তিন ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি লংঘন পাকিস্তানের, দাবি ভারতের
১০ মে ২০২৫
বিকেল পাঁচটা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তিনঘণ্টার মধ্যে ভারতে ড্রোন হামলা, গোলাবর্ষণ পাকিস্তানের।
যুদ্ধবিরতি চালুর কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীনগরসহ একাধিক জায়গায় পাকিস্তান ড্রোন হামলা করেছে অভিযোগ করেছে ভারত।ছবি: AB Rauoof Ganie/DW
বিজ্ঞাপন
রাত এগারোটা নাগাদ ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি বলেন, ''পাকিস্তান গত কয়েকঘণ্টার মধ্যে বারবার যুদ্ধবিরতির সমঝোতা লংঘন করেছে। ভারতীয় সেনা তাদের তার জবাব দিচ্ছে। বারত মনে করে, পাকিস্তান যেন যুদ্ধবিরতির সমঝোতা ভঙ্গ না করে। তারা যেন বিষয়টিকে গুরুত্ব দেয়। ভারতীয় সেনাকে নির্দেশ দেয়া হয়েছে, যুদ্ধবিরতি লংঘিত হলে তারা যেন উপযুক্ত জবাব দেয়।''
যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করে জানান, ''যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগর-জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।'' আরেকটি টুইট করে ওমর আবদুল্লা বলেন, ''কোনো যুদ্ধবিরতি হয়নি। শ্রীনগরে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে।''
জম্মুর আরএসপুরাতে গোলাগুলি চলতে থাকে। কিছুক্ষণ পর তা থামে।
গুজরাটের মন্ত্রী হর্ষ সাংভি টুইট করে বলেন, ''কচ্ছে কয়েকটি ড্রোন দেখা গেছে। এখন ব্ল্যাক আউট করে দেয়া হয়েছে। সকলে যেন ঘরে থাকেন। আতঙ্কিত হওয়ার কারণ নেই।''
অমৃতসরের ডিসি বিবৃতিতে জানিয়েছেন, ''যেহেতু সিসফায়ার লংঘনের রিপোর্ট আসছে, তাই আমরা সতর্ক থাকব। তাই প্রয়োজন হলে আমরা ব্ল্যাক আউটের পথে যাব। সবাই যেন তাদের ঘরে থাকেন। কেউ যেন বাজি না ফাটান। প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।''
রাজৌরিতে গোলাবর্ষণে ভাঙছে বাড়ি ঘর, নিরাপদ আশ্রয়ে যাচ্ছে মানুষ
শুরু হয়েছিল ড্রোন হামলা দিয়ে। তার পাশাপাশি রাজৌরিতে ভয়ংকর গোলাবর্ষণ করলো পাকিস্তান। ভাঙলো বাড়ঘর। মানুষ নিরাপদ আশ্রয়ে যাচ্ছে।
ছবি: AB Rauoof Ganie/DW
রাতে ড্রোন হামলা
শুক্রবার রাত থেকেই শুরু হয়েছিল আক্রমণ। রাতেরআকাশে পাক ড্রোন ধেয়ে আসতে দেখা গেছে। এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা প্রতিহত করে বলে ভারত জানিয়েছে।
ছবি: AB Rauoof Ganie/DW
ভোররাতে হামলা
শনিবার সকাল পাঁচটা থেকেই রাজৌরিতে চলেছে শেলিং বা গোলাবর্ষণ। এই অঞ্চল থেকে অল্প দূরেই সীমান্ত। সেখান থেকে ভোর রাতে ধেয়ে এসেছে একের পর এক গোলা। আবাসিক এলাকায় গিয়ে পড়েছে গোলাগুলি।
ছবি: AB Rauoof Ganie/DW
গোলার আঘাতে
সীমান্ত থেকে মাত্র ছয় কিমি দূরে রাজৌরির এই গ্রামে আছরে পড়েছে গোলা। গ্রামের বাড়ির একটা বড় অংশ কার্যত গুঁড়িয়ে গেছে সেই গোলার আঘাতে।
ছবি: AB Rauoof Ganie/DW
উড়ে যাওয়া ছাদ
এই বাড়িটির ছাদ উড়ে গেছে। ভেঙে পড়েছে দেওয়াল। মাত্র কয়েক ঘণ্টার গোলাবর্ষণে বাড়িটি ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ছবি: AB Rauoof Ganie/DW
গোলার ক্ষত
ওই গ্রামেরই ওপর একটি বাড়িতে গোলা ভেঙে ছিটকে পড়েছে। তার টুকরোগুলি বাড়ির দেওয়ালে গিয়ে লাগে। সেই ক্ষতচিহ্ন।
ছবি: AB Rauoof Ganie/DW
সীমান্ত লাগোয়া
শুক্রবার রাতের গোলায় গুড়িয়ে যাওয়া এই বাড়িটি সীমান্তের খুবই কাছে। অনতিদূরে যে পাহাড় দেখা যাচ্ছে তার ওপারে পাকিস্তান। ওই দিক থেকেই চলছে গোলাবর্যণ।
ছবি: AB Rauoof Ganie/DW
একমাস আগেই
এই বাড়ির মালিক চম্পা দেবী জানিয়েছেন, বাড়িটি মাত্র তিন মাস আগে তৈরি হয়েছে। তারা একমাস হলো থাকতে শুরু করেছিলেন। এখন সেই বাড়ি ছত্রখান করে দিয়েছে গোলা।
রাজৌরি থেকে পুঞ্চ যাওয়ার রাস্তায় কড়া নিরাপত্তা দেখা যাচ্ছে। সুরক্ষার কারণে সাধারণ মানুষকে এই পথে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না।
ছবি: AB Rauoof Ganie/DW
নিরাপদ আশ্রয়ের খোঁজে
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নিরন্তর গোলা আক্রমণে রাজৌরির বহু মানুষ ঘর ছেড়েছেন। শনিবার সকাল থেকেই বাস, ট্যাক্সি, ভ্যানে করে তারা যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।