ক্রিকেটার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের কথিত ভাইরাল অডিও রেকর্ডটি একটি বিজ্ঞাপনের অংশ ছিল৷ আজ নিজের ফেসবুক পেজে লাইভে এসে তা খোলাসা করেন তামিম৷ সাথে ছিলেন মিরাজ, মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ৷
বিজ্ঞাপন
মুশফিককে নিয়ে বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের একটি কথোপকথনের অডিও রেকর্ড মঙ্গলবার সংবাদ আকারে প্রকাশ করেছিল একটি টেলিভিশন চ্যানেল৷ ‘তামিমের চাঞ্চল্যকর ফোন রেকর্ড ফাঁস!-' এমন শিরোনামে তারা প্রতিবেদনটি প্রকাশ করে৷ কথিত অডিও রেকর্ডটিতে মিরাজকে ফোন দিয়ে তামিম জানান মুশফিক তাকে না জানিয়ে নতুন দল করছে৷ এ নিয়ে মুশফিকের সমালোচনা করেন তিনি৷ এক পর্যায়ে তামিম মিরাজকে বলেন, ‘‘যখন তোদের সাথে খেলতাম, ক্যাপ্টেন থাকলে তো আর এরকম তোরা করতে পারতি না৷ এখন আমার দাম নাই৷ দাম কমে যাচ্ছে দেখে তোরা এই সব করতেসস৷''
অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়৷ পক্ষে-বিপক্ষে বিতর্ক চলতে থাকে৷ বুধবার তামিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘‘গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে৷ আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি৷''
আজ স্থানীয় সময় আজ সন্ধ্যা সাতটায় করা লাইভে তামিম শুরুতে মিরাজকে যুক্ত করেন৷ তারপর একে একে যোগ দেন রিয়াদ, মুশফিক এবং একটি মোবাইল সেবা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা৷ সেখানে তারা এই অডিও রেকর্ড ঐ প্রতিষ্ঠানের একটি বিজ্ঞপনি প্রচারের অংশ বলে জানান৷ লাইভে তামিম মজা করে বলেন, বিজ্ঞাপনের এমন আইডিয়া প্রতিষ্ঠানটির ঐ কর্মকর্তার হলেও এজন্য তিনি সামাজিক মাধ্যমে প্রচুর গালি খাচ্ছেন৷ লাইভের শেষে তামিম দর্শকদের বলেন, ‘‘আশা করি আমার ঐ রেকর্ডিংটা কেন করা হয়েছিল এটা আপনারা ক্লিয়ার৷ এখানে কোনো ঝগড়াঝাটি হয় নাই, আমরা সবাই এক৷ সবসময় এক থাকবো৷''
এই লাইভের কমেন্টে তামিমসহ ক্রিকেটারদের অনেকে শুভেচ্ছা জানালেও বিজ্ঞাপনটির ধরন নিয়ে সমালোচনাও করেছেন কেউ কেউ৷
এফএস/এসিবি
তামিমের যত রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের ওয়ান ডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বিদায়ী বার্তা দেয়ার সময় কেঁদে ফেলেন তামিম। দেশের হয়ে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রানসহ একাধিক রেকর্ড রয়েছে তার। ছবিঘরে বিস্তারিত৷
ছবি: picture-alliance/dpa/A. Davy
সিরিজের মাঝে ঘোষণা
চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা জানান তামিম। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ওয়ানডে সিরিজ চলাকালীনই তার সিদ্ধান্তের কথা জানান তামিম।
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
তামিমের বিদায়ী বার্তা
তামিম বলেন, "আমি আমার সেরাটা দিয়েছি। আমি এই মুহূর্ত থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমি আমার সব সতীর্থ, কোচ, বিসিবি কর্মকর্তাদের, আমার পরিবারের সদস্যদের এবং যারা আমার দীর্ঘ যাত্রায় আমার সঙ্গে ছিলেন তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা আমার প্রতি আস্থা রেখেছেন।''
তামিম ভক্তদের উদ্দেশে বলেন, "আমি ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমার প্রতি আপনাদের ভালোবাসা এবং বিশ্বাসই ছিলো আমার খেলার অনুপ্রেরণা। আমি আমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।"
ছবি: Ahmed Salahuddin /NURPhoto/imago images
একই সময়ে টি২০ থেকে সরে আসা
৩৪ বছর বয়সি তামিম গত বছরের একই সময়ে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ছিল তার খেলা শেষ টেস্ট ম্যাচ। টেস্ট ব্যাটসম্যান হিসেবে তামিম ৫১৩৪ রান করেছেন, যা বাংলাদেশের জন্য দ্বিতীয় সর্বোচ্চ। ৭০টি টেস্ট খেলে ৩৮.৮৯ গড়ে তিনি করেছেন ৫১৩৪ রান। যেখানে ৩১ হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১০টি সেঞ্চুরি।
ছবি: PhotosportNZ/Action Plus/imago images
খেলা শুরু
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় তার। কিশোর বয়সে তিনি আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন। ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের আইকনিক জয়ের পেছনে তার অবদান ছিলো সবচেয়ে বেশি৷ সেই ম্যাচে তার হাফ সেঞ্চুরি বাংলাদেশকে জয় এনে দিয়েছিল।
ছবি: Aijaz Rahi/AP/picture alliance
রেকর্ড
দেশের হয়ে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান ৮৩১৩ এবং ১৪টি সেঞ্চুরি করেছেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরে বর্তমান ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৪১টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি।
ছবি: Aijaz Rahi/AP/picture alliance
অধিনায়ক হিসাবে কেমন
ওয়ানডে অধিনায়ক হিসেবে, তামিমের জয়ের হার মাশরাফি মর্তুজার চেয়ে সামান্য বেশি। তামিম অধিনায়ক হিসেবে ৩৭টি একদিনের ম্যাচের মধ্যে ২১টি জিতেছেন। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপের জন্য বাংলাদেশের সরাসরি যোগ্যতা নিশ্চিত করে ওডিআই সুপার লিগে বাংলাদেশকে তৃতীয় স্থান অর্জনে নেতৃত্ব দিয়েছেন তামিম। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্বও করেছিলেন।