1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তামিম ইকবাল ‘ক্রিকেট বাইবেলে’

৮ এপ্রিল ২০১১

বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল উইজডেনের সর্বসেরা ক্রিকেটার হয়েছেন৷ ‘ক্রিকেট বাইবেল’ হিসেবে খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক’এর বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় তামিম ইকবাল খান ছাড়াও রয়েছেন আরো তিনজন ক্রিকেটার৷

তামিম ইকবাল, এভাবেই হয়তো দৌড়ে যান বিজয়ের প্রান্তেছবি: AP

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এই খবর দিয়েছে৷ ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক'এর ১৪৮তম সংস্করণ বাজারে আসবে আগামী ১৪ই এপ্রিল৷ অর্থাৎ বাংলা নববর্ষে৷ অবশ্য তার আগেই শুক্রবার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হলো৷ বর্ষসেরার খেতাব পাওয়া বাকি তিন ক্রিকেটার হলেন, ইয়ন মর্গান, ক্রিস রিড ও জোনাথন ট্রট৷

সাধারনত পাঁচ ক্রিকেটারের নাম থাকে বর্ষসেরার তালিকায়৷ ১৯২৬ সাল থেকে তাই করে আসছে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক৷ তবে উইজডেন সম্পাদক শিল্ড বেরি এবার নির্বাচন করেছেন বর্ষসেরা চার ক্রিকেটার৷ জানা গেছে, এবারের তালিকাতেও পাঁচজনের নাম ছিল৷ কিন্তু স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আরেকজন খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি৷

প্রথম আলো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে তামিম ইকবাল বলেছেন, ‘‘এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের সেরা অর্জন এটি৷'' গত বছরে দুটি টেস্টের একটি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ৷ লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত দুটি টেস্টেই শতক হাঁকিয়েছিলেন তামিম ইকবাল৷ সেই স্বীকৃতিস্বরূপ প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের নাম ঠাঁই পাবে উইজডেনের ১৪৮ তম সংস্করণে৷

এর আগে ২০১০ সালে উইজডেন ক্রিকেটার সাময়িকীর বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে তামিমের নাম ঘোষণা করা হয়৷

গ্রন্থনা: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ