নতুন গবেষণায় বলা হয়েছে, তিন দশকের মধ্যে মানুষের গড় আয়ু বাড়বে। মোটা হওয়া, প্রেসারের মতো রোগও বাড়বে।
স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের জন্য গড় আয়ু বাড়বে। ছবি: ISSOUF SANOGO/AFP/Getty Images
বিজ্ঞাপন
গবেষণায় একদিকে যেমন গড় আয়ু বাড়ার বিষয়ে ভালো খবর দেয়া হয়েছে, তেমনই কয়েকটি রোগ বাড়বে এবং মানুষকে ভগ্নস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে হবে বলেও জানানো হয়েছে। এই রোগের মধ্যে অন্যতম হলো মোটা হওয়া বা মেদবহুল হওয়ার প্রবণতা এবং রক্তচাপ বেড়ে যাওয়া।
বৃহস্পতিবার দ্য ল্যানসেট পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন-সহ বিভিন্ন কারণে বর্তমান জীবনধারার সঙ্গে ভবিষ্যতের জীবনযাপনের অনেকটাই পরিবর্তন হবে। ওয়াশিংটন ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ হেলথ ম্যাট্রিকস অ্যান্ড অ্যাডিকশনের প্রধান গবেষক ও বৈজ্ঞানিক লিয়ানে ওং জানিয়েছেন, ''মানুষের মধ্যে আসক্তি ও মোটা হওয়ার প্রবণতা দুইই বাড়বে।''
বিশ্বজুড়ে আয়ু বাড়বে
গবেষকদলের মতে, বিশ্বজুড়েই মানুষের আয়ু বাড়বে। পুরুষদের গড় আয়ু ৭১ দশমিক এক থেকে ৭৬ দশমিক দুই হবে এবং মেয়েদের গড় আয়ু ৭৬ দশমিক দুই থেকে ৮০ দশমিক পাঁচ হবে।
সাতটি কারণ যা আপনার আয়ু কমিয়ে দেয়
সবাই বেশি দিন বেঁচে থাকতে চায়৷ কিন্তু জানেন কি, এমন অনেক কাজ আছে যেগুলো আমাদের অজান্তেই আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে? ছবিঘরে থাকছে সেসব কথা৷
ছবি: Fotolia/lassedesignen
টিভি দেখা
ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে প্রকাশিত এক গবেষণা বলছে, ২৫ বছরের বেশি বয়সিরা এক ঘণ্টা টিভি, ডিভিডি বা ভিডিও দেখলে তাঁদের জীবনের আয়ু প্রায় ২২ মিনিট কমে যেতে পারে৷ সে হিসেবে কেউ যদি ধারাবাহিকভাবে দিনে গড়ে ছয় ঘণ্টা করে টিভি দেখেন, তাহলে তাঁর জীবন থেকে পাঁচটি বছর চলে যেতে পারে৷
ছবি: Colourbox
যৌনসম্পর্ক
ব্রিটিশ মেডিকেল জার্নালের একটি গবেষণায় জানা যায়, যেসব পুরুষ মাসে কমপক্ষে একবারও যৌনসম্পর্কে লিপ্ত হননি তাঁদের মারা যাওয়ার সম্ভাবনা, যাঁরা সপ্তাহে অন্তত একদিন যৌনসম্পর্ক করেছেন, তাঁদের চেয়ে দ্বিগুন৷ এদিকে, ডিউক ইউনিভার্সিটির গবেষণা বলছে, যেসব নারীর আনন্দময় যৌনজীবন রয়েছে তাঁরা অন্যদের চেয়ে প্রায় আট বছর বেশি বাঁচেন৷ কাজেই সুস্থ, সুন্দর জীবনের জন্য নিয়মিত যৌনসম্পর্ক গুরুত্বপূর্ণ বৈকি!
ছবি: Fotolia/drubig-photo
একা থাকা
অনেকেই একা থাকতে পছন্দ করেন৷ মনে করেন এতে করে চাপ এড়ানো যায়৷ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা৷ তাঁদের কথা, একা থাকা মানে জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হওয়া – যা আয়ু কমাতে পারে৷ দিনে ১৫টি সিগারেট খেলে স্বাস্থ্যের যে ক্ষতি হয়, পর্যাপ্ত সামাজিক যোগাযোগ না করলেও সেরকম ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন মনোবিজ্ঞানী জুলিয়ান হোল্ট-লুনস্টাড৷
ছবি: Fotolia/poco_bw
বসে থাকা
অ্যামেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন-এর জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, দিনে গড়ে ১১ ঘণ্টার বেশি সময় বসে থাকা মানে পরবর্তী তিন বছরের মধ্যে মৃত্যুর সম্ভাবনা প্রায় ৪০ শতাংশ বেড়ে যাওয়া৷ কাজেই আর বসে থাকা নয়, শারীরিক পরিশ্রম করুন, সুস্থ থাকুন!
ছবি: Fotolia/F. Prochasson
বেকারত্ব
ক্যানাডার গবেষকরা বলছেন, একজন মানুষ বেকার থাকা মানে তার অকালমৃত্যুর সম্ভাবনা ৬৩ শতাংশ বেড়ে যাওয়া৷ ১৫টি দেশের প্রায় ২০ মিলিয়ন মানুষের ৪০ বছরের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন গবেষকরা৷
ছবি: Fotolia/Paolese
ঘুমানো
দিনে আট ঘণ্টার বেশি সময় ধরে ঘুমানো ঠিক নয় বলে জানান বিশেষজ্ঞরা৷ তাঁরা বলেন, ধারাবাহিকভাবে এত সময় ধরে ঘুমানো স্বাস্থ্যকর নয়৷ দিনে সর্বোচ্চ সাত ঘণ্টা ঘুমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷
ছবি: Gina Sanders - Fotolia
অতিরিক্ত ব্যায়াম
ব্যায়াম করা শরীরের জন্য উপকারী৷ কিন্তু সেটা বেশি হয়ে গেলেই বিপদ৷ তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত সময় পর্যন্ত ব্যায়াম করা উচিত৷
ছবি: picture-alliance/dpa
7 ছবি1 | 7
এখন যেসব দেশে মানুষের গড় আয়ু কম, সেখানেআয়ু সবচেয়ে বেশি বাড়বে।
গবেষক সংস্থার ডিরেক্টর ক্রিস মারে জানিয়েছেন, ''সবচেয়ে বেশি আয়ের দেশ ও কম আয়ের দেশের মধ্যে বৈষম্য থাকবে, তবে ব্যবধান কমবে। সাব সাহারান-আফ্রিকায় মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি বাড়বে।''
গবেষকরা বলেছেন, মানুষের স্বাস্থ্যের জন্য যে সব ব্যবস্থা নেয়া হচ্ছে, তার ফলেই আয়ু বাড়বে। কোভিড ১৯, সংক্রামক রোগ, মাতৃত্বকালীন রোগ, বাচ্চাদের রোগ, অপুষ্টিজনিত সমস্যা কাটানোর জন্য নেয়া উদ্য়োগের ফলে আগামী তিন দশকে মানুষের গড় আয়ু বেড়ে যাবে বলে গবেষকরা মনে করছেন।
স্বাস্থ্য নিয়ে চিন্তা
গবেষকরা এটাও দেখেছেন, দুই হাজার সাল থেকে উচ্চ রক্তচাপ, সুগার, মোটা হওয়ার প্রবণতা প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
সুখী দম্পতিরা কি বেশিদিন বাঁচেন?
আপনার স্বামী বা স্ত্রী যদি হাসি-খুশি আর সুখী হয় তাহলে যে শুধু জীবন সুন্দর হয় তা-ই নয়, সুখী জীবনসঙ্গীর প্রভাবে আপনার আয়ুও বাড়তে পারে৷ নেদারল্যান্ডসের এক সমীক্ষা সে-কথাই জানাচ্ছে৷
ছবি: Fotolia/Gina Sanders
অর্থহীন জীবন
একজন স্বামী বা জীবনসঙ্গী বাড়ি ফিরেই সোফায় গা এলিয়ে দিলেন, কিংবা ধূমপান শুরু করলেন৷ তাঁর রান্না বা অন্য কোনো কাজে কোনো আগ্রহ নেই৷ মন খারাপ নিয়ে নিজের মতো করে থাকেন৷ এক্ষেত্রে ধরে নেয়া যায়, তিনি সুখী নন৷ তাঁর পেশা, বন্ধু-বান্ধব, অর্থাৎ তাঁর কাছে জীবনের সবকিছুই অর্থহীন মনে হয়৷
ছবি: picture-alliance/dpa/beyond
সুখী মানুষ
কারো কারো আবার সবই ভালো লাগে৷ হোক তা চাকরি, ঘোরাফেরা বা নতুন কিছু করা– সবকিছুই তাঁদের ভালো লাগে, সব কিছুতেই আনন্দ পায়৷ আসলে একজন মানুষ যদি এরকম সুখী এবং ইতিবাচক চিন্তার হয়, তাহলে তাঁর জীবনসঙ্গীও ভালো বোধ করে, সুখে থাকে৷
ছবি: picture-alliance/dpa/C. Klose
জীবনসঙ্গীর প্রভাব
একজন সুখী মানুষ নিজে যেমন ভালো থাকেন, তেমনি তাঁর পার্টনারকেও ভালো রাখার চেষ্টা করেন এবং স্বাভাবিকভাবে তিনিও শারীরিক এবং মানসিক দিক দিয়ে ভালো থাকেন৷ অর্থাৎ, সুখী মানুষের ইতিবাচক দিকগুলোর প্রভাব তার জীবনসঙ্গীর ওপর পড়ে৷ ফলে তিনিও ভালো থাকেন৷ আর তার মধ্য দিয়ে তিনি দীর্ঘজীবন লাভ করতে পারেন৷
ছবি: dapd
গবেষণার ফলাফল
আর সে-কথাই জানা যায় নেদারল্যান্ডসের টিলবুর্গ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা থেকে৷গবেষণায় জানা যায়, সুখ এবং মানসিক শান্তির এতটাই প্রভাব যে, একজন সুখী মানুষ তাঁর জীবনসঙ্গীর আয়ু বাড়াতেও ভূমিকা রাখতে পারে৷
ছবি: Fotolia/Sven_Vietense
তবে যদি উল্টোটা হয়
‘‘আমি আমার মতো আর তুমি তোমার মতো থাকো’’ অনেক দম্পতির মধ্যে এমন সম্পর্কও আছে৷ অর্থাৎ, যে যার ইচ্ছেমতো চলে এবং মনোকষ্টে ভোগে৷ তবে এর সমাধান আছে ৷
ছবি: Fotolia/detailblick
সমাধানের প্রথম পদক্ষেপ
‘‘প্রথমেই ‘তুমি’ আর ‘আমি’ বাদ দিতে হবে’’, বলেন মনোবিজ্ঞানী ও দম্পতি-থেরাপিস্ট হ্যান্স-জর্জ লাউয়ার৷বিষয়টি যদিও খুব সহজ নয়৷ তারপরও প্রেমের সম্পর্কগুলিতে একে-অপরের প্রতি সহানুভূতিশীল হবে, একে অন্যকে অনুভব করবে, এমনটাই আশা করা হয়ে থাকে৷ একজনের যখন মন খারাপ থাকে আরেকজন যদি তা বোঝে এবং মেনে চলে, তাহলে সম্পর্ক অনেকটাই সহজ হতে পারে বলে জানান বিশেষজ্ঞ লাউরার৷
ছবি: picture-alliance/Arco Images
ভিন্ন পরিস্থিতি
গতকাল সবকিছু ঠিক ছিল, আজ সব উলটপালট মনে হচ্ছে কেন? এমনটাও হয়ে থাকে৷ তবে এসব পরিস্থিতে খোলাখুলি কথা বলা উচিত৷ তাছাড়া ভালোবাসার দু’জন মানুষ কে কেমন পরিবার বা মা-বাবার কাছ থেকে কি দেখেছে বা শুনেছে, সেটাও ভাববার বিষয় বৈকি!
ছবি: picture-alliance/dpa/chromorange
‘ডিপ্রেশন’ সুখী না হওয়ার অন্যতম কারণ
জার্মানিতে ১৮ থেকে ৭৯ বছর বয়সিদের মধ্যে বছরে দুই থেকে তিনবার ৫ কোটি ৩০ লক্ষ মানুষ ডিপ্রেশনে ভোগে৷ এদের মধ্যে শতকরা ৮৪ জন খুব তাড়াতাড়িই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে৷ তবে শতকরা ৪৫ জন তাঁদের পার্টনারের কাছ থেকে দূরে সরে যায়৷ আর শতকরা ৭২ জন নিজেদের বন্ধনমুক্ত মনে করেন৷ ডিপ্রেশনের এই তথ্যগুলো প্রকাশ করেছে জার্মানির ডিপ্রেশন এইড ফাউন্ডেশন৷
ছবি: picture-alliance
বিশেষজ্ঞের পরামর্শ
যাঁদের ভালোবাসার সম্পর্কে সবসময়ই একটা অসন্তুষ্টি কাজ করে, সেখানে সুখী হওয়া খুব কঠিন৷ তবে এসব ক্ষেত্রে পরিবার বিষয়ক এক্সপার্টদের সাহায্য নেওয়া যেতে পারে বলে মনে করেন লাউরার৷ সুখের জন্য চেষ্টা করা যায় এবং একে অপরকে সুখী করে দীর্ঘজীবন লাভ করাও সম্ভব৷ আর সেটা কে-ই বা না চায়?
মারে বলেছেন, ''এই সব প্রবণতা ঠেকানোর একটা বড় সুযোগ আমাদের সামনে আসছে। বিশেষ করে ব্যবহারিক ও জীবনযাপন সংক্রান্ত সমস্যা শুধরে নেয়া যায়। তাহলে এই সব রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।''