ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। দক্ষিণেও জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি
বাংলাদেশ সময় রাত পৌনে তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম উত্তর সিটির চূড়ান্ত ফল ঘোষণা করেন বলে জানিয়েছে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ঘোষিত ফলে দেখা যায়, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে পৌনে দুই লাখের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন আতিকুল ইসলাম। নৌকা প্রতীকে আতিকুল পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।
সিটি নির্বাচনের যত উক্তি
শেষ হলো ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন৷ ভোট সুষ্ঠু হয়েছে বলে আওয়ামী লীগ দাবি করলেও বিএনপি কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছে৷ ঢাকায় হরতালও ডেকেছে দলটি৷ এক নজরে দেখে নিন নির্বাচন নিয়ে নানা মন্তব্য৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
শত বছরের ‘সেরা নির্বাচন’
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে বিগত ১০০ বছরের মধ্যে ‘সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন’ হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ৷ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন৷
ছবি: DW/M. M. Rahman
প্রত্যাখ্যান, হরতাল
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি৷ রোববার ঢাকায় হরতালও ডেকেছে দলটি৷ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘দুই সিটির নির্বাচনে ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি, জবরদস্তি করে নির্বাচন অনুষ্ঠানের কারণে এবং জনগণের রায়কে একেবারে পদদলিত করে দলীয় দৃষ্টিকোণ থেকে এই নির্বাচনকে প্রভাবিত ও লুট করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে৷’’
ছবি: DW/S. K. Dey
হরতাল প্রতিহতের ঘোষণা
বিএনপির ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি৷ শনিবার রাতে বিএনপি হরতালের ঘোষণা দেওয়ার পরপরই সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গাঁ ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, রোববার তারা রাজধানীতে স্বাভাবিকভাবেই বাস চালাবেন৷ রাঙ্গাঁ এখন জাতীয় পার্টির মহাসচিব এবং এনায়েত ঢাকার আওয়ামী লীগ নেতা৷
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
‘কোনো অভিযোগ পাইনি’
ইভিএম ব্যবহারে ভোগান্তি, একজনের ভোট আরেকজন দিয়ে দেয়া, বিরোধী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার নানা অভিয়োগ থাকলেও এর কোনটিই মানতে নারাজ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা৷ দুই সিটি নির্বাচনে ভোটের হার ৩০ শতাংশের নিচে থাকতে পারে বলে তার ধারণার কথাও সাংবাদিকদের জানান সিইসি৷
ছবি: bdnews24
ভোটার কম, তাপসের ব্যাখ্যা
নির্বাচনি আচরণবিধি কঠোর হওয়ায় প্রার্থীরা ভোটারদের কাছে যেতে পারেননি৷ এ কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে মনে করেন দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস৷ রাজধানীর গ্রিনরোডে নিজের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘মাত্র এক বছর আগে জাতীয় নির্বাচন হয়ে গেছে৷ এটি স্থানীয় নির্বাচন৷ এ কারণেও হয়তো অনেকে ভোট দিতে আসেননি৷’’
ছবি: DW/Sazzad Hossain
‘জনগণের মনে স্থান নিয়েছি’
ফল যাই হোক জনগণের মনে জায়গা করে নিয়েছেন বলে মনে করেন দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন৷ তিনি জনগণের মেয়র হয়ে গেছেন বলেও মন্তব্য করেন সাংবাদিকদের কাছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
6 ছবি1 | 6
ঢাকা উত্তরে মোট ভোটার ছিলেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে ৭ লাখ ৬০ হাজার ৬৫৮ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। অর্থাৎ ভোটার উপস্থিতি ছিল কেবল২৫ দশমিক তিন শতাংশ।
ঢাকা দক্ষিণ সিটি
উত্তরের চেয়ে দুই ঘণ্টা আগেই ফল প্রকাশ হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বাংলাদেশ সময় পৌনে একটার দিকে চূড়ান্ত ফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
কাকতালীয়ভাবে এই সিটিতেও আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে পৌনে দুই লাখ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।
শেষ হয়েছে ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণ৷ হতাশাজনক ভোটার উপস্থিতি আর পছন্দ মত ভোট দিতে না পারার বেশ কিছু অভিযোগ উঠেছে৷ বিএনপির এজেন্টদের বের করে দেওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে কোথাও কোথাও৷
ছবি: Asif Mahmud Ove
ভোটার উপস্থিতি হতাশাজনক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ভোট কেন্দ্র৷ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর প্রায় দুই ঘণ্টাতেও পড়েনি একটি ভোট৷
ছবি: Sazzad Hossain
ভোট দিতে না পারার অভিযোগ
শনিবার ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত কম৷ যারা এসেছিলেন তাদের অনেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার অভিযোগ করেছেন৷
ছবি: Sazzad Hossain
সংঘর্ষ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তভুর্ক্ত বকশীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোট শুরুর কিছুক্ষণ পরই আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়৷ এক পর্যায়ে উভয়পক্ষ ঢিল ছোড়াছুড়ি শুরু করে৷ ককটেল বিস্ফোরণও হয়েছে৷
ছবি: Sazzad Hossain
সাংবাদিকদের উপর হামলা
সিটি নির্বাচনে দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে৷ মোহাম্মদপুরে দায়িত্ব পালনের সময় মুস্তাফিজুর রহমান সুমন নামে একজন সংবাদকর্মী গুরুতর আহত হন৷
ছবি: Sazzad Hossain
অভিযোগের তীর আওয়ামী লীগের দিকে
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের কর্মীরাই ভোটের দিন দায়িত্ব পালনরত সাংবাদিকদের মারধর করেছে বলে অভিযোগ রয়েছে৷
ছবি: Sazzad Hossain
বিএনপির এজেন্ট নেই
বিএনপির প্রার্থীদের অভিযোগ ভোটকেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে৷ অন্যদিকে, আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, বিএনপির কোনো এজেন্ট কেন্দ্রেই আসেননি৷
ছবি: Sazzad Hossain
বারবার লাইনে
আঙুল থেকে অমোচনীয় কালি তুলে বারবার ভোট দেওয়া এবং ভোটার উপস্থিতি বেশি দেখাতে ভোট দেওয়ার পরও লাইনে দাঁড়িয়ে থাকার কিছু অভিযোগও এদিন উঠেছে৷
ছবি: Asif Mahmud Ove
ইভিএম বিড়ম্বনা
এবারই প্রথম কোনো নির্বাচনে সব ভোট ইভিএম এ নেওয়া হয়েছে৷ কিন্তু ইভিএম নিয়ে বিড়ম্বনার শেষ ছিল না৷ আধা ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পরও ঐক্যফ্রন্ট নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের আঙ্গুলের ছাপ মেলানো যায়নি। খোদ ইসি নূরুল হুদার আঙ্গুর ছাপ দুইবার না মেলায় ভোটার নম্বর ব্যবহার করে তিনি ভোট দেন৷
ছবি: Asif Mahmud Ove
মন্দের ভালো
অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার ছিল না৷ ভোট দিতে না পারার অভিযোগও অসংখ্য৷ তবে হাতে গোনা কয়েকটি কেন্দ্রে ভিন্ন চিত্র দেখা গেছে৷ উত্তরার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে৷ ভোট দিতে না পারার অভিযোগও সেখানে ছিল না৷
ছবি: Asif Mahmud Ove
নয়া পল্টনে সংঘর্ষ
ঢাকা সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই নয়া পল্টনে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা৷ দুই পক্ষ ইট ছোড়া শুরু করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়৷