1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারা খসাতে চায় বায়ার্ন

২৮ জুলাই ২০১৩

একটা ফুটবল দল এক ম্যাচে সাধারণত দু’জনকে মিডফিল্ডে খেলায়৷ সেখানে একটা দলে যদি ১০ জন আন্তর্জাতিক মানের মিডফিল্ডার থাকে তাহলে তো সমস্যাই! কি বলেন?

ছবি: picture-alliance/dpa

ইনজুরির কথা বিবেচনা করে হয়ত বড়জোর চার থেকে পাঁচজন মিডফিল্ডার রাখতে পারে কোনো ক্লাব৷ কিন্তু বায়ার্নে এখন আছেন ১০ জন মিডফিল্ডার৷ অন্যান্য পজিশনেও প্রয়োজনের অতিরিক্ত তারকা খেলোয়াড় এখন বায়ার্নের৷ ফলে অনেক তারকারই হয়ত মরসুমের অধিকাংশ সময় সাইড বেঞ্চে বসে কাটিয়ে দিতে হবে৷ এছাড়া কোচ পেপ গুয়ার্দিওয়ালাকেও পড়তে হবে সমস্যায় – খেলার আগে কাকে রেখে কাকে নামাবেন সে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে৷

প্রতি ম্যাচে এই সমস্যার মুখোমুখি হওয়ার চেয়ে একেবারে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিতে চাইছেন নতুন কোচ গুয়ার্দিওয়ালা৷ ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসে খেলোয়াড় সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি৷

ইতিমধ্যে স্ট্রাইকার মারিও গোমেজ বায়ার্ন ছেড়ে ফিওরেন্টিনায় পাড়ি জমিয়েছেন৷ বুন্ডেসলিগার আরেক ক্লাব ভল্ফসবুর্গের কাছ থেকে প্রস্তাব এসেছে লুই গুস্তাভোর জন্যও৷ যদিও ব্রাজিলিয়ান গুস্তাভো বলছেন, তিনি জানেন নতুন মরসুমে হয়ত বায়ার্নের হয়ে নিয়মিত খেলতে নামতে পারবেন না, তবুও বায়ার্নেই থাকতে চান তিনি৷ এদিকে প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল হাত বাড়িয়েছে শাকিরির দিকে৷

তাই কয়েকদিনের মধ্যেই হয়ত জানা যাবে কোন কোন তারকা থাকছেন বায়ার্নে আর কাদের নতুন দল খুঁজতে হবে৷

জেডএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ