1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারকাদের মুখে মাইকেলের বন্দনা

৮ জুলাই ২০০৯

কেবল গান নয়, একজন মানুষ হিসেবে মাইকেল জ্যাকসন ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন৷ লস এঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে আয়োজিত স্মরণ সভায় মাইকেল ভূষিত হয়েছেন নানা উপাধিতে৷ বড় বড় তারকাদের কন্ঠে শোনা গেছে মাইকেল বন্দনা৷

স্ট্যাপলস সেন্টারের পর্দায় মাইকেল জ্যাকসনছবি: AP

সঙ্গীত ও চলচ্চিত্র তারকা থেকে শুরু করে খেলোয়াড় ও রাজনীতিবিদরা এই পপ সম্রাটের প্রতি তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন৷ স্মরণ সভায় উপস্থিত হতে না পারলেও এক বার্তার মধ্য দিয়ে মাইকেলের প্রশংসা করেছেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা৷ তিনি বলেন, মাইকেল ছিলেন সঙ্গীত শিল্পের একজন কিংবদন্তি৷ গোটা বিশ্বের লাখ লাখ ভক্তের সঙ্গে আমরাও তাঁর মৃত্যুতে ব্যথিত হয়েছি৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাতকারে জ্যাকসন সম্পর্কে বলেছেন, আমাদের প্রজন্মের সবচেয়ে বড় বিনোদনদাতা তিনি, সম্ভবত সর্বযুগের৷ এরপরই তিনি বলেন, আমার মতে, এলভিস, সিনাত্রা, বিটলস এর মত তিনিও আমাদের সংস্কৃতির একেবারে মূল অংশে পরিণত হয়েছেন৷

স্মরণ অনুষ্ঠানে গান গাইছেন মারিয়া ক্যারি এবং ট্রে লোরেন্জছবি: AP

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এক মন্তব্যে বলেছেন, তাঁর বিদায়ে আমার খুবই খারাপ লাগছে৷ তিনি ছিলেন স্রষ্টাপ্রদত্ত এক প্রতিভা৷ উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রেসিডেন্ট হিসেবে বিল ক্লিনটনের অভিষেক অনুষ্ঠানে গান গেয়েছিলেন মাইকেল জ্যাকসন৷

মার্কিন সমাজে বর্ণ বৈষম্যের যুগে মাইকেল জ্যাকসন কেবল নিজেই নতুন পথে হাঁটেননি, অন্যদেরও সে পথে হাঁটার মন্ত্রণা যুগিয়েছেন৷ বাস্কেটবল তারকা ম্যাজিক জনসন বলেন, মাইকেল আফ্রিকান আমেরিকানদের জন্য অনেক দরজা খুলে দিয়েছেন৷ নাগরিক অধিকার আন্দোলনের নেতা আল শার্পটোন বলেন, মাইকেল সবার উঁচুতে নিজেকে নিয়ে গিয়েছিলেন৷ যতবারই তাঁকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে ততবারই তিনি উঠে দাঁড়িয়েছেন৷ যতবারই তাঁকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে ততবারই তিনি ফিরে এসেছেন৷ মাইকেল কোনদিন থামেননি৷

সাবেক মডেল তারকা ব্রুক শিল্ড মাইকেলের স্মরণে বলেন, কোন কিছুকে অনুভব করার ক্ষমতা মাইকেলের অত্যন্ত বেশী ছিল৷

গায়ক মাইকেল জ্যাকসন হয়তো ভক্তদের কাছে আজীবন বেঁচে থাকবেন, কিন্তু তার চেয়েও বড় কথা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি যুগের নাম মাইকেল জ্যাকসন৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ