1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারেক রহমানকে ‘মুক্ত অবস্থায়’ দেশে ফেরাবে বিএনপি

৫ সেপ্টেম্বর ২০১০

মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের জন্য আলাদা করে তুলে ধরা হবে৷ শুরু হচ্ছে ঈদে বাড়ি ফেরার পালা আর তারেক রহমানকে মুক্ত অবস্থায় দেশে ফেরাতে চায় বিএনপি৷

হাসিনা, মুক্তিযুদ্ধ, তারেক রহমান, বিএনপি, রাজধানী, ঢাকা, ঈদ, যানবাহন, Hasina, Tarek Rehman, Bangladesh, Eid, Dhaka,Prime minister, BNP
মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে চায় সরকার, বললেন হাসিনাছবি: Mustafiz Mamun

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবে সরকার

শেখ হাসিনার শিশু কিশোরদের সম্মেলনে ভাষণ আজ জায়গা করে নিয়েছে সব কটি সংবাদপত্রে৷ সেই ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, জাতির বৃহত্তর স্বার্থে সরকার নতুন প্রজন্মের কাছে দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের জন্য আয়োজিত বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের সময় শেখ হাসিনা এ কথা বলেন৷ প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষাবিদ ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান৷ তিনি আরও বলেছেন, এখান থেকে প্রতিবছর এক হাজার থেকে ১২শ' ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেওয়া ছাড়াও বিভিন্নভাবে মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হয়৷

বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপহার দিতে চায় হাসিনা সরকারছবি: AP

ঈদে বাড়ি ফেরার পালা শুরু হচ্ছে আজই

পরিবহণ সমস্যা ও টিকিটের তীব্র সংকটের মধ্য দিয়েই আজ রবিবার শুরু হচ্ছে ট্রেনে ঈদে বাড়ি ফেরার প্রথম পর্ব৷ দৈনিক কালের কন্ঠের প্রতিবেদন বলছে, ট্রেনের ঈদ সার্ভিসের মাধ্যমে রাজধানী ছাড়তে শুরু করবে অগ্রিম টিকিট কেটে রাখা যাত্রীরা৷ আর বাসের ঈদ সার্ভিস আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার থেকে শুরু হলেও মূল স্রোত শুরু হবে আগামী মঙ্গলবার থেকে৷ এদিকে সপ্তাহ খানেক আগেই অধিকাংশ বাস কোম্পানির অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে৷ তাই যাত্রীর চাপ সামলাতে গতকাল শনিবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বিভিন্ন রুটে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে৷
বিআরটিসি ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে বিআরটিসি আগামী মঙ্গলবার থেকে বিভিন্ন রুটে ৭৫টি দোতলা বাসসহ ২০০ বাস দিয়ে বিশেষ পরিষেবা চালু করবে৷

মুক্ত অবস্থাতেই তারেককে দেশে ফেরাবার ঘোষণা বিএনপি-র

উচ্চতর আদালতের জামিনে লন্ডনে চিকিৎসাধীন তারেক রহমানকে 'সম্পূর্ণ মুক্তাবস্থায়' দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেছে বিএনপি৷ শনিবার এক আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অঙ্গীকার ব্যক্ত করেন৷ প্রায় প্রতিটি সংবাদপত্রই ছেপেছে এই সংবাদ৷ বিএনপি নেতা আলমগীরের দাবি, তারেক রহমান বিএনপি-র রাজনৈতিক প্রতীক৷ তাঁকে সম্পূর্ণ মুক্তাবস্থায় দেশে ফিরিয়ে আনার শপথ নিতে চায় বিএনপি৷ ওদিকে বিএনপি-র বর্ষীয়ান নেতা খোন্দকার দেলোয়ার হোসেন কিডনি এবং ডায়াবেটিসের সমস্যায় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় শনিবার৷

সংকলনঃ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনাঃ অরুণশঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ