1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বছরে নিহত ৯২৩ আফগান শিশু!

৬ ফেব্রুয়ারি ২০১৭

আফগানিস্তানে সরকারি বাহিনীর আগমন ঠেকাতে দেশজুড়ে স্থলমাইন বসিয়েছে তালেবান৷ এগুলোর বিস্ফোরণে ২০১৬ সালে ৯২৩ শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷

Höhlen in Afghanistan Bamiyan Kind
ছবি: DW/N. Behzad

সোমবার ‘ইউনাইটেড নেশনস অ্যাসিস্টেন্স মিশন ইন আফগানিস্তান' ইউএনএএমএ-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়৷ এই সময়ে ২,৫৮৯ জন শিশু আহত হয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘ৷ ‘‘বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে স্থলমাইনের আঘাতে প্রাণ হারানো ছাড়াও অনেক শিশু অন্ধ ও পঙ্গু হয়ে গেছে,'' বলে জানান মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার জায়েদ আল হুসেইন৷

জাতিসংঘ বলেছে, ২০১৬ সালে আফগানিস্তানে রেকর্ড সংখ্যক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে৷ শিশুসহ হতাহতের সংখ্যা মোট ১১,৪১৮ জন৷ এই সংখ্যা ২০১৫ সালের তুলনায় ছয় শতাংশ বেশি৷ নিহতদের মধ্যে নারী আছেন ৩৪১ জন, ২০১৫ সালের তুলনায় যা দুই শতাংশ কম৷

হতাহতের কারণ...

প্রধান কারণ আফগান বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ৷ তারপরেই আছে তালেবানের পুঁতে রাখা স্থলমাইন৷ মার্কিন ও আফগান বাহিনীর আকাশ হামলার কারণেও অনেক মানুষ প্রাণ হারিয়েছেন৷

তুষারধ্বস ও ভারী তুষারপাতে নিহত কমপক্ষে ১১৯

সপ্তাহান্তে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী তুষারপাত ও তুষারধ্বসে কমপক্ষে ১১৯ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে৷ দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ২২টি এই ধরনের দুর্যোগের শিকার হয়৷ জমে যাওয়া তুষারের উচ্চতা কোথাও কোথাও দুই মিটার হয়েছে৷ তুষারধ্বসের কারণে অনেক স্থানে বাড়িঘরের ছাদ ভেঙে গেছে, কোথাও আবার যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ