1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তার তিতা ও প্রধানমন্ত্রীর মিষ্টি সম্পর্ক

খালেদ মুহিউদ্দীন
২৯ অক্টোবর ২০১৯

খেলা দেখতে গিয়ে তিস্তা নিয়ে কথা বলতে চান না শেখ হাসিনা৷ তিনি চান না প্রতিবেশীর সঙ্গে কোনো তিক্ততা সৃষ্টি হোক৷ প্রতিবেশীর সঙ্গে আপনি মিষ্টি সম্পর্ক চান, তা ঠিক আছে৷ কিন্তু প্রতিবেশীরাও কি আপনার মতো করেই ভাবেন?

ছবি: AFP/P. Singh

আপনি মানবিক কারণে ফেনী নদীর পানি দেন, সম্পর্কের মিষ্টতার বিবেচনায় তিস্তা নিয়ে কিছু বলেন না৷ আপনার দিক থেকে তা হয়তো ঠিক আছে, কিন্তু তিস্তার পানি না এলে সামনের শুকনা মৌসুমে এই মিষ্টি কথায় উত্তরবঙ্গের শুকনো চিড়া ভিজবে না৷ কে জানে হয়তো ভিজবে, কিন্তু তাতে নিশ্চিত করেই আপনার নির্বাহী আদেশ লাগবে৷

খুব নিরপেক্ষভাবে হাসিনা সরকারের পারফরম্যান্স বিবেচনা করলে সফলতার পাল্লাই ভারী৷ কিন্তু প্রিয় প্রধানমন্ত্রী, আপনাকে কি কেউ বলেছে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের বিবেচনাতে আপনার ব্যর্থতার কথা?

আমরা বার্তাবাহক, তাই আমাদের প্রতিপক্ষ না ভেবে বিষয়টা একটু বিবেচনা করে দেখুন৷ তিস্তার পানি দিচ্ছে না বলে আগের টার্মে আপনি ট্রানজিট দিতে চাননি৷ এবার এসে আপনি তিস্তার কথা তুলতেও স্বস্তি বোধ করছেন না!

মঙ্গলবারের সংবাদ সম্মেলনেই আপনি বলেছেন, আপনার অভিধানে ভয় বলে শব্দটি নেই৷ তবে কী আমরা ধরে নেবো প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ককেই আপনি সবার উপরে রাখছেন, এমনকি দেশের জনগণের পাওনা স্বার্থেরও উপরে?

খালেদ মুহিউদ্দীন, প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগছবি: DW/P. Böll

বাংলাদেশ থেকে ভারত অনেক শক্তিশালী দেশ সন্দেহ নেই৷ জোর করে তাদের কাছ থেকে হয়তো কিছু আদায় করা যাবে না৷ কিন্তু তারা যে তিস্তার পাওনা হিস্যা দিচ্ছে না এবং এ বিষয়টি যে আপনি পছন্দ করছেন না, তা তো অন্তত আপনার জানানো দরকার৷

কে না জানে, মর্যাদাবোধ হচ্ছে ন্যায্যতার দাবি মাথা উঁচু করে বলতে পারা?

সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের সভাপতি হয়েছেন বলে আপনি খুব খুশি কারণ তিনি খুব ভালো খেলতেন৷ বাঙালির ছেলে দাওয়াত দিচ্ছেন বলে আপনি উড়ে উড়ে ইডেন চলে যাচ্ছেন৷ একবার ভাবুনতো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ভালো খেলেছেন এরকম কেউ কবে হতে পারবেন, আর জনাব নাজমুল হাসান পাপনের দাওয়াতে নরেন্দ্র মোদী কোনোদিন খেলা দেখতে আসবেন কিনা?

খালেদ মুহিউদ্দীন জ্যেষ্ঠ সাংবাদিক ও টিভি উপস্থাপক৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সাবেক প্রধান।
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ