1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন শব্দে আপনার ভালোবাসা প্রকাশ করুন

জাহিদুল হক১৭ অক্টোবর ২০১৪

প্রতিটি মানুষের জীবনেই ভালোবাসা বিষয়টি আছে৷ কেউ হয়ত ভালোবাসে অন্য কাউকে৷ কেউ বা খেতে বা ঘুমাতে ভালোবাসে৷ আর কেউ হয়ত সবসময় কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে৷ টুইটারে সে বিষয়টিই জানতে চেয়েছে মার্কিন একটি টিভি চ্যানেল৷

Symbolbild Verliebtes Pärchen im Wald Blume
ছবি: Fotolia/TeresaYehPhotography

চ্যানেলটির নাম কমেডি সেন্ট্রাল৷ তাদের একটি অনুষ্ঠানের নাম মিডনাইট৷ সেখানে ‘মাইলাভলাইফইনথ্রিওয়ার্ডস’ নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করে দর্শকদের মাত্র তিন শব্দে তাদের ভালোবাসার জীবন প্রকাশ করতে আহ্বান জানানো হয়৷

বিষয়টি যুক্তরাষ্ট্রে বেশ সাড়া ফেলে৷ ফলে হ্যাশট্যাগটি টুইটারে ‘ট্রেন্ডি' হয়ে ওঠে৷ সে দেশের আরেকটি টেলিভিশন চ্যানেল ই! এই হ্যাশট্যাগ পছন্দ করে টুইট করে৷

আলোচিত এই হ্যাশট্যাগের কয়েকটি ব্যবহার:

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ