ব্রাজিল থেকে অ্যামেরিকায় আমদানিকৃত পণ্যের উপরেও ৫০ শতাংশ শুল্ক ধার্ষ করেছেন তিনি। তামার শুল্কের জন্য সমস্যায় পড়বে ভারত।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পছবি: Celal Gunes/Anadolu/picture alliance
বিজ্ঞাপন
১ অগাস্ট থেকে তামার আমদানির উপর ৫০ শতাংশ শুল্ক ঘোষণা করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পাশাপাশি ব্রাজিল থেকে আমদানির উপর আরো ৫০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার হোয়াইট হাউসে এই ঘোষণা করেছেন ট্রাম্প।
এদিন ট্রাম্প বলেছেন, ''জাতীয় নিরাপত্তার মূল্যায়নের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।'' বস্তুত, বাণিজ্য সংক্রান্ত জাতীয় নিরাপত্তার ২৩২ নম্বর ধারায় তামার উপর একটি মূল্যায়ন চলছে অ্যামেরিকার। সেই বিষয়টিই এদিন উল্লেখ করেছেন ট্রাম্প।
ব্রাজিলকে বার্তা
সম্প্রতি ব্রাজিলে ব্রিকস-এর সম্মেলন হয়েছে। সেখানে নাম না করেট্রাম্পের শুল্কনীতির সমালোচনা করা হয়েছে। এনিয়ে আগেই সতর্ক করেছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন, যে দেশগুলি অ্যামেরিকার শুল্কনীতির বিরোধিতা করবে, তাদের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানো হবে। তবে বুধবার ট্রাম্প যে ঘোষণা করেছেন, তা আরো ভয়ংকর। ব্রাজিলকে ট্রাম্প জানিয়েছেন, ১ অগাস্ট থেকে ব্রাজিল থেকে আমদানিকৃত পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক ধার্ষ করা হবে। এর ফলে বিরাট সমস্যায় পড়বে ব্রাজিল। অ্যামেরিকার সঙ্গে ব্রাজিলের একটি ভারসাম্যমূলক বাণিজ্য সম্পর্ক আছে। ট্রাম্পের এই নীতির ফলে ব্রাজিলের বাণিজ্য মার খাবে বলেই মনে করা হচ্ছে।
ট্রাম্প সরাসরি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাকে চিঠি দিয়ে অতিরিক্ত শুল্কের কথা জানিয়েছেন। বস্তুত, লুলা যেভাবে তার আগের প্রেসিডেন্ট জাইয়া বলসোনারোর বিরুদ্ধে একের পর এক মামলা করছেন, তার বিরোধিতা করেছেন ট্রাম্প। লুলার এই পদক্ষেপকে 'উইচ হান্ট' বলে ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ, লুলা স্বাধীন নির্বাচন পদ্ধতির অবমাননা করেছেন, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং সর্বোপরি অ্যামেরিকার বিরুদ্ধে কিছু গোপন ব্যবস্থা গ্রহণ করেছেন। ট্রাম্প ব্রাজিলের সঙ্গে অ্যামেরিকার বাণিজ্য সম্পর্ক নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করেছেন। সেই কমিটির রিপোর্ট এলে ব্রাজিলের উপর শুল্ক আরো বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।
বিশ্বজুড়ে মে দিবস পালিত: ট্রাম্পের নীতির প্রতিবাদ
বৃহস্পতিবার সারাবিশ্বে পালিত হলো মে দিবস৷ লস অ্যাঞ্জেলস থেকে টোকিও পর্যন্ত শ্রমিক সুরক্ষার দাবির পাশাপাশি ডনাল্ড ট্রাম্পের নীতির বিরোধিতা করেছেন অনেকে৷ এছাড়া বিশ্বব্যাপী নানা অন্যায়ের প্রতিবাদ করা হয়েছে৷
ছবি: Sazzad Hossain/DW
মে দিবস
মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হলো শ্রমিকদের দাবি আদায় ও শ্রম আন্দোলনের প্রতি সংহতি জানাবার দিন৷ ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন৷ এটি ছিল শিল্পবিপ্লব পরবর্তী সময়ে শ্রমিকদের অমানবিক পরিশ্রমের বিরুদ্ধে একটি বিশাল প্রতিবাদ৷
ছবি: Sazzad Hossain/DW
নানা দেশে শ্রমিক দিবস পালিত
এ বছরও বিশ্বজুড়ে শ্রমিক দিবস পালিত হয়েছে৷ জার্মানির ট্রেড ইউনিয়ন কনফেডারেশন ডিজিবি বৃহস্পতিবার রাজধানী বার্লিনে তাদের ঐতিহ্যবাহী মিছিল করেছে৷
ছবি: A. Friedrichs/IMAGO
যুক্তরাষ্ট্রের আয়োজকদের বার্তা
তবে এবার বিশ্বের নানা প্রান্তে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ থেকে শুরু করে বিভিন্ন নীতির বিরুদ্ধে সমাবেশগুলো থেকে প্রতিবাদ করা হয়েছে৷ যুক্তরাষ্ট্রে মে দিবসের সবচেয়ে বড় আয়োজন হয় লস অ্যাঞ্জেলসে৷ দেশটির উদ্যোক্তারা বলেছেন এবার অভিবাসী, শ্রমিক ও বৈচিত্র্যবিরোধী ট্রাম্প প্রশাসনের নীতিগুলোর বিরোধিতা করছেন তারা৷
ছবি: Mark Ralston/AFP
জাপানে ট্রাম্পের পুতুল
টোকিওর একটি মিছিলে অংশ নেওয়া একটি ট্রাকে ট্রাম্প সদৃশ একটি পুতুল রাখা ছিল৷ সেখানে অনেকে বলেছেন, ট্রাম্পের নীতিগুলো যেন এক অদৃশ্য ছায়ার মতো বিস্তার করেছে৷ সেখানকার নির্মাণ শ্রমিক তাদাশি ইতো আশঙ্কা করেন যে আগামী মাসগুলোতে আমদানিকৃত কাঁচামালের দাম বৃদ্ধি পাবে৷ তাইপেতেও ট্রাম্পের শুল্কনীতির প্রতিবাদে মিছিল হয়েছে৷
ছবি: Yuri Kageyama/AP Photo/picture alliance
ফিলিপাইন্সে ট্রাম্প-মার্কোসের প্রতিকৃতি ভাংচুর
ফিলিপাইন্সে বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি ভেঙে প্রতিবাদ জানিয়েছেন৷
ছবি: Jam Sta Rosa/AFP/Getty Images
আরো প্রতিবাদ
তুরস্কে মে দিবস কেবল শ্রম অধিকার নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আহ্বানেও পরিণত হয়েছে৷ বিক্ষোভকারীরা ইস্তাম্বুলের বিরোধী মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে সমাবেশ করতে চেয়েছেন৷ তবে সরকার তা নানাভাবে প্রতিহত করার চেষ্টা করেছে৷
ছবি: DHA
ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ভাষণ
ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জাকার্তার ন্যাশনাল মন্যুমেন্ট পার্কে হাজার হাজার শ্রমিকের সামনে ভাষণ দেন৷ তিনি বলেন, ‘‘আমি যেই সরকার পরিচালনা করছি, সেটি ইন্দোনেশিয়া থেকে দারিদ্র্য দূর করতে সর্বোচ্চ চেষ্টা করবে৷’’
ছবি: Tatan Syuflana/AP Photo/picture alliance
আর্জেন্টিনায় পদযাত্রা
আর্জেন্টিনার বুয়েনস আইরেসে মে দিবস উপলক্ষে জেনারেল লেবার সেন্টারের ডাকে পদযাত্রায় মানুষ অংশ নেন৷ সরকারের প্রস্তাবিত একটি সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন৷
বাংলাদেশেও মে দিসব পালিত হয়েছে৷ শ্রমিকদের মজুরি থেকে শুরু করে শ্রমের সুরক্ষা নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে৷
ছবি: Sazzad Hossain/DW
ভারত ও পাকিস্তানেও
কাশ্মীর সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তানের শ্রমিক সংগঠনগুলো মে দিবসে মিছিল ও সমাবেশ করেছে৷
ছবি: Noah Seelam/AFP/Getty Images
10 ছবি1 | 10
ট্রাম্পকে উত্তর দিয়েছেন লুলা। জানিয়েছেন, অ্যামেরিকা অতিরিক্ত শুল্ক ধার্য করলে ব্রাজিলও সমপরিমাণ শুল্ক ধার্ষ করতে বাধ্য হবে।
তামার শুল্ক
তামার ব্যবহার নিয়ে মঙ্গলবার পার্লামেন্টে বিশেষ ঘোষণা করেছেন ট্রাম্প। চিলে থেকে দ্রুত তামা রপ্তানির কথা বলেছেন তিনি। অ্যামেরিকায় তামা নিয়ে কাজ করা সংস্থাগুলির পুনর্জ্জীবনের কথাও বলেছেন তিনি। ট্রাম্পের কথায়, ''বিমান, সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি এবং সামরিক ক্ষেত্রে বিপুল পরিমাণ তামার প্রয়োজন হয়। আগের সরকার এই তামা শিল্প কার্যত শেষ করে দিয়েছিল।''
বিজ্ঞাপন
ভারতে প্রভাব
২০২৪-২৫ সালে ভারত গোটা বিশ্বে ২ বিলিয়ন মার্কিন ডলারের তামা এবং তামাজাত দ্রব্য রপ্তানি করেছে। এর মধ্যে শুধুমাত্র অ্যামেরিকাতেই রপ্তানি করা হয়েছে ৩৬০ মিলিয়ন ডলার মূল্যের তামা। ফলে ট্রাম্পের এই ঘোষণা ভারতকে বড় সমস্যার মুখে ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তার চেয়েও বড় সমস্যা হতে চলেছে ওষুধ নিয়ে। ট্রাম্প জানিয়েছেন, এরপর ওষুধের উপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসতে পারে। ওষুধ নিয়ে ভারতের সঙ্গে অ্যামেরিকার বড় বাণিজ্য সম্পর্ক। ফলে অ্যামেরিকা এই শুল্ক ধার্য করলে ভয়াবহ সমস্যায় পড়বে ভারতের ওষুধ বাজার।