আফগানিস্তানে আটকে থাকা নাগরিকদের উদ্ধার করতে তালেবানের সঙ্গে কথা বলতে চান চ্যান্সেলর ম্যার্কেল।
বিজ্ঞাপন
তালেবান মুখপাত্র আগেই চেয়েছিলেন, এবার তালেবানের সঙ্গে কথা বলার আগ্রহ দেখালেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। রোববার তিনি বলেছেন, ''আমি তালেবানের সঙ্গে রাজনৈতিক আলোচনার পক্ষপাতী। কারণ আফগানিস্তান বিষয়ে এখন তাদের সঙ্গেই কথা বলতে হবে।''
রোববার জার্মানির হাগেন শহরে গিয়েছিলেন ম্যার্কেল। বন্যায় প্রভূত ক্ষতি হয়েছে শহরটির। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আফগানিস্তান বিষয়ে মন্তব্য করেন চ্যান্সেলর। তার স্পষ্ট বক্তব্য, আফগানিস্তানে যারা জার্মান সরকার অথবা জার্মান সংস্থার সঙ্গে কাজ করেছিলেন, তাদের দ্রুত দেশ থেকে বার করে আনা দরকার। এদের মধ্যে অনেকেই দুশ্চিন্তায় আছেন। অনেকে প্রাণের ভয়ও পাচ্ছেন। এদের সকলকেই আফগানিস্তান থেকে বের করা প্রয়োজন বলে জানিয়েছেন ম্যার্কেল। এবং সে কারণেই তিনি তালেবানের সঙ্গে রাজনৈতিক আলোচনায় আগ্রহী।
তালেবান নিয়ন্ত্রিত কাবুলের রাস্তায় জনজীবন
৩১ আগস্ট মার্কিন বাহিনীর সবশেষ সৈন্য বিদায় নেয়ার পর গোটা কাবুল এখন তালেবানের নিয়ন্ত্রণে৷ তাদের অধীনে কেমন চলছে সেখানকার জীবনযাত্রা, দেখুন ছবিঘরে৷
ছবি: WANA/REUTERS
ছবি তোলায় মানা নেই
তালেবানের আগের শাসনামলে আফগানিস্তানে ছবি তোলা নিষিদ্ধ ছিল৷ তবে স্মার্টফোনের এই দুনিয়ায় তারাও আর পিছিয়ে থাকতে রাজি নয়৷ কাবুল দখলের পর ছবি, ভিডিও তুলতে বেশ আগ্রহী দেখা গেছে তালেবান যোদ্ধাদের৷ রাস্তায় সমর্থকদের আবদার পূরণেও কার্পণ্য করছে না তারা৷
ছবি: West Asia News Agency/REUTERS
নিহতের পোস্টার
শুধু ছবি তোলাই নয়, লড়াইয়ে নিহত এক তালেবানের ছবি সমেত পোস্টারও ছাপিয়েছে তারা৷ সেটি শোভা পাচ্ছে শহরের এক বিলবোর্ডে৷
ছবি: WANA/REUTERS
নারীর পোশাক
আগেরবার ক্ষমতায় থাকাকালে নারীদের পুরো শরীর ঢাকা বোরকা পরা বাধ্যতামূলক করেছিল তালেবান৷ এই বিষয়ে এবার পরিস্কার কোনো ঘোষণা এখনো আসেনি৷ ছবিতে তালেবান যোদ্ধাদের অতিক্রম করা বোরকা পরিহিত একজনের পাশাপাশি বোরকা ছাড়া এক বয়স্ক নারীকেও দেখা যাচ্ছে৷
ছবি: WANA/REUTERS
সমর্থকের উল্লাস
তালেবান আবার আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ায় তাদের সমর্থকরা খুশি৷ এই সবজি বিক্রেতা তেমনই একজন৷
ছবি: West Asia News Agency/REUTERS
নিরুদ্বেগ যোদ্ধারা
বিদেশি বাহিনী চলে গেছে, পঞ্চশীর ছাড়া গোটা আফগানিস্তানই তাদের দখলে৷ অস্ত্র হাতে গাড়ির উপরে তালেবান যোদ্ধাদের তাই নির্ভাবনায় সময় কাটছে৷
ছবি: West Asia News Agency/REUTERS
আড্ডা
কাবুলে আরেকটি রাস্তায় বুধবার এই তালেবান যোদ্ধাদের গল্প-গুজব করে সময় কাটাতে দেখা যায়৷
ছবি: WANA/REUTERS
সাধারণ আফগানদের জীবন
তবে দুশ্চিন্তামুক্ত নন সাধারণ মানুষ৷ অর্থনীতি থমকে আছে৷ ব্যাংকে চলছে তারল্য সংকট৷ এই অনিশ্চয়তায় প্রতিদিনই টাকা তুলতে ব্যাংকের সামনে ভিড় করেন মানুষ৷
ছবি: REUTERS
রাস্তার সেলুন
নিত্য দিনের দরকারি কাজগুলো চলছে স্বাভাবিকই৷ সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন৷ রাস্তার পাশে একজন নাপিতকে এক শিশুর চুল কেটে দিতে দেখা যাচ্ছে৷
ছবি: WANA/REUTERS
বাজার
এটি কাবুলের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার এলাকা৷ সেখানে মানুষের ব্যস্ত পদচারণা রয়েছে৷ আশেপাশে প্রহরায় আছে সশস্ত্র তালেবান যোদ্ধারাও৷
ছবি: WANA/REUTERS
বিমানবন্দরের নিয়ন্ত্রণ
মঙ্গলবার মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়ার পরপরই তার নিয়ন্ত্রণ নেয় তালেবান৷ কয়েকজনকে সেখানে অস্ত্র হাতে টহল দিতে দেখা যাচ্ছে৷
ছবি: REUTERS
নতুন সাজে তালেবান
আফগান সেনাবাহিনীকে দেয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সরঞ্জাম তালেবানের দখলে৷ পাঞ্জাবি, পাগড়ি পরিহিত সশস্ত্র তালেবানের পাশাপাশি কাবুলে সামরিক পোশাক, সানগ্লাসে সজ্জিত তালেবান যোদ্ধাদেরও দেখা যাচ্ছে৷
ছবি: REUTERS
11 ছবি1 | 11
এই আলোচনার মাধ্যমে জার্মানি কি তালেবান সরকারকে মান্যতা দেবে? এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি ম্যার্কেল। বরং বলেছেন, জার্মানিতে আটকে থাকা মানুষদের দ্রুত উদ্ধার করাই এখন প্রথম কাজ।
তালেবানও আগ্রহী
জার্মানির সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় তালেবানও। রোববার তালেবান মুখপাত্র জানিয়েছিলেন, তারা জার্মানির সঙ্গে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক চায়। এবং তার জন্য তারা আলোচনায় বসতে প্রস্তুত। ম্যার্কেল অবশ্য কূটনৈতিক সম্পর্কের বিষয়ে তার অভিমত জানাননি। তবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস গত সপ্তাহে জানিয়েছিলেন, তালেবান যদি মানবাধিকার, নারীদের অধিকারের মতো বিষয়গুলিকে মর্যাদা দেয়, তাহলে কাবুলে ফের জার্মান দূতাবাস খোলা হবে। কিন্তু তা কবে হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি। তবে মাস এবং ম্যার্কেল দুইজনেই কাবুল বিমানবন্দর নতুন করে খোলার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।