1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তাহমিদ জড়িত নয়’

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৩ অক্টোবর ২০১৬

পুলিশ বলছে, ক্যানডার ছাত্র তাহমিদ হাসিব খান গুলশান হামলায় জড়িত না৷ তাই তিনি দু'মাস কারাবন্দি থাকার পর, জামিন পেয়েছেন৷ অথচ একই সঙ্গে আটক নর্থসাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করীম খান এখনো আটক আছেন৷

Bangladesch Anschlag Schießerei in Dhaka
ছবি: Getty Images/AFP

পুলিশ বলছে, ক্যানডার ছাত্র তাহমিদ হাসিব খান গুলশান হামলায় জড়িত না৷ তাই তিনি দু'মাস কারাবন্দি থাকার পর, জামিন পেয়েছেন৷ অথচ একই সঙ্গে আটক নর্থসাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করীম খান এখনো আটক আছেন৷

ঢাকার হোলি আর্টিজান রোস্তোরাঁয় জঙ্গি হামলা হয় ১লা জুলাই৷ এর পরেরদিন সকালে কমান্ডো অভিযানের আগে যারা জিম্মি অবস্থা থেকে মুক্তি পান তাহমিদ তাদেরই একজন৷ তবে মুক্তি পাওয়ার পর তাকে পুলিশ হেফাজতে নিয়ে একমাসেরও বেশি সময় ধরে জ্ঞিাসাবাদ করা হয়৷ ৪ঠা আগস্ট বাংলাদেশের দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গুলশান হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দফায় রিমান্ডে নেয়া হয় তাকে৷ এরপর ২৮শে সেপ্টেম্বর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. হুমায়ুন কবীর আদালতে গুলশান হামলার অভিযোগ থেকে তাহমিদের অব্যাহতির আবেদন করেন৷ রবিবার জামিনে কারাগার থেকে মুক্তি পান তাহমিদ৷ পুলিশ অবশ্য তার বিরুদ্ধে জঙ্গিদের ব্যাপারে তথ্য দেয়ায় অসহযোগিতা করার একটি অভিযোগ এনেছে৷

এটা নাগরিক ও মানবাধিকারের লঙ্ঘন

This browser does not support the audio element.

সোমবার এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিট-এর প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, ‘‘তাহমিদ গুলশান হামলার মামলায় গ্রেপ্তার ছিল না৷ সে এই মামলার আসামি নয়৷ তার বিরুদ্ধে তথ্য আড়াল করা ও পুলিশকে অসহযোগিতার  অভিযোগ ছিল৷ এ কারণে আদালতে প্রসিকিউশনের (বিচারের) আবেদন করা হয়েছে৷''

তিনি আরো বলেন, ‘‘গুলশান হামলার তদন্ত এখনো চলছে৷ সুতরাং তদন্তের কোনো পর্যায়ে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে৷''

অন্যদিকে হাসনাত করীমের ব্যাপারেও ব্রিফিং-এ কথা বলেন মনিরুল ইসলাম৷ বলেন, ‘‘হাসনাত করীম গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি৷ তাকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হলেও, এখনও প্রতিবেদন পাওয়া যায়নি৷ প্রতিবেদন পাওয়ার পরই সিদ্ধান্তে আসা যাবে সে জড়িত কি না৷''

নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষক হাসনাত করীম হোলি আর্টিজানে কমান্ডো অভিযানের আগে সকালে পরিবারের চার সদস্যসহ মুক্তি পান৷ তাকেও মুক্তির পর পুলিশ হেফাজতে নিয়ে নিয়ে একমাস জিজ্ঞাসাবাদ করা হয়৷ পরে তামিদের সঙ্গে একইদিন ৫৪ ধারায় আটক করে কয়েকদফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং গুলশান হামলার ঘটনায় গ্রেপ্তার দেখান হয়৷ তবে তাহমিদকে গুলশান হামলার মামলায় কখনোই গ্রেপ্তার দেখানো হয়নি৷

জিজ্ঞাসাবাদ আইন মেনেই হয়েছে

This browser does not support the audio element.

এনিয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘গুলশান হামলার মতো একটি ঘটনায় কোনো ব্যক্তির সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিক না হয়ে প্রেপ্তারের ঘটনা গ্রহণযোগ্য নয়৷ তাহমিদকে দীর্ঘ সময় কোনো অপরাধ ছাড়াই আটক রাখা হয়েছে৷ আর এখন কোনো কিছুর সঙ্গে তার সম্পৃক্ততা না পেয়ে অসহযেগিতার নামে নতুন এক অভিযোগ আনা হয়েছে৷ হাসনাত করীমের অপরাধ সম্পর্কেও নিশ্চিত নয় পুলিশ৷ এটা নাগরিক ও মানবাধিকারের লঙ্ঘন৷''

তিনি বলেন, ‘‘৩২ দিন তাদের কোনো হদিসই ছিল না৷ তাদের কোনো আইনগত প্রক্রিয়া ছাড়াই পুলিশ হেফাজতে রাখা হয়েছে৷ এটা শারীরিক নির্যাতনের চেয়ে কোনো অংশে কম নয়৷ কাউকে আটকের আগে তার অপরাধ সম্পর্কে পুলিশের হাজার বার ভাবা উচিত৷''

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘গুলশান হামলার ঘটনা তদন্ত নিয়ে এখন আমি নিজের কাছেই নিজে প্রশ্ন করি৷ হোলি আর্টিজানের একজন পাঁচক নিহত হন৷ তিনি হামলায় জড়িত, না শিকার তা এখনো স্পষ্ট করা হলো না৷ এরপর পুলিশ হেফাজতে একজন মারা গেল, তার কী অপরাধ? এ সব বিষয় পরিষ্কার করা প্রয়োজন৷''

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশার (মিডিয়া) মাসুদুর রহমান অবশ্য দাবি করেন, তাহমিদ ও হাসনাতকে আটক এবং জিজ্ঞাসাবাদ আইন মেনেই হয়েছে৷ আদালতের মাধ্যমেই রিমান্ডে নেয়া হয়েছে তাদের৷ আদালত রিমান্ড আবেদনে সন্তুষ্ট হয়েছেন বলেই তাদের রিমান্ডে দিয়েছেন৷ আর পুলিশের কাছে যুক্তিসঙ্গত সন্দেহের কারণ থাকলে আটক বা জিজ্ঞাসাবাদ করা অবষ্যই আইনসম্মত৷''

বন্ধুরা, আপনার কী মনে হয়? হাসনাত করীম খান এবং তাহমিদ হাসিব খান – এরা দু’জনেই কি নির্দোশ? লিখুন নীচে৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ