1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালিকায় নাম নেই, ভোট দিতে পারলেন না মমতার ভাই

২১ মে ২০২৪

হাওড়া পুরসভায় ৪৪ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় নাম লিখিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি ভোট দিতে গিয়ে দেখেন, তালিকায় তার নামের পাশে লেখা আছে, 'ডিলিটেড'। অর্থাৎ তার নাম তালিকা থেকে বাদ পড়েছে।

কলকাতায় একটি অনুষ্ঠানের ফাঁকে মোবাইলে চোখ  মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ভোচটার তালিকা থেকে মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ পড়ায় তিনি হাওড়ায় ভোট দিতে পারেননি। ছবি: Subrata Goswami/DW

সোমবার হাওড়া লোকসভা কোন্দ্রের ভোট ছিল। স্বপ্নন বন্দ্যোপাধ্যায়, যিনি বাব্ন নামেই বেশি পরিচিত, তিনি ভোট দিতে গিয়ে দেখেন, তালিকায় তার নামের পাশে লেখা আছে, 'ডিলিটেড'। অর্থাৎ তার নাম তালিকা থেকে বাদ পড়েছে।

বাবুন নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছেন। তৃণমূলের হাওড়া জেলা নেতৃত্বকেও বিষয়টি বলেছেন।

হাওড়ায় তৃণমূল প্রার্থী হিসাবে প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর বাবুন বলেছিলেন, তিনি কিছুতেই এই নাম মানবেন না। তিনি নির্দল প্রার্থী হিসাবে লড়বেন। এই নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন দেখা দেয়।

এরপরই বাবুন দিল্লি চলে যান। তিনি অন্য দলে প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন বলেও জল্পনা শুরু হয়। বাবুন বলেছিলেন, প্রসূণ সম্পর্কে তার অ্যালার্জি আছে।

মমতা তখন জানান, ‘‘আমি সরাসরি বলছি, যারা বেশি বড় হয়ে যায়, তাদের লোভও বেড়ে যায়। ওকে পরিবারের সদস্য বলেই আমি মনে করি না। সব সম্পর্ক ছেদ করছি। ওর অনেক কাজই আমি অনেক দিন ধরে পছন্দ করি না।''

জিএইচ/এসজি(আনন্দবাজার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ