1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরেক রহমানের বক্তব্য প্রকাশের উপর নিষেধাজ্ঞা

৭ জানুয়ারি ২০১৫

তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ অনেকে নিষেধাজ্ঞার সমালোচনা করলেও তারেকের বক্তব্যের নিন্দাও রয়েছে৷

Tarique Rahman BNP Bangladesh
ছবি: cc-by-Shamsul alam66

বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কোনো বক্তব্য, বিবৃতি সংবাদমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকার আদালত৷ আইনের দৃষ্টিতে যতদিন তিনি ‘পলাতক' থাকবেন, ততদিন এই নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে আদালত৷ ডয়চে ভেলের ফেসবুক পাঠকদের এই সংবাদের আলোকে প্রশ্ন করা হয়, ‘‘বিষয়টি আপনি কিভাবে দেখছেন?''

বুধবার জার্মান সময় সকাল নটায় প্রশ্নটি করার পর প্রথম দু'ঘণ্টায় উত্তর জমা পড়েছে ছয় শ'র বেশি৷ ইউনুস বিন আজিজ লিখেছেন, ‘‘আমি এ দেশের নাগরিক হিসেবে বলতে পারি৷ বর্তমান দেশে প্রয়োজন একটা নির্বাচন৷ আর তারেক রহমান একটি বড় রাজনৈতিক দলের সিনিয়র ভাইস চেয়্যারম্যান৷ তাই অবশ্যই তাঁর বক্তব্য জনসাধারণের মধ্যে উপস্থাপনা করা প্রয়োজন৷''

সাদেক হোসেন লিখেছেন, ‘‘তারেক রহমান খারাপ হতে পারে জানি, কিন্তু মুখের কথা বন্ধ করার জন্য আইন? এটা যুক্তিসঙ্গত না৷ মিডিয়া হয়ত ভয়ে এটা বন্ধ করে দেবে, কিন্তু সে' সময়ে তার বক্তব্য শোনার জন্য মানুষ আরো বেশি আগ্রহ প্রকাশ করবে৷''

ডয়চে ভেলের ফেসবুক পাঠক অনিন্দ্য শ্রাবণ অবশ্য আদালতের নিষেধাজ্ঞাকে সমর্থন করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘সঠিক সিদ্ধান্ত দিয়েছে৷ একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং বাংলাদেশের সর্বজন স্বীকৃত বিষয়াদি ও আমাদের মহাকাব্যিক মুক্তিযুদ্ধ নিয়ে তার ধৃষ্টতার জন্য এই আদেশ৷ সে চরম পর্যায়ের একটা বেয়াদব৷''

হিমাদ্রী শেখর কাসাব লিখেছেন, ‘‘এ আইনটা অনেক আগেই হওয়া উচিত ছিল৷ তাহলে গত নির্বাচনের আগে কিছু লোকের প্রাণ বাঁচতো৷ যার বক্তব্যে ইতিহাস বিকৃত হয়, দেশে সহিংসতা ছড়ায়, সে সকল ফেরারি আসামীদের বক্তব্য মিডিয়ায় প্রচার না করাই দেশের জন্য, জাতির জন্য শুভ৷ আর আদালতের রায়ের বিরুদ্ধে হরতালের ঘোষণা প্রচার করাও নিষিদ্ধ করা উচিত৷''

ডয়চে ভেলের আরেক পাঠক সজীব সোম মনে করেন, ‘‘আইন একজন মানুষের মনের ভাব প্রকাশে বাধা দিতে পারে কিনা জানিনা৷ তবে তারেকের মন্তব্য নিষেধ করা উচিত৷ কারণ একজন ভালো মানুষ যখন পাগলের মতো বক্তব্য দিয়ে মানুষকে বিব্রত করে, তখন তা প্রচার না করাই উচিত৷''

ইব্রাহিম রনি লিখেছেন, ‘‘বিশ্ব সেরা গণমাধ্যমগুলোতে যখন মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ভিডিও বার্তা, অডিও বার্তা, প্রেস বিজ্ঞপ্তি, উড়ো চিঠির কথাগুলো প্রচার করে – তখন তো এমন আদেশ-নিষেধ দেখিনি৷ যদি একজন ‘ফেরারি আসামী হিসেবে তারেকের' বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা যায়, তাহলে এ বিষয়গুলোও নিশ্চই আরো অধিক গুরুত্বপূর্ণ৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ