ক্রিকেটের আইপিএল-এর আদলে ভারতে আসছে ফুটবলের আসর আইএসএল৷ আসর শুরুর আগেই আয়োজকরা পড়েছেন সমালোচনার মুখে৷ ফ্রান্সের বিশ্বকাপজয়ী খেলোয়াড় পিরেস, ত্রেজেগেরা খেলবেন শুনে সমালোচকদের প্রশ্ন- ‘বুড়ো’ খেলোয়াড় এনে কী লাভ?
বিজ্ঞাপন
আগামী অক্টোবরে ভারতে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ, বা আইএসএল৷ আইপিএল-এর মতো এটাও ফ্র্যাঞ্চাইচ ভিত্তিক টুর্নামেন্ট৷ এখানেও আসছে বিদেশি খেলোয়াড়৷ ইতিমধ্যে ফ্রান্সের বিশ্বকাপজয়ী খেলোয়াড় রবার্ট পিরেস এবং ডেভিড ত্রেজেগে, স্পেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় হোয়ান কাপদেভিয়া আর লুইস গার্সিয়া এবং ইংল্যান্ড গোলরক্ষক ডেভিড জেমস এ আসরে খেলা মোটামুটি নিশ্চিত করেছেন৷
বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলারদের পরিবার
জার্মান ফুটবলারদের ছেলে-মেয়ে, স্ত্রী বা বান্ধবীদের ছবি সাধারণত তেমন একটা দেখা যায় না৷ তবে জার্মানি বিশ্বকাপ জেতার সাথে সাথেই তাঁরা খেলার মাঠে নেমে গেছেন৷ তাদের কিছু আলোচিত ছবি পাবেন এখানে৷
ছবি: AP
খেলার মাঠে ফুটবলারদের প্রিয় মানুষরা
বিশ্বকাপ জয়ের পর অনেকেই তাঁদের প্রিয়জনদের আনন্দ ভাগাভাগি করে নিতে ফাইনাল খেলা শেষে মাঠে নেমেছেন৷ ছবিতে দেখা যাচ্ছে, বাঁ থেকে গোলরক্ষক রোমান ভাইডেনফেলারের বান্ধবী লিসা, নয়ারের বান্ধবী ক্যাথরিন, শোয়াইস্টাইগারের বান্ধবী সারাহ ব্যান্ডার এবং মেসুত ও্যজিলের বান্ধবী ম্যান্ডি৷ এছাড়াও রয়েছে ক্লোজের দুই ছেলে এবং বোয়াটেং-এর মেয়ে৷
ছবি: Imago
সপরিবারে মিরোস্লাভ ক্লোজে
পোলিশ বংশোদ্ভূত এই জার্মান খেলোয়াড় বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি গোল করে রেকর্ড সৃষ্টি করেছেন৷ ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী এবং পরপর চারটি বিশ্বকাপ ফুটবল খেলায় অংশ নেয়া ক্লোজের আনন্দ ছিলো তাই অনেক বেশি৷ খেলা শেষে সেই আনন্দে শামিল হলেন স্ত্রী সিলভিয়া এবং তাঁর আদরের যমজ ছেলে নোয়া এবং লুয়ান৷
ছবি: Reuters
ক্যাথরিনের সঙ্গে নয়ার
২০১৪ সালের বিশ্বকাপ বিজয়ী জার্মান দলের গোলরক্ষক মানুয়েল নয়ারের দল শুধু বিশ্বকাপটি ঘরে আনেনি, সেই সাথে নয়ার নিজে জয় করে নিয়েছে সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লভস’৷ ছবিতে নয়ারের সাথে বিজয়ের আনন্দ উপভোগ করছেন তাঁর বান্ধবী ক্যাথরিন গিলশ৷
ছবি: picture-alliance/dpa
ছেলেকে কাঁধে নিলেন পোডলস্কি
১৩ জুলাই আর্জেন্টিনার সাথে জার্মানির খেলা শেষে ১- ০ গোলে বিজয়ী হওয়ার পর লুকাস পোডলস্কির ছেলে লুইস মাঠে নেমে আনন্দ উল্লাসে মেতে ওঠে৷ ওর জার্সির পেছনেও লেখা ছিলো পোডলস্কি৷ শোনা যায় কোলনের কিন্ডারগার্টেনে যাওয়া এই শিশুটির পায়েও নাকি বাবার মতো ফুটবলের যাদু আছে৷
ছবি: picture-alliance/dpa
মারিও গ্যোৎসে
যাঁর গোলে ২৪ বছর পর জার্মানির ঘরে বিশ্বকাপ ফিরে এসেছে তিনি হলেন মারিও গ্যোৎসে৷ খেলা শেষে এভাবেই গ্যোৎসের ছবি তুলছিলেন তাঁর বান্ধবী অ্যান কাথরিন ব্রোমেল৷
ছবি: Reuters
স্ত্রীসহ লাম
জার্মান ফুটবল দলের অধিনায়ক ফিলিপ লাম ও তাঁর স্ত্রী ক্লাউডিয়ার এই ছবিটি তোলা হয় মিউনিখের অক্টোবর উৎসবে৷ ঐতিহ্যবাহী এই উৎসবে অনেক ফুটবল খেলোয়াড় যান৷
ছবি: AP
খেদিরার চুমু
তিউনেশীয় বংশোদ্ভূত বিশ্বকাপ জয়ী জার্মান খেলোয়াড় সামি খেদিরা হঠাৎ করেই অসুস্থ হওয়ার কারণে ফাইনাল খেলায় অংশ নিতে পারেনি৷ তবে খেলা শেষে দলের সবার মতো তাঁর আনন্দের শেষ ছিলো না৷ ছবিতে সামি খেদিরা তাঁর বান্ধবী জার্মানির ফ্যাশন মডেল লেনা গ্যার্কেকে চুম্বন করছেন৷
ছবি: picture-alliance/dpa
বান্ধবীর সঙ্গে হুমেলস
জার্মানি বনাম আর্জেন্টিনার ফাইনাল খেলাটি হয় রিও ডি জানিরোর মারাকানা স্টেডিয়ামে৷ ১৩ জুলাই বিশ্বকাপ ফুটবল খেলা শেষে বিজয় উল্লাস৷ মাট্স হুমেলস আনন্দে চুম্বন এঁকে দিচ্ছেন তাঁর বান্ধবী ক্যাথি ফিশারের ঠোঁটে৷
ছবি: Reuters
আন্দ্রে শ্যুর্লে
বিশ্বকাপ জয়ের পর এভাবেই শ্যুর্লেকে অভিনন্দন জানায় তাঁর সঙ্গিনী মন্টানা ইয়র্কে৷ দু’জনের সম্পর্কে খানিকটা রাখঢাক ছিল এতকাল৷ কিন্তু ফাইনালের পর এখন সবাই জানে তাঁদের কথা৷
ছবি: picture-alliance/dpa
মেসুত ও্যজিল
বিশ্বকাপ শেষ হওয়ার পর তুর্কি বংশোদ্ভূত জার্মান খেলোয়াড় মেসুত ও্যজিল বিশ্বকাপে তাঁর আয়ের টাকা থেকে শিশুদের সাহায্য করার সংবাদটি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ঝড় তুলেছে৷ ছবিতে ফাইনালের পর ও্যজিলের সাথে বান্ধবী মান্ডি কাপরিস্টো৷
ছবি: picture-alliance/dpa
বাস্তিয়ান শোয়াইস্টাইগার
বিশ্বকাপ জয়ের পর রিও ডি জানিরোর হোটেল শেরাটনে বিজয় উৎসব হয়৷ অন্যান্যদের মতো সেখানে আনন্দ করছেন শোয়াইস্টাইগার ও তাঁর বান্ধবী সারা ব্যান্ডার৷
ছবি: Imago
টোনি ক্রোস ও তাঁর গার্লফ্রেন্ড জেসিকা
টোনি ক্রোস মাত্র ১৭ বছর বয়সেই জার্মানির সবচেয়ে বড় ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখে খেলার সুযোগ পান৷ সেসময় তিনি দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন৷ বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে দু’টি গোল করেন ক্রোস৷ খেলার সময় সতীর্থদের নির্ভুল পাস দিতে পারার দক্ষতার জন্য নাম রয়েছে তাঁর৷
ছবি: Getty Images
টোমাস ম্যুলার ও লিজা ম্যুলার
স্বামী, স্ত্রী দু’জনই ফুটবল খেলোয়াড়৷ মিউনিখের অক্টোবরফেস্ট উৎসবে তোলা হয় এই ছবিটি৷ ঐতিহ্যবাহী এই উৎসবে অনেক ফুটবল খেলোয়াড় ছাড়াও জার্মানি এবং অন্য দেশের অনেক খ্যাতনামা ব্যক্তিরাও যান৷
ছবি: AP
13 ছবি1 | 13
আয়োজকরা এ খবর প্রচার করে টুর্নামেন্টের প্রতি দর্শককে আকৃষ্ট করার চেষ্টা করছেন৷ তা করতে গিয়েই পড়ছেন সমালোচনার মুখে৷ ভারতের সাবেক ফুটবলাররা মনে করেন আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানা এসব খেলোয়াড় এনে ভারতীয় ফুটবলের কোনো উন্নয়ন আশা করা ভুল৷
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের জাতীয় দলের সাবেক খেলোয়াড় সত্যজিৎ চ্যাটার্জি আইসিএল আয়োজনের সমালোচনা করতে গিয়ে বলেন, ‘‘তরুণরা এখন নিয়মিত ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা আর বুন্ডেসলিগা দেখে৷ এত ভালো খেলা দেখতে অভ্যস্ত হয়ে যাওয়ায় মান একটু খারাপ হলেই সে ফুটবল আর তারা দেখে না৷ বেশ আগে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়া ফুটবলাররা এসে সেরকম আকর্ষণীয় ফুটবল খেলতে পারবেন বলে আমার মনে হয় না৷''