1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবানকে আর ভয় পান না গুল

২৫ জুলাই ২০২০

বাবা-মায়ের খুনিদের রয়েছে তালেবান-যোগ৷ কিন্তু তাদের ভয় পাচ্ছেন না ১৫ বছরের কামার গুল৷

Afghanistan | Qamar Gul - Bekämpfte mehrere Taliban
ছবি: AFP

গত সপ্তাহে কামার গুলের সামনেই তার মা-বাবাকে গুলি করে হত্যা করে তালেবানের দুই সশস্ত্র হামলাকারী৷ তখন বাড়িতে থাকা একে-৪৭ রাইফেল নিয়ে সেই হামলাকারীদের গুলি করে মেরে ফেলেন পনেরো বছরের কিশোরী গুল৷ সাথে ছিল তার ১২ বছরের ছোট ভাই৷

আফগানিস্তানের ঘোর অঞ্চলের বাসিন্দা কামার গুলের বাবা-ই তাকে ছোটবেলায় বন্দুক চালাতে শিখিয়েছিলেন৷ তার জেরে কামার আর তার ভাই সেদিন প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয় তাদের বাবা-মায়ের৷

ঘটনার এক সপ্তাহ পরেও এতটুকু ভয় পাচ্ছেন না কামার৷ সংবাদসংস্থা এএফপিকে তিনি জানান, ‘‘আমি আর তালেবানকে ভয় পাই না৷ তাদের সাথে আবার লড়তেও আমি প্রস্তুত৷’’

রাইফেল হাতে কামারের একটি ছবি সোশাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে৷ প্রশংসিত হচ্ছে কামারের সাহস ও উপস্থিত বুদ্ধি৷

কিন্তু বাবা-মাকে শেষবার বিদায় না জানাতে পারা কষ্ট দিচ্ছে তাকে৷ তিনি বলেন, ‘‘আমার বাবা-মায়ের খুনিকে হত্যা করতে পেরে আমি গর্বিত৷ তাদের মারার পর আমি দৌড়ে আমার বাবা-মায়ের কাছে যাই, কিন্তু ততক্ষণে সব শেষ৷ তাদের নিঃশ্বাস পড়ছিল না৷ আমি জানি যে, সেদিন আমি হাতে বন্দুক না তুলে নিলে তারা আমাকে আর আমার ভাইকেও শেষ করে ফেলতো৷’’

কেন এই হামলা?

কামার গুলের অন্যান্য পরিজনরা মনে করেন, এই ঘটনার পেছনে পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে৷ নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, হামলাকারীদের মধ্যে একজন কিশোরী গুলের স্বামী ছিল৷ পরিজনদের বক্তব্যের সূত্র ধরে সেখানে আরো বলা হয় যে, জোর করে গুলকে স্বামীর ঘরে ফিরিয়ে নিতে এসেছিল তারা৷

তবে সংবাদসংস্থা এএফপি বলছে, তালেবানের হামলাকারীরা গুলের বাবা, গ্রামের প্রধানকে হত্যা করতে এসেছিল, কারণ তিনি তালেবানবিরোধী ছিলেন৷

তালেবানও নিশ্চিত করেছে যে, ওই অঞ্চলে হামলাটি তারাই চালিয়েছে৷ কিন্তু ঘটনায় তাদের কোনো সদস্যের মারা যাবার কথা অস্বীকার করেছে তারা৷

ইতিমধ্যেই আফগানিস্তানজুড়ে দাবি উঠছে কামার গুলকে নিরাপদে আফগানিস্তানের বাইরে পাঠিয়ে দেওয়ার৷ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সোচ্চার হয়েছেন নারী অধিকার কর্মীরা৷

কিন্তু গুলের বড় ভাই আবদুল কাদির তার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন৷ পুলিশি প্রহরায় তারা নিরাপদ বোধ করছেন বলে জানান তিনি৷

দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মুনেরা ইউসুফজাদা বলেন, ‘‘তালেবানকে এটা বুঝতে হবে যে, আজকের নারীরা আর আগের মতো নেই৷ তালেবান শাসনের দিনের তুলনায় নারীরা অনেক বদলেছে৷’’

এসএস/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ