1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাডোনা’র ট্যুর

৭ ফেব্রুয়ারি ২০১২

কুইন অফ পপ ম্যাডোনা তিন বছর ধরে কোন কনর্সাট করেননি৷ জানা গেছে খুব শীঘ্রই তিনি আবার শুরু করবেন তাঁর কনসার্ট৷ তাঁর শেষ ট্যুরের নাম ছিল ‘স্টিকি এ্যান্ড সুইট ট্যুর’৷ ২০০৮ এবং ২০০৯ সালে ম্যাডোনা এই সংগীত সফর করেছিলেন৷

ছবি: dapd

তিন বছর বিরতির পর শুরু হবে একের পর এক কনসার্ট৷ ম্যাডোনা কনসার্ট ট্যুর শুরু করবেন তেল আভিভে৷ এরপর আসবেন ইউরোপে৷ ইউরোপে কনসার্ট শেষ করে যাবেন দক্ষিণ অ্যামেরিকা এবং অস্ট্রেলিয়ায়৷ দক্ষিণ অ্যামেরিকা এবং অস্ট্রেলিয়ায় তিনি ২০ বছর আগে কনসার্ট করেছিলেন৷ আজ এই তথ্যগুলো জানিয়েছে ম্যাডোনার ট্যুর প্রমোশন কোম্পানি লাইভ নেশন৷

৫৩ বছর বয়সি কুইন অফ পপের শেষ ট্যুরের নাম ছিল ‘স্টিকি এ্যান্ড সুইট ট্যুর'৷ ২০০৮ এবং ২০০৯ সালে তিনি এই সংগীত সফর করেছিলেন৷ এবারের ট্যুরে তিনি ইউরোপ এবং মধ্য প্রাচ্যের কুড়িটিরও বেশি শহরে কনসার্ট করবেন, নেচে-গেয়ে দর্শকদের মাতাবেন৷ শহরগুলোর মধ্যে লন্ডন, এডিনবার্গ, প্যারিস, মিলান, আবুধাবি এবং বার্লিন উল্লেখযোগ্য৷

মে মাসের ২৯ তারিখে শুরু হবে এই ট্যুর৷ শুরু হচ্ছে তেল আভিভ থেকে৷ এরপর আবুধাবি এবং ইস্তানবুল৷ জুন মাসের শুরুতেই তিনি আসবেন ইউরোপে৷ শেষ কনসার্ট হবে আগস্ট মাসের ২১ তারিখে ফ্রান্সের নিস শহরে৷ আর অ্যামেরিকায় তাঁর কনসার্ট শেষ হবে মায়ামিতে৷

লাইভ নেশন আরো জানিয়েছে, দক্ষিণ অ্যামেরিকা এবং অস্ট্রেলিয়ায় কোথায় কোথায় কনসার্ট হবে সেসব শহর এবং ভেন্যু এখনো ঠিক হয়নি৷ তা জনিয়ে দেয়া হবে শীঘ্র৷

এ মাসের পাঁচ তারিখে সুপার বোউল শোর হাফ টাইমে ম্যাডোনা পারফর্ম করেন৷ লক্ষ লক্ষ মানুষ টেলিভিশনের সামনে উপস্থিত ছিলেন৷ তারা সুপার বোউল শো বাড়িতে বসে উপভোগ করেছেন৷ ম্যাডোনার পাশাপাশি পারফর্ম করেছেন ব্রিটিশ হিপ হপ স্টার মিয়া৷ সুপার বোউলের ঠিক দুদিন পরেই ম্যাডোনা ঘোষণা দিলেন তার ট্যুরের৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ