1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন রাজ্যে মামলা করলেন ট্রাম্প

৫ নভেম্বর ২০২০

ভোটগণনা নিয়ে আদালতের দ্বারস্থ ট্রাম্প। পেনসিলভানিয়া, মিশিগান এবং জর্জিয়া নিয়ে মামলা করেছেন ট্রাম্প। উইসকনসিনে আবার গণনার দাবি করেছেন।

ছবি: J. Scott Applewhite/AP/picture alliance

মামলার পথেই গেলেন ডনাল্ড ট্রাম্প। তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী বাইডেন যখন তাঁর থেকে কিছুটা এগিয়ে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গেছেন, তখন ট্রাম্প আদালতের দ্বারস্থ হলেন।

মিশিগান নিয়ে টিম ট্রাম্পের অভিযোগ হলো, ব্যালট যখন প্রসেস করা হচ্ছে, তখন তাঁর প্রতিনিধিদের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় যেতে দেয়া হয়নি। সংবাদসংস্থা এপি সহ অধিকাংশ সংবাদমাধ্যমই জানাচ্ছে, মিশিগান জিতে গিয়েছেন বাইডেন। কিন্তু আদালতে গিয়ে ট্রাম্পের আবেদন, অবিলম্বে এই গণনা বন্ধ হোক। প্রেসিডেন্টের সমর্থকরাও ডেট্রয়েটে যেখানে ব্যালট গোনা হচ্ছে, তার কাছে গিয়ে আওয়াজ তুলেছে, গণনা বন্ধ করতে হবে। ট্রাম্পের টিমের দ্বিতীয় অভিযোগ হলো, নির্ধারিত সময়ের পরেও পোস্টাল ব্যালট এসেছে। সেগুলি গোণা যাবে না।

মিশিগানের সেক্রেটারি অফ স্টেট বেনসন রয়টার্সকে জানিয়েছেন, একেবারেই বাজে অভিযোগ করেছে টিম ট্রাম্প। আর রাজ্যের আইন অনুসারে নির্ধারিত সময়ের পরেও পোস্টাল ব্যালট এলে তা গণনা করা যায়।

পেনসিলভানিয়াতে এখনো পুরো ভোট গণনা হয়নি। সেখানে ৩১ লাখ পোস্টাল ব্যালট পৌঁছেছে। রাজ্যের নিয়মানুসারে পোস্টাল ব্যালট যদি ৩ নভেম্বরের মধ্যে পাঠানো হয় এবং তা শুক্রবারের মধ্যে এসে যায়, তা হলেও তা গোণা হবে। কিন্তু ট্রাম্পের টিমের অভিযোগ, শেষ সময়ে নিয়ম বদল করেছে রাজ্য প্রশাসন। পুরোটাই করা হয়েছে বাইডেনকে সুবিধা পাইয়ে দেয়ার জন্য। তাই এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।

পেনসিলভানিয়াতে ট্রাম্প এগিয়ে আছেন। কিন্তু পোস্টাল ব্যালট গোণা শুরু হতেই ব্যবধান দ্রুত কমছে। তবে এটা শুধু পেনসিলভানিয়ার ক্ষেত্রেই হয়নি, সাধারণভাবে অ্যামেরিকাজুড়েই পোস্টাল ব্যালটের রায়ে এগিয়ে থেকেছেন বাইডেন। আর ভোটের দিন বুথে গিয়ে যাঁরা ভোট দিয়েছেন, সেখানে ট্রাম্প বেশি ভোট পেয়েছেন।

জর্জিয়াতেও বাইডেনের থেকে ট্রাম্প খুব সামান্য ভোটে এগিয়ে আছেন। তবে কে জিতবেন, তা এখনো বলা যাচ্ছে না। কারণ, বেশ কয়েকটি জায়গার ভোট গণনা বাকি। ডেমোক্র্যাটরা দাবি করেছেন, তাঁদের ভোট যেখানে বেশি, এমন অনেক জায়গার গণনা বাকি। জর্জিয়ার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার দিনের শেষে ফলাফল জানা যাবে। জর্জিয়ার আইন অনুসারে ফল বেরনোর পর দুই দিনের মধ্যে ফের গণনার দাবি জানানো যেতে পারে। তবে দুই প্রতিদ্বন্দ্বীর ভোট যদি সমান হয় অথবা শূন্য দশমিক পাঁচ শতাংশ ভোটের ব্যবধান থাকে, তা হলে আবার গণনা হতে পারে।

উইসকনসিনে সম্ভবত পুনর্গণনা

উইসকনসিন জিতে গেছেন বাইডেন। কিন্তু ট্রাম্প এখানে পুনর্গণনা দাবি করেছেন। টিম ট্রাম্পের দাবি, এখানে ভোট গণনার সময় প্রচুর গণ্ডগোল হয়েছে।  তবে কী সমস্যা হয়েছে, তা তাঁরা বিস্তারিত জানাননি।

উইসকনসিনে ট্রাম্পের থেকে বাইডেন ২০ হাজার ভোট বেশি পেয়েছেন। এখানকার আইন হলো, দুই প্রার্থীর পাওয়া ভোটের ব্যবধান যদি ১ শতাংশ বা তার কাম হয় তাহলে আবার ভোট গণনা হতে পারে। তাই এখানে ট্রাম্পের দাবি মানা হতে পারে।

বাইডেন তাঁর সমর্থকদের বলেছেন, ভোটগণনা শেষ হতে দিন। গণতন্ত্রকে কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারবেন না।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ