তিরুপতি দর্শনের টিকিটের জন্য হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত ছয়
৯ জানুয়ারি ২০২৫তিরুমালা তিরুপতি দেবস্থানম(টিটিডি)-এর চেয়ারম্যান বি ডি নাইডু জানিয়েছেন, প্রচুর ভক্তসমাগম হওয়ায় এই ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন ৪০ জন।
টিটিডি বোর্ডের সদস্য ভানু প্রকাশ রেড্ডি বলেছেন, একাদশী দর্শনের জন্য প্রচুর মানুষ এসেছিলেন। ভক্তদের ঢোকার টোকেন দেয়ার জন্য ৯১টি টিকিট কাউন্টার খোলা হয়েছিল।
তার মধ্যে বিষ্ণু নিবাসমের কাছে তিরুমালা সাবিত্রী বৈকুন্ঠদ্বার টিকিটকেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে।
টিটিডি জানিয়েছে, শুক্রবার থেকে এই দর্শন শুরু হওয়ার কথা ছিল। তারা এক লাখ ২০ হাজার দর্শন টোকেন দেয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বুধবারই প্রবল ভিড় হয়ে যায়। টোকেন নেয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়।
বার্তাসংস্থা এএনআই যে ভিডিও আপলোড করেছে, সেখানে দেখা যাচ্ছে, বৈকুন্ঠদ্বারে প্রচুর ভক্ত জড়ো হয়েছেন। তারা হুড়োহুড়ি করে ঢুকছেন। সামান্য কিছু পুলিশ টিটিডি-র স্বেচ্ছাসেবকরা সেখানে আছেন। খুব ছোট জায়গা দিয়ে তাদের ঢুকতে হচ্ছে।
এনডিটিভি জানাচ্ছে, একজন নারী অসুস্থ হওয়ার পর তাকে ঢুকতে দেয়া হয়। তখন ঢোকার জন্য প্রচণ্ড হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যার ফলে এই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী বলেছেন, তিনি শোকার্ত পরিবারের পাশে আছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বিরোধী নেতা রাহুল গান্ধী, আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী তিরুপতি যাচ্ছেন
অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অফিস থেকে জানানো হয়েছে, যেভাবে ভিড়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, তাতে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ। তিনি বৃহস্পতিবার তিরুপতি যাবেন। তিনি ঘটনার উপর নজর রাখছেন।
মুখ্যমন্ত্রী পর্যালোচনা বৈঠকও করেছেন।
তিরুপতির কালেক্টর এস বেঙ্কটেশ্বর জানিয়েছেন, ১০ জানুয়ারি থেকে দর্শন শুরু হবে। তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়া হয়েছে।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)