1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেলা প্রশাসক না রাজা-বাদশাহ!

২৭ সেপ্টেম্বর ২০১৬

তিনি একজন জেলা প্রশাসক৷ বদলির চাকরি৷ কিন্তু ময়মনসিংহ থেকে নিয়মমাফিক বদলির আগে তিনি কখনো ঘোড়ায় চড়লেন, কখনো রাজার পোশাক পরে আলোকিত করলেন সভা, কখনো সোনার কোটপিন গ্রহণ করে ধন্য হলেন৷ তাঁর শাস্তি চেয়েছে দুদক৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: ASAblanca/Rene van Bakel

ময়মনসিংহ জেলার বিদায়ী জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকি এখন খুবই আলোচিত এবং সমালোচিত নাম৷ তিনি এখন জাতীয় সংবাদ মাধ্যমের বড় খবর৷ অবশ্য খবর হওয়ার কারণটি খুব অস্বাভাবিক এবং অনাকাঙ্খিত৷ তিন বছর ময়মনসিংহে জেলা প্রশাসকের দায়িত্ব পালনের পর অবশেষে বদলি হচ্ছেন৷ তাই যেন সংবর্ধনার উৎসব শুরু হয়ে গেল ময়মনসিংহে৷ সেসব সংবর্ধনায় একজন সরকারি আমলাকে নিয়ে যা যা হলো, তার অনেক কিছু শুধু রাজারাজরাদেরই হয়ত মানায়৷ 

গনমাধ্যমের খবর অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে ৩০ থেকে ৩৫ সংবর্ধনা অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করেছেন মুস্তাকিম বিল্লাহ ফারুকি৷ কোনো অনুষ্ঠানে তাঁকে পরিয়ে দেয়া হয় সোনার কোটপিন৷ এক অনুষ্ঠানে তিনি নাকি রাজা-বাদশাহদের কায়দায় ঘোড়ায় চড়ে দিব্যি ঘুরে বেড়িয়েছেন৷ আরেকটি অনুষ্ঠানে তিনি এবং তাঁর স্ত্রী সংবর্ধনা নিয়েছেন পুরোপুরি রাজার পোশাক-পরিচ্ছদ পরে৷

বিষয়গুলো সংবাদমাধ্যমে উঠে আসায় দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনা৷ একজন সরকারি কর্মকর্তার এমন সংবর্ধনা নেয়ার বিষয়টির সমালোচনা করে ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ 

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ