1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবানের হামলায় কপ্টার বিধ্বস্ত, নিহত ৩১ মার্কিন সেনা

৬ আগস্ট ২০১১

আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীর সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে৷ সেই সঙ্গে বেড়ে চলেছে তালেবান তৎপরতা৷ একের পর এক উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা হত্যার পর এবার তাদের শিকার হলো ৩১ মার্কিন সৈন্য৷

চিনুক হেলিকপ্টারছবি: AP

এটাই এ পর্যন্ত কোনো একদিনে মার্কিন সেনা মারা যাওয়ার সর্বোচ্চ সংখ্যা৷

ঘটনার বিবরণ

শুক্রবার রাতের ঘটনা এটি৷ পূর্বাঞ্চলীয় ওয়ারদাক প্রদেশে তালেবান বিরোধী অভিযানে অংশ নিচ্ছিল মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা৷ এসময় তালেবানের একটি রকেট মার্কিন সেনাদের বহনকারী চিনুক হেলিকপ্টারে আঘাত হানলে সেটা ভেঙে কয়েক টুকরো হয়ে যায়৷ ঐ ঘটনায় ৩১ মার্কিন সেনা ছাড়াও সাতজন আফগান সৈন্য মারা গেছেন৷ আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের অফিস নিশ্চিত করেছে এই তথ্য৷ এদিকে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট কারজাই৷ এছাড়া ন্যাটো হেলিকপ্টার দুর্ঘটনার কথা নিশ্চিত করলেও কোনো বিস্তারিত তথ্য এখনো দেয়নি৷

ছবি: AP

তালেবান হামলা চালিয়েছে

আফগান সরকারের এক মুখপাত্র স্বয়ং দিয়েছেন এই তথ্য৷ ওয়ারদাক প্রদেশের মুখপাত্র শহীদুল্লাহ শহীদ বলছেন তালেবান হামলায় হেলিকপ্টারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে৷ এছাড়া তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও এই হামলার দায়িত্ব স্বীকার করেছেন৷ এদিকে ওবামা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করেছেন যে, হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে৷

মার্কিন সেনাদের উপর অতীত হামলা

২০০৫ সালেও একবার চিনুক হেলিকপ্টারে হামলা করেছিল তালেবান৷ সেসময় ১৬ মার্কিন সেনা মারা গিয়েছিলেন৷ এছাড়া ঐ বছরেই একটি চিনুক হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়৷ তাতে মারা গিয়েছিল ১৫ মার্কিন সৈন্য৷ এরপর ২০০৬ সালের আরেক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয় ১০ মার্কিন সৈন্য৷

কতজন বিদেশি সৈন্য মারা গেলেন এ বছর

বার্তাসংস্থা এএফপি একটি হিসেব দিয়েছে৷ তারা বলছে এ বছরে এখন পর্যন্ত ৩৪২ জন বিদেশি সেনা মারা গেছে, যার মধ্যে মার্কিন সেনার সংখ্যাই ২৭৯ জন৷ উল্লেখ্য, আফগানিস্তানে এখন মোট এক লক্ষ ৪০ হাজার বিদেশি সেনা রয়েছে, যার মধ্যে প্রায় এক লাখই মার্কিন সেনা৷ আগামী ২০১৪ সালের মধ্যে সব সেনা প্রত্যাহারের কথা রয়েছে৷ এরপর থেকে নিরাপত্তার দায়িত্বে থাকবে আফগান সেনারা৷ ইতিমধ্যে দুটি অঞ্চলের নিরাপত্তার সম্পূর্ণ ভার আফগান বাহিনীর উপর তুলে দেয়া হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ