ৷ তিনি বলেন, ‘‘ঢাকায় গাছ লাগাতে সবাই কীভাবে কাজ করতে পারে এটা তার একটা ভালো উদাহরণ৷''

আওয়ামী লীগের একটি ছাত্র সংগঠন ২১ এপ্রিল ১০ দিনের মধ্যে পাঁচ লাখ গাছ লাগানোর কর্মসূচি শুরু করেছিল৷

গ্রিন সেভার্স নামের একটি সংগঠন ২২ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে৷ এই সংগঠনের মাধ্যমে একজন পৃষ্ঠপোষক দুই ডলারের কম মূল্যে গরিব একজনের বাড়িতে গাছ লাগাতে পারেন৷ এরপর সেই গাছটি কীভাবে বেড়ে উঠছে এবং গাছের কারণে সেই পরিবার কীভাবে লাভবান হচ্ছে, তা ডিজিটালি ট্র্যাক করা যায়৷ গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি বলছেন, ‘‘আমরা আমাদের গাছের স্পন্সরশিপ কর্মসূচিতে মানুষের আগ্রহ বাড়তে দেখছি৷''

তবে পরিবেশকর্মীরা বলছেন, শুধু নতুন গাছ লাগালেই হবে না৷ যে গাছগুলো ইতিমধ্যে রয়েছে সেগুলোও রক্ষা করতে হবে৷

এছাড়া ঠিক গাছ লাগানোও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন৷ তিনি বলেন, ইউক্যালিপ্টাস বা অ্যাকাশিয়ার মতো গাছগুলো স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করতে পারে৷

প্রচণ্ড গরমের সময়ের কিছু সতর্কতা

04:29

This browser does not support the video element.

জেডএইচ/এসিবি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ