1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন হাজার কর্মী নিয়োগ দিবে টিকটক

১ নভেম্বর ২০২০

আগামী তিন বছরে প্রায় তিন হাজার ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে টিকটক৷ ইউরোপ, কানাডা এবং সিঙ্গাপুর থেকে বেশিরভাগ কর্মী নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি৷

Symbolbild TikTok Logo
ছবি: picture-alliance/NurPhoto/N. Economou

টিকটক এর জনপ্রিয় শর্ট-ভিডিও অ্যাপ এর  মালিকানা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা সত্ত্বেও এর প্রসারের পরিকল্পনা ছাড়েনি৷ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ব্যবহার করা তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টিকটককে বর্জন করার নির্দেশ দিয়েছেন সামাজিক নেটওয়ার্কিং সেবা সংস্থা চীনের বাইটড্যান্সকে৷

টিকটকের বিশ্বব্যাপী দ্রুত  প্রসারে  আগামী তিন বছরের মধ্যে কানাডা, ইউরোপ, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে  প্রায় তিন হাজার ইঞ্জিনিয়ার নিযুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন টিকটকের একজন মুখপাত্র৷ টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রযুক্তিগত কেন্দ্র থাকবে এবং আরও নতুন কর্মী নিয়োগ করা হবে৷বর্তমানে টিকটকের জন্য প্রায় এক হাজার প্রকৌশলী চীনের বাইরে কাজ করছেন, তাদের প্রায় অর্ধেকই ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ-এ ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপস্টোর থেকে টিকটক ডাউনলোডের নিষেধাজ্ঞা জারির অনুমতি মার্কিন সরকারকে দেওয়া হবে কিনা সে রায় আদালত দেবে আগামী ৪ নভেম্বর ৷
এনএস/কেম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ