1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা মস্কোর

২৮ এপ্রিল ২০২৫

ইউক্রেনে হামলা তিন দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া৷ ‘মানবিক দিক' বিবেচনায় এমন সিদ্ধান্ত মস্কোর৷

নিজ কার্যালয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন
এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ‘‘রাশিয়া মনে করে, ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে চলবে৷’’ ছবি: picture alliance / ZUMAPRESS.com

ঘোষণা অনুযায়ী, আগামী ৮ মে থেকে ১০ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে৷ অবশ্য ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের অনুষ্ঠান আয়োজন করে থাকে রাশিয়া৷ প্রতিবছর ৯ মে ‘ওয়ার্ল্ড ওয়ার ২ ভিক্টরি ডে' নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয় উদযাপন করে মস্কো৷    

এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ‘‘রাশিয়া মনে করে, ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে চলবে৷’’ বিবৃতিতিতে ইক্রেনকে হুমকিও দিয়েছে রাশিয়া৷ বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে রাশিয়ার পক্ষ থেকে ‘পর্যাপ্ত এবং কার্যকর জবাব দেওয়া হবে৷’’

মস্কোর যুদ্ধবিরতির এই ঘোষণায় কিয়েভের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীতে বাংলাদেশি যোদ্ধা

05:07

This browser does not support the video element.

উল্লেখ্য, ইস্টার উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল ক্রেমলিন৷ কিন্তু সেই সময় উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে৷

এদিকে হামলা শুরুর তিন বছরের মাথায় রাশিয়াকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ ‘গুলি করা’ থামিয়ে তিনি রাশিয়াকে ‘চুক্তি করার’ আহ্বান জানান৷  

আরআর/এসিবি (এএফপি, ডিপিএ রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ