1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারেক-জোবাইদার মামলায় পাঁচ সাক্ষীকে ২১ মে হাজিরের নির্দেশ

১৬ মে ২০২৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০০৭ সালে দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষের ৫ সাক্ষীকে আগামী ২১ মে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

তারেক রহমান (ফাইল ফটো)
তারেক রহমান (ফাইল ফটো)ছবি: gemeinfrei

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় এ নির্দেশ দেয়া হয়৷

মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদাও তাদের মধ্যে রয়েছেন। মঙ্গলবার এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন মঙ্গলবার ধার্য থাকলেও দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশারফ হোসেন কাজলের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার  ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নতুন এ আদেশ দেন।

আবেদনে পাবলিক প্রসিকিউটর বলেন, "অনিবার্য কারণে অভিযোগকারী আদালতে উপস্থিত হতে পারেননি। পিপি পরবর্তী নির্ধারিত তারিখে আদালতে হাজির হওয়ার জন্য আরও চার সাক্ষীকে তলব করার আবেদন করেছেন। এর আগে গত ১৩ এপ্রিল তাদের অনুপস্থিতিতে একই আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।"

তারেকের বিরুদ্ধে ২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা আরও ১৫টি মামলা রয়েছে। একই আদালত গত বছরের ১ নভেম্বর তাদের বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গত বছরের ২৬ জুন তারেক রহমান ও জোবাইদাকে 'পলাতক' ঘোষণা করে মামলার চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। তারেক রহমান ও জোবাইদা ২০০৮ সাল থেকে লন্ডনে থাকছেন।

এর আগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন ও ২ কোটি ১৬ লাখ টাকার সম্পদ বিবরণী গোপনের অভিযোগে কাফরুল থানায় মামলা করে দুদক।

মামলার তদন্ত কর্মকর্তা ২০০৯ সালের ৩১ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তবে জোবাইদার মায়ের বিরুদ্ধে বিচার কার্যক্রম বাতিল করা হয়।

এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরও দুটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

জেকে/কেএম (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ