1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালাকই কি একমাত্র সমাধান?

আরাফাতুল ইসলাম১১ জানুয়ারি ২০১৬

বাংলাদেশের শহরাঞ্চলে তালাকের হার ক্রমশ বাড়ছে৷ বিষয়টি অনেকে দেখছেন ইতিবাচক হিসেবে, বিশেষ করে নারীরা এখন আগের চেয়ে বেশি তালাক দিচ্ছেন, যা তাঁদের স্বাধীনতার ইঙ্গিত৷ কিন্তু এটাই কি একমাত্র সমাধান?

Familie Schatten Symbolbild Hand
ছবি: picture alliance / Markus C. Hurek

ইউরোপে বিয়ে যতটা সহজ, তালাক ততটাই কঠিন৷ বিশেষ করে যেসব দম্পতির সন্তান আছে, তাঁদের জন্য বেশ জটিল৷ একটি তালাক প্রক্রিয়া শেষ হতে সময় লাগে কমপক্ষে ছয়মাস থেকে তিন বছর৷ আর এই সময়ের মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখা যায় কিনা, সে চেষ্টাও থাকে৷ আর বিচ্ছেদের পর সন্তানের দায়িত্ব কোন পক্ষ, কীভাবে পালন করবে সেটাও পরিষ্কারভাবে নির্ধারণ করে দেয় পরিবার বিষয়ক আদালত৷ এক্ষেত্রে প্রয়োজনে সন্তানের মতামত নেয়ারও চেষ্টা করা হয়৷ দম্পতির স্থায়ী সম্পদও ভাগ করে দেয়া হয় নিয়ম মেনে৷

ইউরোপে বিচ্ছেদের ক্ষেত্রে সন্তান আছে এমন দম্পতির সন্তানের ভবিষ্যত বিবেচনায় থাকে সরকার, সমাজের৷ বিচ্ছেদের প্রভাব সন্তানের উপর কীভাবে পড়বে সেটা নিয়ে নানারকম গবেষণা হয়েছে৷ যদিও সেসব গবেষণার ফলাফল নিয়ে মতভেদ আছে, তবুও যতটা অনেকের কাছে গ্রহণযোগ্য তা হচ্ছে:

- সন্তানের বয়স যদি নয় বছরের কম হয়, তখন সেই সন্তান অনেক সময় বাবা-মায়ের বিচ্ছেদের জন্য নিজেকে দায়ী মনে করে৷ সে আশা করে, বাবা-মা আবারো এক হবেন৷ সে চায় তাঁদের সঙ্গে একসঙ্গে থাকতে৷ কিন্তু সেসব বাস্তবে সম্ভব না হওয়ায় শিশুটি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে৷

- নয় বছরের বেশি বয়সি সন্তানদের ক্ষেত্রে প্রভাবটা অনেকসময় হয় উলটো৷ এক্ষেত্রে তারা নিজেদের সময়ের আগেই স্বনির্ভর ভাবতে শুরু করে এবং পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়৷ তাদের মধ্যে বদমেজাজ দেখানোর প্রবণতা তৈরি হয়৷ অসৎ সঙ্গে জড়ানোর প্রবণতাও বাড়ে৷

- এক গবেষণায় দেখা গেছে, বাবা-মায়ের বিচ্ছেদের ১৫ থেকে ২৫ বছর পরও সন্তানের উপর তার প্রভাব পড়তে পারে, যখন সে নিজে সম্পর্ক গড়ে৷ সেসময় তার মধ্যে অবিশ্বাস, হারানোর ভয় তৈরি হতে পারে যা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে৷

ফলে সন্তানের উপর বিচ্ছেদের প্রভাব বিবেচনা করে ইউরোপে বিচ্ছেদে আগ্রহী দম্পতির মধ্যে বিকল্প চিন্তাও দেখা যায়৷ কেউ কেউ চেষ্টা করেন মধ্যস্থতার ভিত্তিতে ভুল বোঝাবুঝি কমিয়ে আনতে৷ উভয়পক্ষে কিছুটা ছাড় দিয়ে হলেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করা হয়৷ একান্ত সম্ভব না হলে বিচ্ছেদ ছাড়াই আলাদা থাকে দম্পতি৷ কেউ কেউ একই বিল্ডিংয়ে পাশাপাশি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন, যাতে আলাদা থাকলেও সন্তানরা সবসময় উভয়ের সান্নিধ্য পান৷

আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলেছবি: DW/Matthias Müller

ইউরোপের প্রসঙ্গ এ জন্য আসছে যে, বাংলাদেশের কাছে তা উদাহরণ হতে পারে৷ যেসব দম্পতি হুটহাট বিচ্ছেদের চিন্তা করেন, তাঁরা আরো ভাবতে পারেন৷ ভুল বোঝাবুঝিগুলো যাচাই করে, উভয়পক্ষ কিছুটা ছাড় দিয়ে, আলোচনার মাধ্যমে বিচ্ছেদ এড়ানো গেলে মন্দ কোথায়? এক্ষেত্রে তাড়াহুড়া একেবারেই ঠিক নয়৷

তবে বিচ্ছেদ যদি একান্ত এড়ানো সম্ভব না হয়, তাহলে শুধুমাত্র সন্তান বা সমাজ বিবেচনা করে সম্পর্ক টিকিয়ে রাখাও ঠিক নয়৷ সেটা বরং সবার জন্যই ক্ষতিকর৷ জীবন একটাই, সেটা উপভোগও তাই জরুরি৷

আপনারা কি আরাফাতুল ইসলামের সঙ্গে একমত? জানিয়ে দিন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ