1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবানের বিরুদ্ধে লড়তে প্রস্তুত পঞ্জশির

২৬ আগস্ট ২০২১

তালেবানের বিরুদ্ধে লড়তে চায় পঞ্জশিরের নর্দার্ন অ্যালায়েন্স৷ এজন্য নয় হাজার সেনা নিয়ে তারা প্রস্তুত বলে জানিয়েছেন এই বাহিনীর নেতা আহমেদ মাসুদ৷

পঞ্জশির রক্ষার জন্য প্রস্তুত নর্দার্ন অ্যালায়েন্স। ছবি: Ahmad Sahel Arman/AFP/Getty Images

পঞ্জশির উপত্যকা গোটাটাই তালেবানরা ঘিরে রেখেছে। দখল করে নিয়েছে আশপাশের এলাকাও৷ কিন্তু আহমেদ মাসুদের নেতৃত্বে নর্দার্ন অ্যালায়েন্স লড়াইয়ের জন্য তৈরি৷ আহমেদ মাসুদ বলেন, ‘‘আমি আহমেদ শাহ মাসুদের ছেলে। আত্মসমর্পণ শব্দটা আমার অভিধানে নেই৷’’

মাসুদ দাবি করেছেন, হাজার হাজার মানুষ তাদের ফৌজে যোগ দিয়েছেন৷ একটি প্রথম সারির ফরাসি দৈনিকে প্রকাশিত এক সাক্ষাৎকারে মাসুদ ফরাসি প্রেসিডেন্টসহ অন্য রাষ্ট্রনেতাদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, ‘‘আপনারা নর্দার্ন অ্যালায়েন্সকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করুন৷’’ তিনি জানিয়েছেন, ‘‘কিছুদিন আগে আমি বিদেশি শক্তিগুলিকে সাহায্য করতে বলেছিলাম। কিন্তু ওরা করেনি। আজ ওরা বুঝতে পারছে, সেই সিদ্ধান্ত ভুল ছিল৷’’

পঞ্জশির উপত্যকা হিন্দুকুশ পাহাড়ের পাদদেশে৷ আহমেদ মাসুদের বাবা আহমেদ শাহ মাসুদ সোভিয়েত আক্রমণের সময় এবং তারপর তালেবান শাসনের সময় লড়াই করে পঞ্জশিরকে মুক্ত রাখতে পেরেছিলেন৷ তাজিক জনগোষ্ঠীর মানুষ এখানে থাকেন৷ তারা তালেবানকে পছন্দ করেন না৷ দিন কয়েক আগে বলা হচ্ছিল, মাসুদ তালেবান নেতাদের সঙ্গে কথা বলছেন৷ তিনি লড়াই এড়াতে চাইছেন৷ কিন্তু ফরাসি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মাসুদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি লড়াই করবেন৷

নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহেমদ মাসুদ। ছবি: Mohammad Ismail/REUTERS

নর্দার্ন অ্যালায়েন্সে পপুলার রেসিসটেন্স ফ্রন্ট আছে৷ তার নেতা তারিক আকমল জানিয়েছেন, তালেবান যেদিক থেকে ঢোকার চেষ্টা করুক না কেন, তারা প্রস্তুত৷ তাদের কাছে অবস্থানগত সুবিধা আছে৷ ফলে তালেবানকে প্রতিরোধ করার ক্ষমতা তাদের আছে৷ আশরাফ গনির আমলে ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ অনুগত সেনাদের নিয়ে নর্দার্ন অ্যালায়েন্সে যোগ দিয়েছেন৷ তাছাড়া কাবুল থেকে বেশ কিছু আফগান সেনা তাদের সঙ্গে যোগ দিয়েছেন৷ আমরুল্লাহ জানিয়েছেন, তালেবান মিথ্যা প্রচার করছে৷ তারা বলেছে, পঞ্জশিরের কিছু এলাকা তারা দখল করে নিয়েছে, যা মিথ্যা৷ তার দাবি পঞ্জশির পুরোপুরি নর্দার্ন অ্যালায়েন্সের দখলে। তালেবান আক্রমণ করলে লড়াই করবেন তারা৷

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ