1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিনি বলেছিলেন, ‘মেয়েরা বেশি কথা বলে’

১১ ফেব্রুয়ারি ২০২১

খামখেয়ালিপনার কারণে প্রধানমন্ত্রী হয়েও শান্তিতে ছিলেন না ইয়োশিরো মোরি৷ এবার অলিম্পিক আয়োজক কমিটির সভাপতির পদ হারাতে চলেছেন বেফাঁস কথা বলে৷

ইয়োশিরো মোরি
ইয়োশিরো মোরিছবি: Kim Kyung-hoon/AP Photo/picture alliance

নিজের খেয়াল-খুশিমতো চলা এবং কথা বলা অবশ্য মোরির জন্য নতুন কিছু নয়৷ ২০০০ থেকে ২০০১ পর্যন্ত যখন জাপানের প্রধানমন্ত্রী ছিলেন, তখনো এসব কারণে তোপের মুখে পড়তে হয়েছে তাকে৷ তাতে তার জীবনধারা বদলায়নি৷ এমনও হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবমেরিন মাছধরা নৌকা ডুবানোয় নয়জন জাপানি মারা গেছেন, দেশময় ছড়িয়ে পড়েছে উত্তেজনা, অথচ জাপানের প্রধানমন্ত্রী মোরি তখন চুটিয়ে গল্ফ খেলছেন৷

৮৩ বছর বয়সি রাজনীতিবিদ এবার খবরে এসেছেন নারীদের বিষয়ে চটুল মন্তব্য করে৷ চলতি মাসে অলিম্পিক আয়োজক কমিটির এক সভায় তিনি বলে বসেন, ‘‘নারী বোর্ড মেম্বার বাড়াতে চাইলে আগে কোনোভাবে তাদের কথা বলার সময়টা বেঁধে দিতে হবে, কারণ, তারা (কথা) শেষ করতে গিয়ে সমস্যায় পড়ে৷ এটা খুব দুশ্চিন্তার৷’’

সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় প্রবীণ ক্রীড়াপ্রেমী রাজনীতিবিদের সমালোচনা৷ ৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে অবশ্য পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছিলেন৷ সেখানে স্বীকার করেছিলেন যে, নারীদের বিষয়ে বলা কথাগুলো ভুল ছিল এবং সেগুলো একেবারেই অলিম্পিকের স্পিরিটের সঙ্গে যায় না৷

প্রধানমন্ত্রীত্ব চলে গেলেও ২০১২ সাল পর্যন্ত সাংসদ ছিলেন মোরি৷

বিতর্কিত মন্তব্যের পর থেকে অলিম্পিক আয়োজক কমিটি থেকেও তাকে সরানোর দাবিতে সোচ্চার হয়ে ওঠেন বিরোধী দলের সাংসদরা৷ জাপানের সংবাদ মাধ্যমের খবর, অলিম্পিক আয়োজক কমিটির সভাপতির পদ ছাড়তে মোরিও প্রস্তুত৷

ফুজি নিউজ নেটওয়ার্ক এবং এনএইচকে-র খবর অনুযায়ী, মোরি ইতিমধ্যে অলিম্পিক আয়োজক কমিটির কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন যে, শিগগিরই তিনি পদত্যাগ করবেন৷ দ্য মানিচি ডেইলি লিখেছে, শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাজনীতির মতো ক্রীড়াঙ্গনেও আলোচিত ইয়োশিরো মোরি৷

এসিবি/ কেএম (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ