তাপমাত্রা পঞ্চাশ ছুঁইছুঁই, ইটালিতে দাবানল ছড়াচ্ছে
১৩ আগস্ট ২০২১
রেকর্ড তাপমত্রা। ইটালিতে দাবানল ছড়াচ্ছে। মৃত বহু।
বিজ্ঞাপন
সিসিলিতে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৪৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। ইটালিতে এত বেশি তাপমাত্রা আগে কখনো হয়নি। ইউরোপের ক্ষেত্রেও সম্ভবত রেকর্ড তাপমাত্রা। আগে থেকেই ইটালি দাবানলের কবলে ছিল। এই তাপমাত্রায় দাবানল আরো ছড়াচ্ছে।
সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, সিসিলি ও সার্ডিনিয়ার অবস্থা নিয়ে তারা চিন্তিত। একে প্রবল গরম, তার উপর জোরে হাওয়া বইছে। ফলে দাবানল নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হচ্ছে। সিসিলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকারি কর্মীরা অবশ্য দাবি করছেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।
দক্ষিণের এলাকা ক্যাটানজারোর কর্মকর্তারা জানিয়েছেন, একটি মিউজিয়ামের চারপাশে আগুন ছড়িুয়েছে। তারা এখন সেই আগুনের সঙ্গে লড়াই করছেন।
আগুনের বিরুদ্ধে তাদের লড়াই
দাবানলে আক্রান্ত বিশ্বের বিভিন্ন দেশ৷ প্রকৃতির এই রোষের বিরুদ্ধে দেশে দেশে সীমিত শক্তি নিয়ে লড়াই চালানোর চেষ্টা করছেন স্থানীয় অগ্নিনির্বাপণ কর্মী ও স্বেচ্ছাসেবীরা৷ তাদের নিয়ে এই ছবিঘর৷
ছবি: David Swanson/REUTERS
আগুনের বিরুদ্ধে
চারপাশে জলছে ভয়াবহ আগুন৷ তার বিরুদ্ধেই এক দমকলকর্মীর লড়াই৷ ছবিটি ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তোলা৷
সিসিলির একটি আবহাওয়া অফিস জানিয়েছে, সেখানে তাপমান ছিল ৪৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া অফিসটি ২০০২ সালে তৈরি হয়। তারপর থেকে কখনো তাপমাত্রা এতটা বেশি হয়নি।
এটা সম্ভবত ইউরোপের ক্ষেত্রেও রেকর্ড। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাপমাত্রা ঠিকভাবে মাপা হয়েছে কি না, তা আগে পরীক্ষা করে দেখতে হবে।
দক্ষিণ ইউরোপে এখন তাপপ্রবাহ চলছে। এর ফলে তুরস্ক ও ইটালিতে কয়েকজনের মৃত্যু হয়েছে।