1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তামিমের ব্যাট চেয়ে নিয়ে খেলেন মাশরাফী

৫ মে ২০২০

ঘরবন্দী এ সময়ে তামিম ইকবালের সঙ্গে অনলাইন আড্ডায় ক্রিকেট জীবনের নানা ঘটনার কথা বলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা৷ ইনজুরির সঙ্গে লড়াই করে খেলায় ফেরা বা বিপদে দলকে আগলে রাখার স্মৃতিচারণ ছাড়াও দিয়েছেন নানা পরামর্শ৷

ছবি: Getty Images/M. Uz Zaman

আড্ডার শুরু জাতীয় দলের সাবেক লেফ্টহ্যান্ড স্পিনার মঞ্জুরুল রানাকে স্মরণ করে৷ ২০০৭ সালে খুলনায় এক সড়ক দুর্ঘটনায় সম্ভাবনাময় এই ক্রিকেটারের জীবনপ্রদীপ নিভে যায়৷

ইনজুরির কারণে মাশরাফীর ক্যারিয়ারও এভাবে অকালে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল৷ দুই পায়ে মোট সাতটি অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ‘নিজের ভালোর জন্য’ খেলা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু নিজেকে শক্ত রেখে বার বার ফিরে আসেন তিনি৷

মাশরাফী জানান, সাইড স্ট্রেইনের চিকিৎসা করাতে ভারতে গিয়ে তিনি প্রথম তাঁর বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কথা জানতে পারেন৷

‘‘লিগামেন্ট জিনিসটা কী তখন আমি সেটাই জানতাম না৷ যা হোক, ডাক্তাররা বললেন অপারেশন করাতে হবে৷ ছয় থেকে আট ‍মাস খেলতে পারবো না৷ আমি অপারেশন করে বাড়ি ফিরলাম৷

‘‘চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মার্ক বুচারের ক্যাচ ধরতে ঝাঁপ দেই এবং আবারও ইনজুরিতে পড়ি৷ কোচ ডেভ হোয়াটমোর চিকিৎসার জন্য আমাকে অস্ট্রেলিয়ায় ডেভিড ইয়াংয়ের কাছে পাঠান৷ উনি দেখে বললেন, এবার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়েছে এবং আগেরবার বাম পায়ে যে অপারেশন হয়েছিল সেটা খুব ভুল ছিল৷ তিনি দুই পায়ে পরপর তিনটা অপারেশন করেন৷ দুই মাস সেখানে থাকতে হয়েছিল৷’’ 

একসঙ্গে তিনটি অপারেশনের ধাক্কা কিভাবে সামলে ছিলেন? তামিমের এমন প্রশ্নের জবাবে সাবেক এ অধিনায়ক বলেন, ‘‘তখন বয়স কম ছিল৷ তাই দ্রুত ধকল কাটিয়ে উঠেছিলাম৷ তবে ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে হওয়া অপারেশন তিনটিতে আমি খুব ভেঙ্গে পড়েছিলাম৷’’

খেলতে গিয়ে হাত ভেঙ্গে যাওয়ায় তামিমকেও অস্ত্রোপচারের জন্য ডেভিড ইয়াংয়ের কাছে পাঠানো হয়েছিল৷ তামিমের কাছে মাশরাফী তখনও ক্রিকেট খেলছেন জানতে পেরে এই শল্য চিকিৎসক খুব অবাক হয়েছিলেন৷

তামিমের মুখে, তিনি আমাকে বলেছিলেন ওনার চিকিৎসক জীবনে আর কোনো ঘটনা ওনাকে এতটা অবাক করেনি৷

মাশরাফী বলেন, ‘‘ডেভিড আমাকে অপারেশন টেবিলেই বলেছিলেন, তুমি ক্রিকেটের সঙ্গে থাকো কিন্তু খেলাটা ছেড়ে দাও; আর সম্ভব না৷ আমি বলেছিলাম, এই প্রথম আমি অস্ট্রেলিয়ায় এসে আপসেট হলাম৷ বলি, তুমি অপারেশন করো, বাকিটা আমি বুঝে নিব৷’’

গত মার্চে জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ান ডে সিরিজে অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মাশরাফী৷ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক এখন তামিম৷

তামিম বলেন, অধিনায়ক হিসেবে মাশরাফী সব সময় দলকে আগলে রাখতেন৷

আড্ডায় এই ছবির পেছনের গল্পও উঠে এসেছেছবি: Getty Images

একটি ঘটনার স্মৃতিচারণে তামিম বলেন, ‘‘একবার আমার খুব বাজে সময় যাচ্ছিল৷ আমি আউট হয়ে ফেরার সময় একজন বললো ‘তামিমকে পরের ম্যাচে রাখা উচিত হবে না'৷ ভাই আপনি পাশেই দাঁড়ানো ছিলেন৷ উত্তরে বলেছিলেন, ‘সেটা হলে আমি পদত্যাগ করবো’৷’’

এ প্রসঙ্গে মাশরাফী বলেন, ‘‘অধিনায়ক হিসেবে সব সময় দলকে আগলে রাখতে হয়৷ দলের কাছে তুই যখন এই আস্থার জায়গাটা তৈরি করতে পারবি তখন সবাই তোর জন্য জান দিয়ে খেলবে৷ নেতৃত্বের গুণ থাকার পরও তুই অধিনায়ক হতে চাইতি না৷ ফলে এর আগে তুই ভালো করতে পারিসনি৷ তবে এবার যেহেতু দায়িত্ব মন থেকে নিয়েছিস আমি জানি তুই ভালো করবি৷’’

তামিম আড্ডায় জানান, খেলা নিয়ে মাশরাফীর বেশ কিছু ভবিষ্যতবাণী মিলে যাওয়ার কথা৷ কিভাবে মাশরাফী এটা করতেন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘অনেকে অনেক কথা বলে, তোকেও বলবে৷ তবে সব সময় নিজের মন যা বলে বা ‘গাট ফিলিং’ যেটা বলে সেটা শুনবি৷ আমিও তাই করতাম৷ তাতে হেরে গেলেও রাতে ঘুমাতে পারতাম৷ মনে হতো, যা করেছি নিজের বিচেনায় করেছি৷’’

দলীয় ‍নানা বিষয়ে তামিমের সঙ্গে মাশরাফীর প্রায়ই বিরোধ হত৷ এরকম একবার কথা কাটাকাটির পর মাশরাফী বাথরুমের দেয়ালে লিখে রেখেছিলেন ‘তামিম ছয় মাস পর পরবর্তী শতকের দেখা পাবে’৷ ঠিক ছয় মাস তিনদিন পর পরবর্তী শতকের দেখা পেয়েছিলেন তামিম৷

তামিম জানান, এভাবে ভালো খেলার বা ‘তুই সেঞ্চুরি করবি’ বলে তাঁর কাছ থেকে ব্যাট আদায় করতেন মাশরাফী৷

তাঁর ব্যাট নিয়ে আগ্রহের কারণ জানতে চাইলে মাশরাফী বলেন, ‘‘তোর ব্যাট অনেক উন্নত৷ এক একটা ৫০ হাজার টাকা দাম৷ আমি ভাবতাম, এত টাকা দিয়ে ব্যাট কেনার দরকার কী, তোরটা নিয়ে খেললেই হয়৷ আমার আসালে মাইন্ড সেট হয়ে গিয়েছিল, তোর ব্যাট দিয়েই খেলতে হবে.....৷’’

এভাবে তাদের আড্ডায় একে একে সাকিব আল-হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ছাড়াও উঠে আসে মুস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকারের নাম৷ প্রত্যেককে এক একজন ম্যাচ উইনার বলে মনে করিয়ে দিয়েছেন মাশরাফী, তামিমকে বলেছেন, তাদের প্রটেক্ট করতে৷

দেশের সবচেয়ে সফল ক্যাপ্টেন বলেন, সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, চার নম্বরে ব্যাট করতে নামাদের দলে সর্বোচ্চ ব্যাটিং গড় মুশফিকের৷ দলের প্রয়োজনে ছয় নম্বরে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহর আত্মত্যাগের কথাও বলেন তিনি৷ বলেন, ‘‘রিয়াদ অনায়াসে চার বা পাঁচ নম্বরে ব্যাট করার যোগ্য এবং করতে চায়, সেটা হলে হয়তো ওর নামের পাশে আরো রান যোগ হতো৷ কিন্তু টেলএন্ডে ভালো ব্যাটসম্যান না থাকায় দলের ভারসাম্য রক্ষায় ও ছয় নম্বরে নামে৷’’

তামিমের ভাই নাফিস ইকবালের সঙ্গে বয়সভিত্তিক ক্রিকেট এবং জাতীয় দলে খেলেছেন মাশরাফী৷ দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব৷ অমিত সম্ভাবনা নিয়ে জাতীয় দলে এলেও নাফিস শেষ পর্যন্ত জ্বলে উঠতে পারেননি৷ ১১ টেস্ট আর ১৬ ওয়ানডে তে থেমে যায় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার৷ দলে জায়গা পান তাঁর ভাই তামিম৷

অল্প বয়সে বাবা হারা ভাই-বোনকে আগলে রাখতে নাফিসের আত্মত্যাগের কথা এই আড্ডায় তামিমকে শোনান মাশরাফী৷ বলেন, ‘‘নাফিস জাতীয় দলের সঙ্গে বিভিন্ন সিরিজ বা সফরে দৈনিক ভাতা থেকে টাকা বাঁচাতেন ভাইয়ের জন্য৷

‘‘তোর জন্য তোর ভাই যা করেছে, আমরা জানি৷ মনে আছে, এক পেন্সের বার্গার খেত নাফিস৷ আমি একদিন ওকে বলেছিলাম, ‘তুই যদি শরীরে না দিস (যথেষ্ট খাবার), তাহলে বাঁচবি কীভাবে আর খেলবি কীভাবে৷’ পরে বুঝেছি, ও আসলে তোর জন্যই সব করত৷ টাকা বাঁচাত তোর জন্য, তুই যেন একটা ভালো ব্যাট দিয়ে খেলতে পারিস৷’’

এভাবেই সোমবার রাতে ফেসবুক লাইভে ঘণ্টাখানেক প্রাণবন্ত আড্ডায় নিজেদের অনেক অজানা কথা জানান তামিম ও মাশরাফী৷

এসএনএল/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ