তিন রাত দাঙ্গার পর শান্ত নেদারল্যান্ডস, উত্তেজনা তুঙ্গে
২৭ জানুয়ারি ২০২১
করোনা-কড়াকড়ির বিরুদ্ধে পরপর তিন রাত দাঙ্গা হয়েছে নেদারল্যান্ডসে। এখনো পরিস্থিতি যথেষ্ট উত্তেজক। সহিংসতা রুখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
পরপর তিন রাত ধরে সহিংস দাঙ্গার পর মঙ্গলবার রাতে শান্ত ছিল নেদারল্যান্ডস। তবে উত্তেজনা প্রবল। প্রায় প্রতিটি রাস্তায় পুলিশ টহল দিয়েছে। দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে।
রাত নয়টা থেকে কারফিউ শুরু হচ্ছে। মঙ্গলবার রাতে কারফিউ শুরুর পরেও আমস্টারডামে বেশ কিছু যুবক রাস্তায় নেমেছিল। কিন্তু তারা কিছু করার আগেই পুলিশ তাদের সরিয়ে দেয়। রটারডামে ৩৩ জনকে পুলিশ আটক করেছে। তারা সামাজিক দূরত্ব মানেনি এবং ভাঙচুরের সঙ্গেও যুক্ত ছিল।
তবে সোমবার রাতের তুলনায় মঙ্গলবার কিছুই হয়নি। সোমবার রাতে গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। ব্যাপক লুটতরাজ চলেছে। জাতীয় পুলিশ প্রধান টেলিভিশনে বলেছেন, মঙ্গলবারের ছবি আলাদা ছিল। তবে তিনি জানিয়েছেন, পুলিশ সতর্ক আছে।
করোনার কড়াকড়ির বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল শনিবার রাতে, আমস্টারডামের কাছে একটি মাছ ধরার গ্রামে টেস্টিং সেন্টার ভাঙচুর করে উত্তেজিত জনতা। সামাজিক মাধ্যম জুড়ে এই কড়াকড়ির বিরুদ্ধে জনরোষ দেখা যায়। নেদারল্যান্ডস জুড়ে হিংসা শুরু হয়। প্রচুর পুলিশ নামাতে হয়।
নেদারল্যান্ডসে ৪০ বছরের মধ্যে ভয়াবহতম দাঙ্গা
করোনা সংক্রমণ রুখতে নেদারল্যান্ডসে রাতের বেলায় কারফিউ জারি হয়েছে৷ কিন্তু সেই কারফিউয়ের বিরুদ্ধে বিক্ষোভকারীদের আন্দোলন দাঙ্গায় রূপ নিয়েছে৷ ছবিঘরে বিস্তারিত৷
ছবি: Marco de Swart/ANP/AFP/Getty Images
কারফিউ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ শনিবার ঘোষণা করে নেদারল্যান্ডসে সংক্রমণের নতুন ঢেউ আসন্ন এবং তা দ্রুত ছড়াবে৷ এরপরই দেশজুড়ে রাতে কারফিউয়ের ঘোষণা করে সরকার৷ অন্যদিকে, লকডাউন অব্যাহত আছে৷ বার, রেস্তোরাঁ, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সব বন্ধ ডিসেম্বর থেকে৷
ছবি: Marco de Swart/ANP/AFP/Getty Images
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কারফিউ
নেদারল্যান্ডসের সব শহরে রাত ৯টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে৷ কারফিউ ভাঙলে ৯৫ ইউরো জরিমানা৷ শনিবার থেকে এ পর্যন্ত কয়েকশ’ মানুষকে জরিমানা করা হয়েছে৷ ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত কারফিউ বহাল থাকবে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম নেদারল্যান্ডসে রাতে কারফিউ জারি হয়েছে৷
ছবি: Marco de Swart/dpa/picture alliance
সোমবার রাতের ঘটনা
সোমবার রাতে রাজধানী হেগ, অ্যামস্টারডাম, রটারডামসহ নেদারল্যান্ডসের বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে রাস্তায় নামে৷ বেশ কয়েকটি দোকানে ভাংচুর চালায়৷ আগুন দেয় কয়েকটি দোকানে৷ চলে লুটপাট৷ দাঙ্গা ছড়িয়ে পড়ে এসব শহরে৷
ছবি: Marco de Swart/ANP/AFP/Getty Images
তরুণ বিক্ষোভকারী
বিক্ষোভকারীদের বেশিরভাগই তরুণ৷ তাদের দাবি, অবিলম্বে রাতের কারফিউ তুলে দিতে হবে, নাহলে এর পরিণতি হবে ভয়াবহ৷ সোমবার রাতে যারা তাণ্ডব চালিয়েছে তাদের বয়স ১৩ থেকে ৩০-এর মধ্যে বলে জানিয়েছে পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে অন্তত ১৮৪ জনকে৷
ছবি: Eva Plevier/REUTERS
পুলিশের সাথে সংঘর্ষ
শনিবার রাত থেকেই অ্যামস্টারডাম, রটারডামসহ বেশ কয়েকটি শহরে রাতে রাস্তায় নেমে প্রতিবাদ করে বিক্ষোভকারীরা৷ পুলিশ প্রতিরোধ করতে গেলে কয়েকটি জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়৷ সোমবারের দাঙ্গা প্রতিরোধ করতে গিয়ে আহত হয়েছে ১০ জন পুলিশ৷
ছবি: Rob Engelaar/ANP/AFP/Getty Images
ভাংচুর ও আগুন
সোমবার করোনা টেস্টিং সেন্টারে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা৷ এছাড়া কেএফসিসহ আমস্টারডামের বেশ কয়েকটি দোকানে ভাংচুর চালায়৷ গণমাধ্যমগুলো বলছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিভিন্ন শহরে দাঙ্গা ছড়ানোর আহ্বান জানানো হচ্ছে৷
ছবি: Peter Dejong/AP/dpa/picture alliance
মেয়রের ডিক্রি
রটারডামে পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ নামানো হয়েছে৷ মেয়র আহমেদ আবু তালেব জরুরি ডিক্রি জারি করেছেন৷ এই ডিক্রির ফলে পুলিশ বিশেষ ক্ষমতায় সহজেই কাউকে গ্রেপ্তার করতে পারবে৷
ছবি: Marco de Swart/ANP/AFP/Getty Images
ভয়াবহ দাঙ্গা
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে এই বিক্ষোভের নিন্দা জানিয়ে এটাকে ‘অপরাধমূলক সহিংসতা’ বলে উল্লেখ করেছেন৷ তিনি বলেন, এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ পুলিশ কর্মকর্তারা একে উল্লেখ করছেন ‘৪০ বছরের মধ্যে ভয়াবহ দাঙ্গা’ হিসেবে৷
ছবি: Nicolas Economou/NurPhoto/picture alliance
আক্রান্ত ও মৃত
এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৫০ হাজার৷ মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬০০ মানুষের৷
ছবি: Eva Plevier/REUTERS
9 ছবি1 | 9
রটারডামের মেয়র ভিডিওবার্তায় বলেছেন, ''ঘুম থেকে ওঠার পর যদি আপনি দেখেন, ব্যাগ ভর্তি লুটের জিনিস রয়েছে, তা হলে কি আপনার ভালো লাগবে? আপনি কি কাল অপনার ছেলেকে মিস করেছেন? আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছিলেন, সে কোথায় ছিল?''
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার নেদারল্যান্ডসে কারফিউ জারি করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জানিয়েছে, করোনার নতুন স্ট্রেইন দ্রুত ছড়াচ্ছে। এই স্ট্রেইন আরো ছোঁয়াচে। তাই মানুষকে বাঁচাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রাত নয়টা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত কারফিউ জারি থাকছে। কারফিউ ভাঙলে শাস্তি হচ্ছে ৯৫ ইউরো। কাজ থাকলে, কুকুর নিয়ে বেরোলে বা শোকযাত্রায় সামিল হলে বাইরে বেরনো যাচ্ছে। তবে তাঁদের সার্টিফিকেট দেখাতে হচ্ছে।
নেদারল্যান্ডসে অক্টোবর থেকে বার বন্ধ। স্কুল কলেজও বন্ধ। ডিসেম্বর থেকে অত্যাবশ্যকীয় নয় এমন দোকানও বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে করোনার সংক্রমণ কমেছে। মঙ্গলবার নেদারল্যান্ডসে করোনায় চার হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।