1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চলছে

৮ জুলাই ২০১৯

জার্মানি ও কাতারের উদ্যোগে রবিবার দোহায় দুইদিনব্যাপী শান্তি আলোচনা শুরু হয়েছে৷ প্রায় ৭০ জন প্রভাবশালী আফগান নাগরিক তালেবানের সঙ্গে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন৷

Katar Innerafghanisches Dialogtreffen über Wege zu Frieden in Afghanistan
ছবি: Getty Images/AFP/K. Jaafar

সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পাশাপাশি নারী অধিকারের বিষয়টিও বৈঠকে প্রাধান্য পাচ্ছে বলে জানা গেছে৷

সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সময় গঠিত হাই পিস কাউন্সিলের সদস্য আসিলা ওয়ারদাক জানান, আলোচকরা যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছেন৷ এছাড়া নারী অধিকার, অর্থনৈতিক উন্নয়ন ও সংখ্যালঘুদের অধিকার নিয়েও আলোচনা চলছে৷

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির প্রশাসনের সঙ্গে আলোচনা করতে রাজি নয় তালেবান৷ তাই প্রায় ৭০ জন আফগান নাগরিক এই আলোচনায় অংশ নিচ্ছেন৷ রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা এবং ছয়জন নারী আছেন এই দলে৷ তবে তালেবান জানিয়েছে, যাঁদের সঙ্গে আলোচনা হচ্ছে তাঁরা ‘ব্যক্তি পরিচয়ে' সেখানে গেছেন৷

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের আলোচনা শুরুর ছয়দিন পর শুধু আফগানদের নিয়ে দুইদিনব্যাপী এই আলোচনাটি হচ্ছে৷ এর পর মঙ্গলবার থেকে আবারও যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনা শুরু হবে৷ আলোচনা শেষে একটি চুক্তিতে পৌঁছতে চায় যুক্তরাষ্ট্র৷ এতে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং আফগানিস্তানকে জিহাদিদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে তালেবানের কাছ থেকে একটি অঙ্গীকার পাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ