1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবানের দেশে আইএস

ওয়াসলাত হজরত-নাজিমি/এসিবি৩১ জানুয়ারি ২০১৫

ইরাক আর সিরিয়া থেকে শেষ পর্যন্ত আফগানিস্তানেও ঢুকে পড়ছে ইসলামিক স্টেট? হালে কালো পোশাক পরা সশস্ত্র লোকদের আনাগোনা দেখে সে আশঙ্কাতেই শঙ্কিত আফগানিস্তানের মানুষ৷ তাঁদের মতে, আইএস জঙ্গিরা তালেবানের চেয়েও ভয়ংকর৷

Afghanistan Protest gegen IS in Kabul 12. Oktober
ছবি: Hambastagi

তালেবানের দেশ বলে পরিচিত আফগানিস্তানের পশ্চমাঞ্চলীয় ফারাহ প্রদেশের খাকি সফেদ জেলার অধিবাসী গোল মোহাম্মদ৷ তিনি নিজে দেখেছেন সে এলাকায় কালো পতাকা হাতে নিয়ে কালো পোশাক পরা কিছু মানুষকে ঘুরে বেড়াতে৷ লোকগুলোকে দেখেই বোঝা যায় তাদের টাকার অভাব নেই৷ অস্ত্র নিয়ে দামি গাড়িতে চড়েই ঘোরাফেরা করে তারা৷ পোশাক এবং পতাকা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর মতো বলে এবং লোকগুলো তালেবানের ভাষায় কথা বলে না বলে স্থানীয়রা তাদের সন্দেহের নজরেই দেখছেন৷ অবশ্য ভয়ও করছে তাঁদের৷ গোল মোহাম্মদ বললেন, কালো পোশাকের লোকগুলো তাঁর কাছে তালেবানের চেয়েও ভীতিকর, ‘‘ওদের আমরা তালেবানের চেয়েও বেশি ভয় পাই৷ এখনো পর্যন্ত ওদের আমাদের শান্তিতে থাকতে দিয়েছে, তবে কতদিন এ অবস্থা থাকবে কে জানে!''

২৮ ডিসেম্বর ন্যাটোর আইসাফ মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে...ছবি: Reuters/Omar Sobhani

পশ্চিমের ফারাহ প্রদেশের মতো পূর্বের জাবুল এবং দক্ষিণের হেলমান্দেও দেখা গেছে কালো পোশাকের সন্দেহভাজন মানুষদের৷ আফগানিস্তানের সাবেক পানি ও জ্বালানি মন্ত্রী এবং সমর বিশেষজ্ঞ ইসমাইল খান মনে করেন, সরকারের এখনই বিষয়টির দিকে নজর দেয়া উচিত, ‘‘খাকি জেলায় কিছু বিদেশি এসে নিজেদের দলে লোক সংগ্রহ করছে এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে৷ আমার মনে হয়, আগামী বসন্তের আগেই এখানে যুদ্ধ শুরু হবে৷ সরকারের উচিত আগে থেকেই এমন কিছুর প্রস্তুতি নিয়ে রাখা৷''

আফগানিস্তানের নতুন সরকার বিষয়টিকে মোটেই হালকা করে দেখছে না৷ সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ আফগানিস্তান সফরে এসেছিলেন৷ তাঁর সঙ্গে বৈঠকের সময় আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, ‘‘আইএস-এর বিষয়টিকে কম গুরুত্ব দেয়া দু'দেশের জন্যই মারাত্মক ভুল হবে৷ এ বিষয়টিতে দু'দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানো দরকার৷''

তবে এখনো কেউ কেউ মনে করেন যে, দুই তালেবান কমান্ডারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়ায় একটি অংশ আইএস-এ যোগ দিয়েছে৷ তাঁদের মতে, আফগানিস্তানের আইএস-এর অভয়ারণ্য হয়ে ওঠার সম্ভাবনা খুব কম৷ কিন্তু তাঁদের কথায় স্থানীয়দের মনের আতঙ্ক কাটছে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ