1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তার পানিবন্টন চুক্তি অবশ্যই হবে: শেখ হাসিনা

১৯ অক্টোবর ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ছিটমহল দহগ্রাম-অঙ্গরপোতা এবং তিনবিঘা করিডোর পরিদর্শন করেছেন৷ তিনি সেখানে এক সভায় বলেছেন, তিন বিঘা করিডোর ২৪ ঘন্টা খুলে দেয়ার মাধ্যমে দহগ্রাম-অঙ্গরপোতার মানুষ মুক্ত হয়েছে৷

মনমোহন সিং’এর বাংলাদেশ সফরের সময় তিস্তা পানিবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় নিছবি: dapd

বিকেলে তিনি লালমনিরহাটের পাটগ্রামে এক জনসভায় বলেন, তিস্তার পানিবন্টন চুক্তি অবশ্যই হবে৷ তিনি বলেন, বিরোধী দল বিএনপি আন্দোলনের নামে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাইছে৷

দহগ্রাম-অঙ্গরপোতার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের মাঝে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন৷ প্রধানমন্ত্রী শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানসহ তাদের উন্নয়নে নানা কর্মসূচির কথা বলেন৷ তিনি বলেন, এই ২টি ছিটমহলের মানুষ অবরুদ্ধ ছিল৷ তিন বিঘা করিডোর ২৪ ঘন্টা উন্মুক্ত করার মধ্য দিয়ে এই এলাকার মানুষ মুক্ত হয়েছে৷

বিকেলে প্রধানমন্ত্রী পাটগ্রামের জনসভায় বলেন, তাঁর সরকার গঙ্গার পানি এনেছে৷ তিস্তার পানিবন্টন চুক্তিও হবে৷ আর তিস্তা নদীর নাব্যতা রক্ষায় উদ্যোগ নেয়া হবে৷

শেখ হাসিনা বলেন, বিরোধী দল বিএনপি রোডমার্চের নামে বিলাসবহুল সফর করছে৷ আর এই রোডমার্চে এত গাড়ি কোথা থেকে আসে! এই গাড়ির মালিকরা টাকা কোথায় পেল তা তদন্ত করে দেখা হবে৷ তিনি বলেন, বিএনপি'র আন্দোলনের উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা৷ তারা জনগণের কল্যাণে কোন কাজ করছেনা৷

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারে কোন দুর্নীতিবাজ মন্ত্রী নেই৷ তাঁর সরকার দুর্নীতি করেনা৷ বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প নিয়ে যে দুর্নীতির অভিযোগ করেছে তা বিএনপি'র আমলের৷ তাঁর কাছে তার প্রমাণ রয়েছে৷

শেখ হাসিনা বলেন, বিরোধী দল দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে৷ বিরোধী দলীয় নেত্রী বলেছেন, তাঁরা ঘরে ঘরে আগুন লাগাবেন৷ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের সে আশা পুরণ হবেনা বলে জানান প্রধানমন্ত্রী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফরূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ