1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারকা বেড়ালের মালিক যা জিতলেন

জেডএইচ/ডিজি (এএফপি)২৬ জানুয়ারি ২০১৮

বেড়ালটির আসল নাম টারডার সস৷ তবে দুনিয়াবাসীর কাছে সে ‘গ্রাম্পি ক্যাট’, অর্থাৎ বদমেজাজি বেড়াল নামে পরিচিত৷ সম্প্রতি আদালতের এক রায়ে তার মালিককে সাত লাখ ১০ হাজার ডলার দিতে বলা হয়েছে৷

বেড়াল
ছবি: picture-alliance/AP Photo

পাঁচ বছর বয়সি এই বেড়ালের ছবি ব্যবহার নিয়ে একটি পানীয় কোম্পানির সঙ্গে চুক্তি করেছিলেন তার মালিক টেবাথা বান্ডসে৷ কিন্তু কোম্পানিটি চুক্তির বাইরে গিয়ে অননুমোদিত পণ্যেও ছবি ব্যবহার করায় মামলা করেন তিনি৷ আদালতে রায় বান্ডসের পক্ষে গেছে৷

কীভাবে বিখ্যাত হলো এই বেড়াল? ২০১২ সালে অসাবধানতাবশত বান্ডসের ছোট ভাই বেড়ালের একটি ছবি সামাজিক মাধ্যম ‘রেডিট'-এ প্রকাশ করেন৷ সেই সময় বেড়ালটির মুখের ভঙ্গিমা সবার নজর কাড়ে৷ এভাবেই সে এত জনপ্রিয় হয়ে ওঠে যে, বিভিন্ন সিনেমা ও টিভি শো'তে তার ডাক পড়ে৷ এছাড়া গ্রাম্পির ছবি ব্যবহার হতে থাকে বিভিন্ন পোশাকে৷ সবদিক সামলাতে ‘গ্রাম্পি ক্যাট লিমিটেড' নামে একটি কোম্পানি খোলেন বান্ডসে৷

মাঝেমধ্যেই গ্রাম্পির ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়৷ ইউটিউবে ‘রিয়েল গ্রাম্পি ক্যাট' নামে একটি চ্যানেল আছে৷ সেখানে বছর পাঁচেক আগে পোস্ট করা একটি ভিডিও ২ কোটি ৯ লক্ষবারের বেশি দেখা হয়েছে৷

আগ্রহীরা ইউটিউব চ্যানেলে গিয়ে গ্রাম্পির আরও কয়েকটি ভিডিও দেখতে পারেন৷ ফেসবুক, টুইটারেও গ্রাম্পির উপস্থিতি আছে৷ আর গ্রাম্পির ছবি সম্বলিত কিছু কিনতে চাইলে যেতে হবে এই ওয়েবসাইটে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ