1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারেক মাসুদকে স্মরণ করলেন সামিয়া জামান

১৫ আগস্ট ২০১১

আদম-সুরত, মুক্তির গান, মাটির ময়না’র চলচ্চিত্রকার তারেক মাসুদ গত ১৩অ অগাস্ট চির বিদায় নেন৷ অত্যন্ত প্রতিভাবান এই চলচ্চিত্রকারকে বাংলাদেশ মনে রাখবে অনেক অনেক দিন৷

পরিচালক তারেক মাসুদ সঙ্গে মিশুক মুনীর–কেউই বেঁচে নেইছবি: DW/Samir Kumar Dey

তারেক মাসুদ আমাদের উপহার দিয়ে গেছেন মুক্তির গান, মাটির ময়নার মত অসাধারণ কিছু ছবি৷ ১৩ই অগাস্ট এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই চলচ্চিত্র পরিচালক৷ তাঁকে খুব কাছ থেকে দেখেছেন আরেক চলচ্চিত্রকার সামিয়া জামান৷ তারেক মাসুদের সঙ্গে পরিচয় প্রসঙ্গে তিনি জানালেন,‘‘ ৮৫'৮৬ সালে যখন চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে পড়লাম তখন সেই সময়েই তারেক মাসুদ এবং মিশুক মুনীরের সঙ্গে পরিচয়৷ তারা তখন ‘আদম সুরত' ছবির কাজ করছেন৷ এবং কী কাজ করছেন, কী বলছেন সেসব নিয়ে অনেক কিছু শুনতাম সবার মুখে৷ বিশেষ করে তারেক মাসুদের কথা শুনতাম সবচেয়ে বেশি৷ তিনি ছবি বানাচ্ছেন৷ আমি ছবি নিয়েই কাজ করি, করতে চাই৷ তাই এরকম করে একসময় পরিচয় হয়ে গেল৷ তবে সেই পরিচয় আরো গাঢ় হল যখন উনারা স্বামী-স্ত্রী নিউ ইয়র্কে এসে প্রায় পাঁচ বছর ছিলেন৷ সেই সময় আমিও দু'তিন বার নিউ ইয়র্কে এসেছিলাম৷ আসার পর প্রতিবারই দেখা হতো, কথা হতো, চলতো ঘন্টার পর ঘন্টা আড্ডা৷ তারেক মাসুদের বাসাতেই ‘মুক্তির গান' প্রথম দেখি৷ একেবারে আনকাট৷ অনেক ফুটেজ দেখেছি যেগুলো ‘মুক্তির গান' মূল ছবিতে এখন আর দেখা যাবে না৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ