1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

তালেবানকে হুমকি দিলেন বাইডেন

১ ফেব্রুয়ারি ২০২২

মার্কিন নাগরিক মার্ককে মুক্তি না দিলে অ্যামেরিকা ব্যবস্থা নেবে বলে তালেবানকে হুমকি দিলেন বাইডেন।

তালেবানকে হুমকি দিলেন বাইডেন। ছবি: Leah Millis/REUTERS

আফগনিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার সময় মার্ক ফ্রেরিখসকে অপহরণ করা হয়। এখনো তিনি মুক্তি পাননি। তার আগে তিনি এক দশক ধরে আফগানিস্তানে নানা প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ইলিনয়ের বাসিন্দা মার্ককে অপহরণ করে আফগানিস্তানে বন্দি করে রাখা হয়েছে। তার মুক্তির জন্যই তালেবানকে হুমকি দিলেন বাইডেন।

বাইডেন বলেছেন, ''তালেবানকে অবিলম্বে মার্ককে মুক্তি দিতে হবে। না হলে অ্যামেরিকা ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাকে মুক্তি দিলেই তালেবান আশা করতে পারে যে, আমরা তাদের স্বীকৃতি দেয়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করব।'' বাইডেন জানিয়েছেন, ''মার্কিন নাগরিকদের সুরক্ষা বিপন্ন করার কাজ বরদাস্ত করা হবে না। আর এভাবে কাউকে বন্দি করে রাখা হলো নির্দয় ও ভীরুতার কাজ।''

মার্কের বোন ওয়াশিংটন পোস্টে একটি লেখায় বলেছেন, মার্কিন সরকার হয় তার ভাইয়ের জীবন নিয়ে চিন্তিত নয়, অথবা তার জীবনের বিনিময়ে কোনো সওদা করেছে। আর একটা দিন যাওয়া মানে তাকে বিপদের মুখে আরেকটা দিন ফেলে রাখা।

 এরপরই বাইডেনবলেছেন, ‘‘মার্কিন বা অন্য কোনো দেশের নাগরিকের জীবনকে এভাবে ঝুঁকির মুখে কেউ ফেলতে পারে না। মার্ককে মুক্তি না দিলে অ্যামেরিকা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। এ নিয়ে কোনো আলোচনার দরকার নেই। শুধু মার্ককে মুক্তি দেয়া দরকার।''

তবে তালেবান এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

জিএইচ/এসজ (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ