1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালিবানের হাতে নিহত পুলিশ প্রধান

১৯ অক্টোবর ২০১৮

এর আগে একাধিকবার হামলা হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন কান্দাহার পুলিশের প্রধান৷ আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে অন্যতম ব্যক্তি ছিলেন তিনি৷ তাঁর বিরুদ্ধে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও৷

ছবি: picture-alliance/AP Photo/A. Khan

কান্দাহারের গভর্নরের এক দেহরক্ষীর গুলিতে বৃহস্পতিবার নিহত হয়েছেন আফগানিস্তানের অন্যতম ক্ষমতাশালী নিরাপত্তা কর্মকর্তা জেনারেল আবদুল রাজিক৷

শীর্ষ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠক শেষে এ ঘটনা ঘটে৷ বৈঠকে আফগানিস্তান মিশনে মার্কিন বাহিনী ও ন্যাটোর যৌথ কমান্ডার জেনারেল স্কট মিলার, কান্দাহারের গভর্নর জালমায় ওয়েসা এবং কান্দাহারের প্রাদেশিক গোয়েন্দা বাহিনীর প্রধান আবদুল মোহমিনও উপস্থিত ছিলেন৷

হামলায় রাজিক ছাড়াও মোহমিন এবং এক আফগান সাংবাদিক মারা গেছেন বলেও জানা গেছে৷

মিলারের শরীরে কোনো আঘাত না লাগলেও আহত ১৩ জনের মধ্যে দুই অ্যামেরিকান ও গভর্নর রয়েছেন৷

ঘটনার পরপরই দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে তালিবান৷ তাদের দাবি, মিলার এবং রাজিকই ছিলেন হামলার মূল লক্ষ্য৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অন্য কয়েকজন কর্মকর্তার সাথে কান্দাহারের নৃশংস পুলিশ প্রধানও নিহত হয়েছেন৷’’

আফগানিস্তানে জাতীয় নির্বাচনের দুইদিন আগে ঘটলো হামলার এ ঘটনা৷

দেহরক্ষীই হত্যাকারী

কান্দাহার থেকে নির্বাচিত আফগান পার্লামেন্টারিয়ান খালিদ পশতুন ডয়চে ভেলেকে জানিয়েছেন, হামলাকারী সবার আগে রাজিককেই গুলি করে৷ তিনি বলেন, ‘‘বৈঠক শেষ হওয়ার পর কর্মকর্তারা যখন একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন, তখন গভর্নরের এক দেহরক্ষী গুলি চালায়৷’’

তিনি বলেন, ‘‘জেনারেল রাজিককে সবার আগে গুলি করা হয়৷ প্রাদেশিক গভর্নর, গোয়েন্দা প্রধান এবং এই অঞ্চলের সামরিক কমান্ডারও ছিলেন হামলার লক্ষ্য৷’’

২০১১ সাল থেকে কান্দাহার পুলিশের প্রধানের দায়িত্ব পালন করছেন রাজিক৷ একটি গোপন নির্যাতন কেন্দ্র পরিচালনাসহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ ২০১৭ সালে জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি নির্যাতন ও গুমের অভিযোগে জেনারেল রাজিকের বিচারের আহ্বান জানায়৷ তবে রাজিক বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন৷

তালিবানদের হাত থেকে দেশটির দক্ষিণাঞ্চল সুরক্ষায় মার্কিন সেনাবাহিনীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন রাজিক৷

গত বছর এক হামলায় কান্দাহারে সংযুক্ত আরব আমিরাতের পাঁচ কূটনীতিক প্রাণ হারান৷ রাজিক সে হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান৷

হুমকির মুখে নির্বাচন

এই হামলায় শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে বলে আশংকা বিশ্লেষকদের৷ তালিবান অনেক আগে থেকেই নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে এসেছে৷ দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের ২৪৯ আসনের জন্য নির্বাচনে লড়ছেন প্রায় আড়াই হাজার প্রার্থী৷ নির্বাচনের প্রচারণা চালানোর সময় এঁদের ১০ জন বিভিন্ন হামলায় নিহত হয়েছেন৷

কান্দাহারের হামলার পর এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ‘‘জেনারেল রাজিকের মৃত্যু দক্ষিণের নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে৷ ভোটাররা হয়তো আর নিরাপদ বোধ করবেন না৷’’

মার্কিন সেনাবাহিনী অবশ্য বলছে, এই হামলায় তালিবানকে আলোচনার টেবিলে নিয়ে আসার চেষ্টা এবং দেশটিতে তাঁদের সেনা উপস্থিতিতে কোনো প্রভাব ফেলবে না৷ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল ফকনার বলছেন, ‘‘এই হামলায় আমাদের দক্ষিণ এশিয়া নীতি পরিবর্তন হবে না৷ বরং এর ফলে আমরা এখন আরো দৃঢ়প্রতিজ্ঞ৷’’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস রাজিকের মৃত্যুকে ‘দেশপ্রেমিকের মৃত্যু’ বলে আখ্যা দিয়েছেন৷ তবে এই হামলায় কান্দাহারের নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব পড়ার আশংকাও ব্যক্ত করেছেন তিনি৷

পাশাপাশি তিনি বলেন, ‘‘আমরা খুঁজে বের করবো কারা এই হত্যার জন্য দায়ী৷ তবে এই মুহূর্তে আমরা নির্বাচনের দিকে তাকিয়ে আছি৷ আফগান জনগণকে রক্ষায় আমরা কাজ চালিয়ে যাবো৷’’

এডিকে/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ