1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোটারের নাম বাদ দেয়ার অভিযোগ রাহুলের, কমিশনের অস্বীকার

১৮ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি'র অভিযোগ রাহুল গান্ধীর। 'প্রমাণসহ' রাহুলের দাবি, কমিশন কংগ্রেসি ভোটারের নাম বাদ দিচ্ছে। তবে রাহুল গান্ধীর এ অভিযোগ ‘ভুল ও ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷

বিরোধী নেতা রাহুল গান্ধী।
রাহুলের অভিযোগ, ভোটার তালিকা থেকে কারচুপি করে নাম বাদ দেওয়া হচ্ছে। ছবি: AICC/ANI Photo

কী প্রমাণ দিয়েছেন রাহুল গান্ধী? তিনি কর্ণাটকের আলান্দ কেন্দ্রে ছয় হাজার ১৮ জন ভোটদাতার নাম বাদ দেওয়ার কথা বলেছেন। তার দাবি, কংগ্রেস যেসব কেন্দ্রে শক্তিশালী, সেখানে দলের সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্তরে একটি সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদনের ভিত্তিতে নাম বাদ দেওয়া হয়েছে।

কী বলছেন রাহুল?

রাহুল দাবি করেছেন, ''ভোটদাতাদের নাম বাদ দেওয়ার কারণ হিসাবে বলা হয়েছিল প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে তা করা হয়েছে। প্রতিবেশীরা বলছেন, তারা এমন কোনো অভিযোগ করেননি। তারা এই বিষয়ে বিন্দুবিসর্গ জানেন না। স্ক্রিনে কয়েকটি ফোন নম্বর দিয়ে রাহুল দাবি করেন, বিভিন্ন রাজ্য থেকে এই ফোন নম্বরগুলি থেকে অভিযোগ করা হয়। তার ভিত্তিতে নাম বাদ দেওয়া হয়। রাহুল প্রশ্ন তুলেছেন, ওই ফোন নম্বর থেকে কীভাবে ওটিপি দেওয়া হলো?''

গোদাবাই বলে একজন ভোটারের ভিডিও স্ক্রিনে দেখান রাহুল। সেখানে গোদাভাই জানান, তার নামে আবেদন করে অন্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু তিনি এই বিষয়ে কিছুই জানতেন না।

অভিযোগ সূর্যকান্ত ১৪ মিনিটে ১২ জন ভোটারের নাম বাদ দেওয়ার ফর্ম ভরেছেন। তাকে সাংবাদিক সম্মেলনে ডাকেন রাহুল। তিনি বলেন, ''আমার নাম করে ১২ জনের নাম বাদ দেওয়া হয়েছে। আমি কাউকে মেসেজ পাঠাইনি। কাউকে এরকম কোনো অভিযোগ করিনি। ববিতা বলে নাম বাদ পড়া একজন এসে আমাকে বলায় জানতে পারি।

রাহুল জানান, নাগরাজ ৩৬ সেকেন্ডে দুজনের নামে অভিযোগ করেছেন এবং তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ভোর চারটে সাত মিনিটে তিনি দুইটি ফর্ম ফিল আপ করেন বলে বলা হয়েছে। আপনারা একবার করে দেখান তো।  রাহুল জানান এটা সফটওয়্যার দিয়ে কেন্দ্রীয়ভাবে করা হয়েছে।''

কোনোরকম রাখঢাক না করে বিরোধী নেতার অভিযোগ, ''যারা এইভাবে ভোট চুরি করেছে, তার নাম জ্ঞানেশ কুমারকে জানাতে হবে। ফোন নম্বরগুলি কার তা বলতে হবে। তিনি যদি সাতদিনের মধ্যে তা না দেন, তাহলে বুঝতে হবে, তিনি তাদের রক্ষা করছেন।''

রাহুল বলেছেন, ''এর থেকেও অনের বড় বোমা তিনি ফাটাবেন। আমি টিমকে বলেছি, যদি প্রমাণ না থাকে, তাহলে আমি কিছু বলব না। প্রমাণ আছে বলে আমি এসেছি। বিচারবিভাগ আছে। তাদেরও কিছু করা দরকার। একই সিস্টেম মহারাষ্ট্র, হরিয়ানা, কর্ণাটক সব জায়গায় কাজ করছে।''

তিনি বলেছেন, ''নির্বাচন কমিশনের ভিতর থেকে তথ্য আসছে। এটা বন্ধ হবে না।''

নির্বাচন কমিশনের বক্তব্য

নির্বাচন কমিশন লিখিতভাবে জানিয়েছে, রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন, তা ঠিক নয় এবং ভিত্তিহীন। কোনো ভোটারের নাম অনলাইন ডিলিট করা হয়নি। কাউকে না জানিয়ে, তার বক্তব্য না শুনে তার নাম বাদ দেওয়া হয়নি।

তবে কমিশন জানিয়েছে, আলান্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল, যা সফল হয়নি। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে এফআইআর করে। তারা তদন্তও করেছে। আলান্দে ২০১৮ সালে বিজেপি প্রার্থী জিতেছিল। ২০২৩ সালে কংগ্রেস প্রার্থী জিতেছেন বলে কমিশন জানিয়েছে।

কতটা লাভ হবে?

ভোটবিশেষজ্ঞ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী ডিডাব্লিউকে বলেছেন, ''রাহুল গান্ধী নির্বাচনের পর এই অভিযোগ করছেন। সেজন্য তার গুরুত্ব কম। কর্ণাটকের নির্বাচনে তো কংগ্রেস জিতেছে, তাই এই অভিযোগ রাজনৈতিকভাবে দাঁড় করানো কঠিন।''

তিনি মনে করেন, ''রাহুলের অভিযোগের একটা ইতিবাচক দিক আছে। এই অভিযোগের ফলে ভোটদাতার মনে সংশয় তৈরি হতে থাকবে। কিছু মানুষের মনে এই ধারণা তৈরি হতে পারে, তাহলে কি এর মধ্যে কোনো গরমিল আছে? সরকারপক্ষ বা বিরোধীদের যারা কট্টর সমর্থক তারা প্রভাবিত হবেন না। কিন্তু ফ্লোটিং ভোট প্রভাবিত হতে পারে।''

কংগ্রেসের প্রবীণ নেতা আব্দুল মান্নান ডিডাব্লিউকে বলেছেন, ''রাহুল গান্ধী অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। পাশাপাশি আরো অনেক প্রশ্ন রয়েছে। প্রধানমন্ত্রী মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং যা পূরণ হয়নি, সেই বিষয়গুলি নিয়েও প্রচার দরকার। রান্নার গ্যাস, চাকরি, জিনিসের দামের মতো বিষয়গুলি মানুষকে প্রভাবিত করে। সেগুলি নিয়ে মানুষের কাছে যাওয়া দরকার।''

জিএইচ/এসিবি(রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলন)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ