1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারেক রহমানের ভিডিও কনফারেন্স এবং স্কাইপ জটিলতা

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২০ নভেম্বর ২০১৮

বিটিআরসি বন্ধ করার কথা স্বীকার করছে না৷ তবে বাংলাদেশে স্কাইপ বন্ধ ছিল ১৭ ঘণ্টা৷ ওই সময়ে বাংলাদেশে কেউ স্কাইপ ব্যবহার করতে পারেননি৷ মঙ্গলবার সন্ধ্যায় স্কাইপ আবার চালু হলেও বিষয়টি নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলছে৷

Bangladesch BNP Interview
ছবি: bdnews24.com

গত রবিবার সকাল থেকে বিএনপি'র চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংসদ বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া শুরু হয়৷ সেখানো মনোনয়ন বোর্ডের সদস্যরা থাকলেও দেশের বাইরে থেকে স্কাইপে প্রার্থীদের সঙ্গে কথা বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান৷ তিনি একুশে অগাস্ট গ্রেনেড হামলাসহ তিনটি মামলায় দণ্ডপ্রাপ্ত৷ আদালত তাকে ‘পলাতক' ঘোষণা করেছে৷তিনি এখন লন্ডনে অবস্থান করছেন৷

‘স্কাইপ বন্ধের নির্দেশ দেয়া হয়নি’

This browser does not support the audio element.

আওয়ামী লীগের পক্ষ থেকে রবিবারই নির্বাচন কমিশনে তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়৷ তারা দাবি করেন, তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি হিসেবে স্কাইপে মনোনয়নপ্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন৷ তাদের এই অভিযোগ নিয়ে সোমবার বৈঠকের পর নির্বাচন কমিশন জানিয়ে দেয়, তারেক রাহমানের ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার নেই৷ তিনি যেহেতু দেশে থাকেন না, তাই নির্বাচনের আচরণবিধি তার ওপর প্রয়োগ করা সম্ভব নয়৷ অন্য কোনো কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশন কোনো মন্তব্য করেনি৷

 

এরপর রাত ১২টার দিকে বাংলাদেশে স্কাইপ বন্ধ হয়ে যায়৷ রাতেই ইন্টরানেট প্রোভাইডারদের কেউ কেউ বিটিআরসির নির্দেশে স্কাইপের গেটওয়ে বন্ধের কথা স্বীকার করলেও বিটিআরসি কোনো নির্দেশ দেয়ার কথা অস্বীকার করে৷ বিটিআরসি'র চেয়ারম্যান জহুরুল হক সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘বিটিআরসি স্কাইপ বন্ধের কোনো নির্দেশ দেয়নি৷ অন্য কোনো কারণে বন্ধ হয়ে থাকতে পারে৷'' বিটিআরসির মিডিয়া উইং দাবি করে, ‘‘যান্ত্রিক ত্রুটির কারণে এরকম হয়ে থাকতে পারে৷''

‘গুলশানে বিএনপি'র চেয়ারপর্সনের কার্যালয়ে গত রাত থেকেই হন্টারনেট সংযোগ নেই’

This browser does not support the audio element.

কিন্তু এ নিয়ে কথা বলার জন্য মঙ্গলবার বিটিআরসি'র চেয়ারম্যানকে কয়েকবার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়৷ তবে বিটিআরসি'র মিডিয়া উইংয়ের  সিনিয়র সহকারী পরিচারলক জাকির হোসেন খান মঙ্গলবার ডয়চে ভেলেকে বলেন, ‘‘স্কাইপ বন্ধের নির্দেশ  দেয়া হয়নি৷ গতকাল নয়, আজকেও নয়৷ যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার রাতে কোনো মমস্যা হয়ে থাকতে পারে৷''

মঙ্গলবারও স্কাইপ বন্ধ রয়েছে জানালে তিনি বলেন, ‘‘না, আজ (মঙ্গলবার) কোথাও স্কাইপ বন্ধ নেই৷ সারাদিনে কোনো কমপ্লেইন পাইনি৷ কোনো কোনো এলকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের গেটওয়ের সমস্যা থাকতে পারে৷''

এদিকে  ঢাকার কলাবাগান ও ধানমন্ডি এলকার কয়েকজন স্কাইপ ব্যবহারকারীর সঙ্গে মঙ্গলবার দুপুরে কথা বলে জানা গেছে, তাঁরা স্কাইপ ব্যবহার করতে পারছেন না৷ মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁরা ব্যবহার করতে পারেননি৷

‘তারেক রহমান ল্যাপটপে আমাদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন’

This browser does not support the audio element.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান মঙ্গলবারও লন্ডন থেকে  ভিডিও কনফারেন্সে বিএনপি'র মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেছেন৷ তবে তিনি স্কাইপ না অন্য কোনো বিকল্প মাধ্যমে কথা বলেছেন, তা জানা যায়নি৷

বিএনপি'র কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু লক্ষীপুর থেকে মনোনয়ন চেয়েছেন৷ তিনি মঙ্গলবার সাক্ষাৎকার দিয়েছেন৷ গুলশানেবিএনপি'র চেয়ারপার্সনের কার্যালয়েসাক্ষাৎকার দেয়ার পর বিকেলে তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘তারেক রহমান আমার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন৷ সেটা স্কাইপ না বিকল্প কোনো মাধ্যমে, তা আমি বলতে পারব না৷ স্কাইপ তো সরকার বন্ধ করে দিয়েছে৷ তবে ল্যাপটপে তিনি আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন৷'' 

তিনি আরো জানান, ‘‘তারেক রহমান আমাদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন৷ তিনি বলেছেন, যাকেই মনোনয়ন দেয়া হবে, তার জন্য কাজ করতে হবে৷ নির্বাচনকে তিনি আন্দোলনের অংশ হিসেবে দেখতে বলেছেন৷'' 

‘বিটিআরসি'র একটি নির্দেশ পেয়ে মঙ্গলবার বিকেলে স্কাইপ আবার চালু করে দিয়েছি’

This browser does not support the audio element.

এদিকে বিএনপি'র চেয়ারপার্সনের মিডিয়া উইং-এর সদস্য শাইরুল কবির খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘গুলশানেবিএনপি'র চেয়ারপর্সনের কার্যালয়ে গত রাত থেকেইহন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না৷ আমরা এখানে ওয়াইফাই-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি৷ সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে আমরা কথা বলেছি৷ তারা কোনো সদুত্তর দিতে পারছে না৷ যদি কোনো যন্ত্রিক ত্রুটি হয়, তাহলে তা কতক্ষণ৷ এটা বিচ্ছিন্ন রাখার কৌশল৷'' তবে মোবাইল ফোন সচল আছে  এবং মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ পওয়া যাচ্ছে বলে তিনি জানান৷

এদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-র সেক্রেটারি জেনারেল এমদাদুল হক ডয়চ ভেলেকে জানান, ‘‘বিটিআরসি'র একটি নির্দেশ পেয়ে আমরা মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে স্কাইপ আবার চালু করে দিয়েছি৷ এর আগে সোমবার রাত ১২টার দিকে নির্দেশ পেয়ে আমরা স্কাইপ বন্ধ করে দিয়েছিলাম৷'' তিনি জানান, ‘‘এখন আর স্কাইপ ব্যবহারে সমস্যা হওয়ার কথা নয়৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ