1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাবলিগের বিদেশিরা মসজিদেই আছেন

৮ এপ্রিল ২০২০

বাংলাদেশে বর্তমানে কমপক্ষে ১৩টি দেশের তাবলিগের অনুসারীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মসজিদেই আছেন৷ তারা ছাড়া বাংলাদেশিরাও দেশের বিভিন্ন মসজিদে অবস্থান করছেন৷

ফাইল ছবিছবি: Bdnews24/M. Z. Ovi

বিদেশিরা সবচেয়ে বেশি আছেন ঢাকার দুটি মসজিদে৷ যদিও করোনার কারণে মসজিদে জমায়েতে নিষেধাজ্ঞ আরোপ করা হয়েছে৷

তাবলিগের মধ্যে দুটি গ্রুপ৷ দিল্লির মাওলানা সাদ কান্দলভীর অনুসারী বিদেশিরা আছেন কাকরাইল মসজিদে৷ আর সাদবিরোধী বিদেশিরা আছেন যাত্রাবাড়ির মদিনা মসজিদে৷

দুই মসজিদসহ সারাদেশে বিদেশি আছেন মোট ৪৩২ জন৷  আর দেশের বিভিন্ন মসজিদে ২০ হাজারের মত বাংলাদেশি তাবলিগ সদস্য এখনো অবস্থান করছেন৷ তাবলিগ নেতাদের দাবি, ‘‘আমাদের বিদেশি মেহমানরা কেউ করোনায় আক্রান্ত নন৷’’

আর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘‘তাদেরতো আমরা বের করে দিতে পারি না৷  তাদের নিয়ে আমরা কেথায় রাখব৷ তাই তারা মসজিদেই কোয়ারান্টিনে আছেন৷ প্রশাসন তাদের ওপর নজর রাখছে৷ তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন তা নিশ্চিত করা হচ্ছে৷’’

বিদেশিরা যেভাবে মসজিদে আছেন

কাকরাইলে এখন দুইশর বেশি বিদেশি আছেন৷ আর মদিনা মসজিদে আছেন ৯১ জন বিদেশি৷ বাকিরা দেশের বিভিন্ন এলাকার মসজিদে অবস্থান করছেন৷ মাওলানা সাদ অনুসারী গ্রুপের নেতা মাওলানা আব্দুল্লাহ মনসুর শেখ ডয়চে ভেলেকে বলেন, ‘‘ঢাকাসহ সারাদেশে আমাদের মারকাজের মোট ৩৪১ জন বিদেশি মেহমান আছেন৷ তার মধ্যে ২১৫ জন আছেন কাকরাইলে৷ বাকিরা বরগুনা ও নাটোরসহ দেশের বিভিন্ন এলাকার মসজিদে আছেন৷

‘‘আজ সকালেই মৌলভীবাজার ও সাতক্ষীরা থেকে মোট ১৭ জন বিদেশিকে ছাড়পত্র দিয়ে পুলিশ ঢাকায় নিয়ে এসেছে৷ তাদের কাকরাইল মসজিদেই আলাদা রাখা হয়েছে৷’’

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

This browser does not support the audio element.

এর বাইরে দেশের বিভিন্ন মসজিদে সাদ অনুসারী তিন হাজারের মত জামাত (একটি জামাতে ৫-৬ জন থাকেন) আছে৷ তারা দেশের বিভিন্ন মসজিদে অবস্থান করছেন বলেও জানান তিনি৷

তারা লকডাউনের আগে চিল্লায় গিয়েছেন৷ মাওলানা আব্দুল্লাহ মনসুর নিজেও এখন কাকরাইল মসজিদেই অবস্থান করছেন৷ তিনি দাবি করেন, ‘‘বিদেশিদের করোনার সামাজিক দূরত্ব মেনেই রাখা হচ্ছে৷ কাকরাইল মসজিদের গেটে তালা লাগিয়ে গেটের নিয়ন্ত্রণ পুলিশকে দেয়া হয়েছে৷ আর দেশের বিভিন্ন মসজিদে যারা আছেন সেখানে স্থানীয় প্রশাসন সহায়তা করছে৷’’

ভারতের বিভিন্ন এলাকায় বাংলাদেশ থেকে তাবলিগের কাজে যাওয়া ৬০ জন আটকা পড়ে আছেন বলেও জানান তিনি৷ এরা দিল্লি থেকে কোয়ারান্টিনে নেয়া ৩৫ জনের বাইরে৷

এ বিষয়ে সাদ বিরোধীদের নেতা মাওলানা যোবায়ের আহমেদ কথা বলতে রাজি হননি৷ তবে জানা গেছে, মদিনা মসজিদে ৯১ জন বিদেশি ছাড়াও বাংলাদেশি নাগরিকরা রয়েছেন৷ আর দেশের বিভিন্ন মসজিদে এখানো তাদের অনুসারী কয়েক হাজার বাংলাদেশি তাবলিগ সদস্য আছেন৷ মসজিদের চারপাশে পুলিশ অবস্থান করছে৷ বিদেশিদের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মরক্কে, তিউনিসিয়া, ইথিওপিয়া. থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নাগরিকরা আছেন৷

সারাদেশে তাবলিগ সদস্যদের ওপর নজরদারি

দেশের বিভিন্ন জেলার ডেপুটি কমিশনার ও পুলিশ সুপারদের তাবলিগের সদস্যদের উপর নজরদারির নির্দেশ দেয়া হয়েছে৷  রোববার রাতে মানিকগঞ্জের পুলিশ তাবলিগের ৫৪ জন সদস্যকে আটক করে কোয়ারান্টিনে পাঠিয়েছে৷ তারা  কয়েকটি পিকআপ ভ্যানের করে সিংগাইর থেকে মানিকগঞ্জ আসে বলে জানিয়েছেন পুলিশ সুপার রিফাত হোসেন শামীম৷

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘‘আসলে সবাইকে বুঝিয়ে লকডাউন করতে আমাদের সময় লেগেছে৷ এখানে ধর্মীয় অনুভূতির বিষয় আছে৷ আমরা আগেই মসজিদগুলোতে নামাজ বন্ধ করতে চেয়েছিলাম৷  এখন যারা তাবলিগের বিদেশি ও দেশিরা আছেন তারা মসজিদেই কোয়ারান্টিনে আছেন৷ তাদের এছাড়া আমরা কেথায় রাখব? তাদেরকে তো রাস্তায় ফেলে দিতে পারি না৷ মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না৷’’

আব্দুল্লাহ মনসুর

This browser does not support the audio element.

কোয়ারান্টিন না মানলে অবস্থা ভয়াবহ হবে

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম আব্দুল্লাহ বলেন, ‘‘তাবলিগের বিদেশিসহ যারা আছেন তাদের কঠোরভাবে কোয়ারান্টিন মানতে হবে৷ সমস্যা হচ্ছে তারা কয়েকজন মিলে এক থালায় খাওয়া দাওয়া করেন৷ এটা করা যাবে না৷ প্রত্যেকতে প্রত্যেকের কাছ থেকে কমপক্ষে তিন ফুট দূরত্বে থাকতে হবে৷ এটা না করলে বড় সংকট হতে পারে৷’’

কোথায় ভাইরাস?

তাবলিগ নেতা মাওলানা আব্দুল্লাহ মনসুর মনে করেন বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে৷ মিথ্যাচার করা হচ্ছে৷ তিনি বলেন, ‘‘করোনা নিয়ে  অপপ্রচারের কারণে বাংলাদেশের অনেক গরীব মানুষ না খেয়ে মারা যাচ্ছে৷

‘‘কয়জন করোনায় আক্রান্ত হয়েছেন? তার চেয়ে বেশি মানুষ না খেয়ে মারা যাবে৷ প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যাবাদীরা বলছে  ভাইরাস, ভাইরাস, ভাইরাস৷ কোথায় ভাইরাস? বাংলাদেশে কয়জন মারা গেছে ভাইরাসে?’’

২০১৮ সালের মার্চের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ