তিনি একজন জেলা প্রশাসক৷ বদলির চাকরি৷ কিন্তু ময়মনসিংহ থেকে নিয়মমাফিক বদলির আগে তিনি কখনো ঘোড়ায় চড়লেন, কখনো রাজার পোশাক পরে আলোকিত করলেন সভা, কখনো সোনার কোটপিন গ্রহণ করে ধন্য হলেন৷ তাঁর শাস্তি চেয়েছে দুদক৷
বিজ্ঞাপন
ময়মনসিংহ জেলার বিদায়ী জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকি এখন খুবই আলোচিত এবং সমালোচিত নাম৷ তিনি এখন জাতীয় সংবাদ মাধ্যমের বড় খবর৷ অবশ্য খবর হওয়ার কারণটি খুব অস্বাভাবিক এবং অনাকাঙ্খিত৷ তিন বছর ময়মনসিংহে জেলা প্রশাসকের দায়িত্ব পালনের পর অবশেষে বদলি হচ্ছেন৷ তাই যেন সংবর্ধনার উৎসব শুরু হয়ে গেল ময়মনসিংহে৷ সেসব সংবর্ধনায় একজন সরকারি আমলাকে নিয়ে যা যা হলো, তার অনেক কিছু শুধু রাজারাজরাদেরই হয়ত মানায়৷
গনমাধ্যমের খবর অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে ৩০ থেকে ৩৫ সংবর্ধনা অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করেছেন মুস্তাকিম বিল্লাহ ফারুকি৷ কোনো অনুষ্ঠানে তাঁকে পরিয়ে দেয়া হয় সোনার কোটপিন৷ এক অনুষ্ঠানে তিনি নাকি রাজা-বাদশাহদের কায়দায় ঘোড়ায় চড়ে দিব্যি ঘুরে বেড়িয়েছেন৷ আরেকটি অনুষ্ঠানে তিনি এবং তাঁর স্ত্রী সংবর্ধনা নিয়েছেন পুরোপুরি রাজার পোশাক-পরিচ্ছদ পরে৷
বিষয়গুলো সংবাদমাধ্যমে উঠে আসায় দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনা৷ একজন সরকারি কর্মকর্তার এমন সংবর্ধনা নেয়ার বিষয়টির সমালোচনা করে ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ
দুর্নীতির বিরুদ্ধে লড়ার পাঁচ কৌশল
বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইন্ডিকেটরস গ্রুপ’-এর পরিচালক আওগুস্তো লোপেজ-কার্লোস এক ব্লগ পোস্টে দুর্নীতির বিরুদ্ধে লড়ার কয়েকটি কৌশল আলোচনা করেছেন৷ ছবিঘরে থাকছে সে’সব কথা৷
ছবি: Getty Images
সরকারি চাকুরেদের জন্য ভালো বেতন
যাঁরা সরকারি চাকরি করেন তাঁদের বেতন যদি খুব কম হয়, তাহলে আয় বাড়াতে তাঁরা ‘অনানুষ্ঠানিক’ পথ অবলম্বন করতে পারেন৷ বিশ্বব্যাংকের এক গবেষণায় স্বল্পোন্নত দেশগুলোতে সরকারি চাকুরেদের কম বেতন ও দুর্নীতির মধ্যে সম্পর্ক পাওয়া গেছে৷
ছবি: DW
অর্থ ব্যয়ে স্বচ্ছতা
যে সমস্ত দেশের নাগরিকদের সরকারি কর্মকাণ্ড পর্যালোচনার সুযোগ আছে সেসব দেশে দুর্নীতি কম হয়৷ অর্থাৎ যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে, শিক্ষিতের হার বেশি এবং সক্রিয় সুশীল সমাজ রয়েছে সেখানে দুর্নীতির হার কম৷ কেননা এর ফলে বিভিন্ন প্রকল্পে সরকারের ব্যয় নিয়ে প্রশ্ন তোলা যায়, সরকারের নীতি নিয়ে আলোচনা করা যায়৷
ছবি: Colourbox/Hin255
লাল ফিতার দৌরাত্ম কমানো
বিশ্বব্যাংকের ‘ডুয়িং বিজনেস’ প্রতিবেদন বলছে, যে সব দেশে ব্যবসা শুরু করতে, সম্পত্তি নিবন্ধন করতে, আন্তর্জাতিক ব্যবসায় জড়িত হতে নানা ধরনের সার্টিফিকেট, আইন, লাইসেন্স ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে সে’সব দেশে দুর্নীতি বেশি হয়৷ তাই বিশ্বব্যাংকের এক গবেষক দুর্নীতির জন্ম দিতে পারে এমন আইনকানুন বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন৷
ছবি: DW
ভর্তুকি নয়
জ্বালানি খাতে ভর্তুকির নানা সমস্যা আছে৷ প্রায়ই এর সুবিধাভোগী হন ধনীরা৷ এছাড়া ভর্তুকি মূল্যে কেনা জ্বালানি চোরাচালানের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন অনেকে৷ তাই ভর্তুকির মতো ব্যয়বহুল পদ্ধতির চেয়ে নির্দিষ্ট গোষ্ঠীর মানুষদের অর্থ সহায়তা দেয়া যেতে পারে৷
ছবি: DW/W.Jantschits
স্মার্ট প্রযুক্তির ব্যবহার
সরকারি কর্মকর্তাদের সঙ্গে নাগরিকদের সরাসরি যোগাযোগ যত কমানো যাবে, দুর্নীতি কমানো ততই সম্ভব হবে৷ এক্ষেত্রে বিভিন্নক্ষেত্রে ইন্টারনেটের সহায়তা নেয়া যেতে পারে৷ সরকারি কেনাকাটার ক্ষেত্রে অনলাইনে টেন্ডার আহ্বানের মতো বিষয়াদি চালু করলে দুর্নীতির সুযোগ কমবে৷