1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন বছর বয়স থেকেই মঙ্গলে যাওয়ার ইচ্ছা তার!

৪ ডিসেম্বর ২০১৪

নাম অ্যালিসা কার্সন৷ বয়স ১৩৷ স্বপ্ন একদিন মঙ্গলগ্রহে যাবে সে৷ এখনও কোনো মানুষের পা পড়েনি সেখানে৷ অ্যালিসা চায় লালগ্রহে যাওয়া প্রথম মানুষ হতে৷ সে লক্ষ্যে আটঘাট বেঁধে নেমেছে মার্কিন এই কিশোরী৷

Alyssa Carson Mars NASA
ছবি: picture-alliance/dpa/Bert Carson

বয়স যখন তার তিন, তখন একদিন সে বাবার সঙ্গে ‘দ্য ব্যাকইয়ার্ডিগানস' কার্টুন দেখছিল৷ সেখানকার কার্টুন চরিত্রগুলোকে মঙ্গলগ্রহে যেতে দেখে মহাকাশ ভ্রমণ সম্পর্কে বাবার কাছে জানতে চায় অ্যালিসা৷ বাবা তখন তাকে জানায়, মানুষ এখন পর্যন্ত চাঁদে যেতে পেরেছে৷ আর মঙ্গলগ্রহে হয়ত যেতে পারবে তার, অর্থাৎ অ্যালিসার প্রজন্মের কেউ৷

তখন থেকেই মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করে ছোট্ট অ্যালিসা৷ সে লক্ষ্যে নাসা-র বিভিন্ন ক্যাম্পে যাওয়া আসা করছে সে৷ ইতিমধ্যে ৮ বছর বয়সের সময় সে একটি স্পেস ক্যাম্পে অংশ নিয়ে ‘রাইট স্টাফ' অ্যাওয়ার্ড জিতে নেয়৷ এর ফলে ছোট্টবেলার সেই স্বপ্ন পূরণের ইচ্ছাটা আরও বেড়ে যায়৷

চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নাসা-র তিন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে একই প্যানেলে আলোচক হিসেবে অংশ নিয়েছে সে৷ এছাড়া নভোচারীদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করে থাকে সে৷

অ্যালিসা মনে করে, পৃথিবীর পর মঙ্গলগ্রহই মানুষের বসবাসের জন্য নিরাপদ৷

এদিকে, মঙ্গলগ্রহে মানুষ পাঠাতে কাজ করে যাচ্ছে নাসা৷ তার প্রথম ধাপ হিসেবে ‘ওরিয়ন' নামে একটি মহাকাশযানের পরীক্ষামূলক উড্ডয়ন হবে বৃহস্পতিবার৷ সেই অনুষ্ঠানে অ্যালিসা ও তার বাবাকে আমন্ত্রণ জানিয়েছে নাসা৷

মঙ্গল অভিযানে যেতে ওরিয়ন যানকে বহন করবে যে রকেট সেটা তৈরি হতে ২০১৮ সাল লেগে যাবে৷ এরপর ওরিয়নকে সঙ্গে নিয়ে রকেটটি পরীক্ষামূলক উড্ডয়নে যাবে ২০২১ সাল নাগাদ৷ তারপর আসবে মানুষ নিয়ে যাত্রার পরিকল্পনা৷ অর্থাৎ এখনো অনেক সময় আছে৷ ততদিনে অ্যালিসা প্রাপ্তবয়স্ক নভোচারী হয়ে উঠবে৷ এবং সে মঙ্গলের উদ্দেশ্যে যাওয়া মহাকাশযানের প্রথম যাত্রার অংশ হতে চায়৷

অ্যালিসা বর্তমানে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি স্কুলের অষ্টম গ্রেডের শিক্ষার্থী৷ সেখানে সে তার বিষয়গুলো চারটি বিভিন্ন ভাষায় পড়ে

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ